Geopolitics of the Black Sea | কৃষ্ণ সাগর কোন দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ | কৃষ্ণসাগর কেন এত গুরুত্বপূর্ণ | রুশ-মার্কিন প্রুভিং গ্রাউন্ড কৃষ্ণসাগর ? | Black Sea | Russia | USA
পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার মধ্যে অবস্থিত একটি বিশেষ সামুদ্রিক অঞ্চল কৃষ্ণ সাগর। প্রাচীন বিশ্বের সমুদ্র বানিজ্যে এই সাগরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ সাগরের তলদেশে প্রাপ্ত হাজার বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ থেকে তার প্রমাণ মিলেছে।
ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর দীর্ঘদিন ধরেই এর উপকূলবর্তী দেশগুলোর ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সাগরের চারপাশে যে ছয়টি দেশ আছে তার মধ্যে রাশিয়া এবং তুরষ্ক সবচেয়ে প্রভাবশালী। দেশ দুটোর মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস কয়েকশো বছরের পুরনো। এখন পর্যন্ত কৃষ্ণ সাগরকে কেন্দ্র করে রাশিয়া এবং তুরষ্কের মধ্যে বিভিন্ন আকারের অন্তত এক ডজন যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। কালের পরিক্রমায় কৃষ্ণ সাগরের উপকূলবর্তী সাম্রাজ্য বা দেশগুলোর নাম বদলে গেলেও, এই জলাশয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ও সংঘাত একবিংশ শতকেও অব্যাহত আছে। ২০১৪ সালে ইউক্রেইনের ক্রাইমিয়া এবং ২০০৮ সালে জর্জিয়ার আভকাজিয়া অঞ্চলে ক্রেমলিনের সেনা অভিযান এর বড় প্রমান।
কৃষ্ণ সাগর নিয়ে তুরষ্ক ও রাশিয়ার মতো দেশগুলোর মধ্যে কেন এত উত্তেজনা? কি কারনে কৃষ্ণ সাগরের ওপর আধিপত্য ধরে রাখতে চায় এই দেশগুলো। সেসব কিছুই জানার চেষ্টা করবো আজকের পর্বে।
#Black Sea,Black Sea Geopolitics, #Why Black Sea is So Importanst, #History of Black Sea, #কৃষ্ণসাগর, #কৃষ্ণসাগর কোথায় অবস্থিত,কৃষ্ণসাগর কেন বলা হয়, #আজভ সাগর কোথায়, #বসফরাস প্রণালী, #কৃষ্ণসাগর নিয়ে কেন এত সংঘাত, #কৃষ্ণসাগর রাশিয়ার জন্য এত গুরুত্বপূর্ণ কেন, #কৃষ্ণসাগর এর ভূ-রাজনীতি, #কৃষ্ণসাগর নিয়ে কেন এত যুদ্ধকৃষ্ণ সাগর, #ইউরোপ, #এশিয়া, #সামুদ্রিক অঞ্চল, #বুলগেরিয়ার বিখ্যাত কৃষ্ণসাগর, #কৃষ্ণসাগরের ইতিহাস,#কৃষ্ণসাগরের নাম কেন কৃষ্ণসাগর?, #Black Sea in Bulgaria, #atlantic ocean, #gibraltar strait, #জিব্রাল্টার প্রণালী, #মর্মর সাগর, #বসফরাস প্রণালী, #এজিয়ান সাগর, #সাগর মহাসাগর, #সাগর মহাসাগর উপসাগর, #লোহিত সাগর, #কের্চ প্রণালী, #দার্দানেলিস প্রণালী, #আজভ সাগর,
Информация по комментариям в разработке