সুখসাগর পেঁয়াজ এর বীজ উৎপাদন দেখুন।

Описание к видео সুখসাগর পেঁয়াজ এর বীজ উৎপাদন দেখুন।

মানসম্পন্ন সুখসাগর জাতের অরিজিনাল দানা বীজ উৎপাদন করে আপনাদের নিকটে পৌছে দেওয়াই আমাদের মুল উদ্দেশ্য।
আমাদের সুখসাগর জাতের পেঁয়াজ এর দানা বীজ উৎপাদন একনজরে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত....
সুখসাগর জাতের পেঁয়াজ চাষ মানে বেশি ফলন এবং বেশি লাভ।"ভালো বীজে ভালো ফসল" চাষ করুন আর লাভবান হয়ে নিশ্চিন্তে থাকুন।
আলহামদুলিল্লাহ,সুখসাগর জাতের পেঁয়াজ চাষ করে কৃষকরা এ বছর ব্যাপক লাভবান হতে পেরেছে।এতে আমরাও আনন্দিত। সুখসাগর জাতের অরিজিনাল পেঁয়াজ বীজ উৎপাদন পদ্ধতি দেখুন আর আমাদের সাথেই থাকুন।
অবিশ্বাস্য বেশি ফলনশীল জাতের পেঁয়াজ সুখসাগর।যা বাংলাদেশের সবচেয়ে বেশি ফলনশীল জাতের পেঁয়াজ।যা সারা বছর ধরে ঘরে সংরক্ষন করা যায়।
আমরাই দিচ্ছি সাশ্রয়ী মুল্যে অরিজিনাল সুখসাগর জাতের পেঁয়াজ এর দানা বীজ এর নিশ্চয়তা।
এ বছর ইতোমধ্যে সুখসাগর জাতের পেঁয়াজ এর দানা বীজ দাম বেশি হতে চলছে। সুতরাং বীজ ক্রয় করতে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কারন বীজের দাম বেশি হলে কিছু অসাধু বীজ ব্যাবসায়ীরা বীজের মধ্যে ভেজাল জাতের বীজ মিশিয়ে ব্যাবসা করে থাকে যার ফলে কৃষক ক্ষতির সম্মুখীন হয়।
আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা সফলতার সহিত দীর্ঘ ৪ বছর ধরে আপনাদের সেবা দিয়ে এগিয়ে চলেছি সুখসাগর জাতের পেঁয়াজ এর চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে।
সারা বাংলাদেশ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর এবং চার বছরের অভিজ্ঞতা ও সফলতার আলোকে আমাদের কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে জমিতে উৎপাদনকৃত পেঁয়াজ এর দানা বীজ জেলা বীজ প্রত্যয়ন অফিসের লাইসেন্স এর মাধ্যমে দানা বীজ পরীক্ষা করে প্যাকেটজাত করে বীজ বিক্রয় করে থাকি।
"সুখসাগর" জাতের পেঁয়াজ ছিটানো বা বপন পদ্ধতিতে এক বিঘাতে (৩৩শতকে) ১৪০ - ১৮০ মন এবং রোপন বা চারা লাগানো পদ্ধতিতে ১২০ - ১৫০ মন ফলন পেতে এবং
নির্ভেজাল সুখসাগর জাতের পেঁয়াজ এর প্যাকেটজাত দানা বীজ ক্রয় করতে আমাদের নিকট যোগাযোগ করুন।
আশা করছি অরিজিনাল সুখসাগর জাতের পেঁয়াজ এর দানা বীজ প্যাকেটজাত করে পাইকারি ও খুচরা দানা বীজ আপনাদের দিতে পারব ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ-
মোঃ হাসানুর জামান।
মোবাইলঃ- ০১৯১৪৬৫৩৩১২.০১৭৭৭৬৩৮৩৮১.
গ্রামঃ- দারিয়াপুর।
উপজেলাঃ- মুজিব নগর।
জেলাঃ- মেহেরপুর।
আরো বিস্তারিত জানতে" সুখসাগর লাল পেঁয়াজ "নামে ফেসবুক ও ইউটিউব গিয়ে ঘুরে আসুন।

Комментарии

Информация по комментариям в разработке