মসজিদে বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা । Swagata । Bijoy TV

Описание к видео মসজিদে বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা । Swagata । Bijoy TV

#Swagata #স্বাগতা
বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত শানু স্বাগতা। তার বন্ধু ও প্রেমিক লন্ডনপ্রবাসী হাসান আজাদকে বিয়ে করেন তিনি। ২৪ জানুয়ারি দুপুরে রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে, নতুন জীবনের পথ চলা শুরু করেন স্বাগতা-হাসান।
২৫ জানুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাগতা। জানা যায়, বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা।
এর আগে গত বছরের ডিসেম্বরেই বিয়ের ঘোষণা দিয়েছিলেন স্বাগতা। তার স্বামী হাসান আজাদ একজন লন্ডনপ্রবাসী বলে জানিয়েছিলেন তিনি। ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় তাদের। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন অভিনেত্রী। স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে।
স্বাগতার স্বামী হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গেও জড়িত তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।
এর আগে দীর্ঘ ৭ বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন স্বাগতা। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের।
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা। এ ছাড়া ‘মহাকাল’ নামে একটি ব্যান্ড দল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন স্বাগতা। এ ছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке