নাকের সাইনুসাইটিস এর আধুনিক চিকিৎসা,sinusitis treatment,sinusitis home remedy,Dr Mushfiq Healthcare,sinusitis,sinusitis symptoms,Sinusitis treatment with Endoscope Camera, Functional Endoscopic Sinus surgery,
নাকের সাইনুসাইটিসের আধুনিক চিকিৎসা বর্তমানে অনেক উন্নত হয়েছে, যা রোগীর অবস্থা ও উপসর্গের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। সাইনুসাইটিসের চিকিৎসা সাধারণত দুইভাবে করা হয়:
১. ঔষধের মাধ্যমে চিকিৎসা
🔹 অ্যান্টিবায়োটিক: যদি ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়, তবে ডাক্তার সাধারণত ১০-১৪ দিনের জন্য অ্যান্টিবায়োটিক (যেমন অ্যামোক্সিসিলিন, আজিথ্রোমাইসিন) প্রেসক্রাইব করেন।
🔹 নাসারন্ধ্র ডিকনজেস্ট্যান্ট: নাক বন্ধ থাকলে নাকের স্প্রে (যেমন অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন) ব্যবহার করা হয়। তবে ৩-৫ দিনের বেশি ব্যবহার করা উচিত নয়।
🔹 এন্টি-হিস্টামিন ও স্টেরয়েড স্প্রে: অ্যালার্জি-জনিত সাইনুসাইটিস হলে ডাক্তার এন্টি-হিস্টামিন (যেমন লোরাটাডিন, ফেক্সোফেনাডিন) বা নাকে ব্যবহারের জন্য স্টেরয়েড স্প্রে (যেমন ফ্লুটিকাসোন, মোমেটাসোন) দিতে পারেন।
🔹 ব্যথানাশক ওষুধ: ব্যথা ও জ্বর কমানোর জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন ব্যবহার করা হয়।
🔹 নাসাল স্যালাইন ওয়াশ: নাক পরিষ্কার রাখার জন্য নরমাল স্যালাইন বা নেটি পট ব্যবহার করা হয়।
২. সার্জারির মাধ্যমে চিকিৎসা
যদি ঔষধে কোনো উন্নতি না হয় বা সাইনাসে পলিপ, বাঁকা নাসারন্ধ্র (ডেভিয়েটেড ন্যাসাল সেপটাম), বা দীর্ঘমেয়াদী সংক্রমণ থাকে, তবে সার্জারি করতে হতে পারে।
🔹 এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি (FESS - Functional Endoscopic Sinus Surgery):
এটি বর্তমানে সবচেয়ে আধুনিক ও কম ঝুঁকিপূর্ণ সার্জারি। নাকের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে ব্লক হয়ে থাকা সাইনাস পরিষ্কার করা হয়।
🔹 বলুনাসিওপ্লাস্টি (Balloon Sinuplasty):
এতে নাকের ভেতর একটি ছোট ব্যালুন ঢুকিয়ে বাতাস দিয়ে ফোলানো হয়, যাতে সাইনাসের পথ খুলে যায়।
৩. লাইফস্টাইল পরিবর্তন ও হোম রেমেডি
✔️ গরম পানির ভাপ নেওয়া (Steam Inhalation)
✔️ প্রচুর পানি পান করা
✔️ ধুলো ও অ্যালার্জেন এড়ানো
✔️ নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ
সাইনুসাইটিসের আধুনিক চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে নাক, কান, গলার বিশেষজ্ঞ (ENT Specialist) এর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।
😊
আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা-রোগ ও হেড নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুশফিকুর রহমান MBBS,FCPS(ENT),Fellowship on Rhinoplasty (INDIA)
সাক্ষাতের জন্য যোগাযোগ করতে পারেনঃ
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালী, ঢাকা
(শনিবার থেকে বৃহস্পতি বার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত)
অথবা
ইসলামি ব্যাংক হাসপাতাল, মতিঝিল, ঢাকা
(শনিবার থেকে বৃহস্পতি বার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত)
সাক্ষাতের জন্য কল করতে পারেনঃ
০১৭১৭ ৩৩৫ ৭৭৫ মোবাইল নম্বরে।
Tags👇
,home remedies for sinusitis,sinus treatment home tips,chronic sinusitis,sinus treatment at home,sinus infection treatment,home remedy for sinusitis treatment,how to treat sinusitis at home,home remedies,acute sinusitis treatment,sinus home treatment,treatment for sinusitis,best treatment for sinusitis,sinus treatment,home treatment for sinus,acute sinusitis,treat sinus at homeসর্দি, ঠান্ডা, ঠান্ডা দূর করার উপায়, thanda lagle ki korbo, ঠান্ডা থেকে মুক্তির উপায়,
সর্দি ভালো করার উপায়,
নাক বন্ধ হলে কি করব,
how to clear nose block,
nak daka bondho korar upay
,
ঠান্ডা কাশি দূর করার উপায়,সর্দিতে নাক বন্ধ হলে করনীয়,নাক ডাকা বন্ধ করার উপায়, নাকের পলিপাস দূর করার উপায় হোমিও
,
বাচ্চাদের অনেক কাশি হলে কি করনীয়
,সর্দি কাশি দূর করার উপায়,nak bondho hole ki kora uchit
nose block treatment
,এলার্জি থেকে মুক্তির উপায়,
কাসি বন্ধ করার উপায়
,ঠান্ডায় নাক কান বন্ধ হলে করনীয়
,নাকের ড্রপ,নাকের পলিপাস দূর করার উপায়, বাচ্চাদের সর্দি কাশি দূর করার ঘরোয়া উপায়,
how to unclog your nose
,নাকের পলিপাস এর চিকিৎসা,নাকের এলার্জির ঘরোয়া চিকিৎসা,#সাইনুসাইটিস ও নাকের এলার্জির ঘরোয়া চিকিৎসা,সাইনোসাইটিস এর ঘরোয়া চিকিৎসা,সাইনোসাইটিস চিকিৎসা,নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা,সাইনুসাইটিস এর চিকিৎসা,সাইনোসাইটিস থেকে মুক্তি পেতে করণীয়,নাকের পলিপাস,সাইনোসাইটিস,সাইনোসাইটিসের ঘরোয়া চিকিৎসা,সাইনোসাইটিসের চিকিৎসা,সাইনোসাইটিস কি কেন হয়,পলিপাসের ঘরোয়া চিকিৎসা,সাইনোসাইটিস হোমিও চিকিৎসা,সাইনুসাইটিস,সাইনোসাইটিস দূর করার চিকিৎসা,নাকের মাংস বৃদ্ধির লক্ষণ
Информация по комментариям в разработке