SIAM - Vashe Bangla ( ভাসে বাংলা ) | Flood In bangladesh | SAHAN | Pray For Bangladesh

Описание к видео SIAM - Vashe Bangla ( ভাসে বাংলা ) | Flood In bangladesh | SAHAN | Pray For Bangladesh

এই গানটি বাংলাদেশের সেইসব মানুষদের প্রতি উৎসর্গ যারা বন্যার মতো ভয়াবহ দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। তাদের কষ্ট, দুঃখ, এবং সংগ্রামের কাহিনী এই গানের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি।

এই সংকটের সময়ে, বাংলাদেশের অনেক মানুষ একে অপরের পাশে দাঁড়াচ্ছেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাদের এই আত্মত্যাগ এবং মানবিকতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আসুন, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এবং যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়াই।

On Mic - SIAM FARDIN
Beat Produced Mix & Masterd By Anik Sahan
Lyric - Siam Fardin & Anik Sahan
Visuals Credit : Romzan
Artwork : Sabiar


Lyric -
ভাসে বাংলার মানচিত্র আইজকা অগো দেশের পানিতে
হাত দিয়া মারে নাই অরা মাইরা দিসে পানিতে
ডুবায়া দিসে সোনার দ্যাশ কোথায় গিয়া হইবো শ্যাষ
ভিটা-বাড়ি কাইড়া নিয়া ভাসায়া দিলো নদীতে
এইডাই কি চাইসিলাম রে প্রতিবেশি বন্ধুরতে
যে হাত'দা হাত মিলাইসে ওই হাত'দাই খুন করসে
সময় হইসে কান্ধের লগে কান্ধ লাগায়া নাইমা পড়
ভারতের সব বান্দের উপ্রে বান্দ উডায়া ওচা কর
নরম পায়া বাংগালিগো হক হালালি মাইরা খাইসে
আসাম থিকা শুরু কইরা ত্রিপুরাডাও লয়া লইসে
সব খায়া মুখ পুইচ্ছা ঘুরায়া দিলো সিনডারে
মাল্লু মদি মাল খায়া গদিত বয়া চিল করে
ফেনির থিকা কুমিল্লা ঝাকে ঝাকে আয় মিল্লা
ঝড়তুফানে মোকাবেলা করুম আয় সবাই মিল্লা
দুই দুইবার স্বাধীন করসি লাগলে আবার করুম
ভাইংগা যামু মচকামু না বাচার মতোন বাচুম

আমরা একলা কেউ আর নাইরে এহন একলা কেউ আর নাই
যতো বিপদ আহে ততোই আমগো ঐক্য বাইড়া যায়

কিয়ের সিডর কিয়ের রিমাল আমরাই তো সুনামি
বন্ধু সাইজ্জা পাশে থাইক্কা আমগো লগেই হারামি
বাংলা মায়ের দামাল পোলা পায়না এহন ভয়
জানে না তো হারতে অরা করতে পারে জয়
দুর্যোগ আর সংগ্রামে বাঙালি সব একলগে
প্রতিরোধ সম্ভব সব যদি এক থাকে
হাত রাইখা হাতে সবাই খুলতে হইবো জবান
ঐক্য মানে শক্তি হপায় এইডাই হোক স্লোগান
আগের দিনরে বাঘে খাইসে দিন এহন বদলাইসে
ছাত্র থেইকা আমজনতা শক্ত হয়া খারাইসে
বিএসএফ এর গুলি যদি আর একটাও চলে
কাটাতারের কাবঝাবে কেউ যদি পড়ে
পৃথিবীডা দেখবো আবার বাঙালিগো ঐক্যজোট
কেমনে কইরা শিনা উচায়া করন লাগে প্রতিরোধ
সময় হইসে কান্ধের লগে কান্ধ লাগায়া নাইমা পড়
ভারতের সব বান্দের উপ্রে বান্দ উডায়া ওচা কর

আমরা একলা কেউ নাই আর এহন একলা কেউ নাই
যতো বিপদ আহে ততোই আমগো ঐক্য বাইড়া যায়

#Vashe_Bangla
#flood
#বাংলাদেশের_বন্যা_পরিস্থিতি
#bangladesh
#flood_in_bangladesh

Комментарии

Информация по комментариям в разработке