হুমায়ূন আহমেদের জীবনী। Humayun Ahmed Biography

Описание к видео হুমায়ূন আহমেদের জীবনী। Humayun Ahmed Biography

don't forget to subscribe;

ব্যক্তিগত জীবনে হুমায়ূন আহমেদ দুই দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তার প্রথম স্ত্রীর নাম গুলতেকিন আহমেদ। তাদের বিয়ে হয় ১৯৭৩ সালে। এই দম্পতির তিন মেয়ে এবং দুই ছেলে। তিন মেয়ের নাম বিপাশা আহমেদ, নোভা আহমেদ, শীলা আহমেদ এবং ছেলের নাম নুহাশ আহমেদ। এই দম্পত্তির অন্য আরেকটি ছেলে অকালে মারা যায়। ২০০৩ সালে গুলতেকিনের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর মেয়ে শিলা আহমেদের বান্ধবী শাওনকে বিয়ে করেন তিনি। এই দম্পতির তিনটি সন্তান জন্মায়। প্রথম ভূমিষ্ঠ কন্যাটি মারা যায়। তবে পরে জন্মানো দুজন ছেলে সম্পূর্ণ সুস্থ্য আছে। ছেলেদের নাম নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।

তার লেখা অসংখ্য উপন্যাস এর মাঝে নন্দিত নরকে, লীলাবতী, কবি, শঙ্খনীল কারাগার, মন্দ্রসপ্তক, দূরে কোথায়, সৌরভ, নী, ফেরা, কৃষ্ণপক্ষ, সাজঘর, বাসর, গৌরিপুর জংশন, নৃপতি, অমানুষ, বহুব্রীহি, এইসব দিনরাত্রি, দারুচীনি দ্বীপ, শুভ্র, নক্ষত্রের রাত, কোথাও কেউ নেই, আগুনের পরশমনি, শ্রাবণ মেঘের দিন, বৃষ্টি ও মেঘমালা, মেঘ বলেছে যাবো যাবো, জোছনা ও জননীর গল্প প্রভৃতি উল্লেখ যোগ্য ৷

Комментарии

Информация по комментариям в разработке