আস সালামু আলাইকুম।
আমাদের পরবর্তী ফাইল জমা নেওয়ার তারিখ ৩০ এবং ৩১ অক্টোবর। যারা ফাইল জমা দিতে চান তারা এই তারিখগুলোতে আমাদের অফিসে এসে ফাইল জমা দিতে পারবেন। আর সকল আপডেট পেতে যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রুপেঃ
https://www.facebook.com/groups/68124...
রোমানিয়া
শর্তঃ ফাইল জমা দেওয়ার পর প্রথম ৩ মাস কোনভাবেই বিরক্ত করা যাবে না।
°°°°টোটাল খরচ ৭ লাখ টাকা সময় কমপক্ষে ৬ মাস( আরো ২ মাস হাতে রাখলে ভালো হয়)।
°°°°পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি জমা দিতে হবে।
°°°°পাসপোর্টের সাথে ৭০, পারমিট আসার পরে ১.২০ লাখ, বাকি ৫.১০ লাখ স্ট্যাম্পিং এর পরে।
°°° প্রথম ২ টা লেনদেনের সিকিউরিটি হিসাবে চেক পাবেন এবং ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি হবে।
°°°° চুক্তি অনুযায়ী রোমানিয়া এয়ারপোর্টে রিসিভ করা এজেন্সীর দায়িত্ব থাকবে।
*** যেকোন কাজ হতে পারে এবং যেকোন শহর হতে পারে।
°°°বেতন ৫৫+ থেকে শুরু।
°°°ডিউটি আওয়ার সপ্তাহে ৬ দিন ১০ ঘন্টা করে।এখানে সর্বোচ্চটা ধরা হয়েছে।
°°°°থাকা + খাওয়া কোম্পানীর।
মাল্টা
°°° টোটাল খরচ ১০.৫০ লাখ. সময় ৪-৬ মাস।
°°° পাসপোর্টের সাথে ১.৫ লাখ, পারমিট আসলে ২ লাখ। বাকিটা ভিসার পর।
°°°°পাসপোর্ট, এনআইডি / জন্ম নিবন্ধন, এসএসসির সার্টিফিকেট এবং ছবি জমা দিতে হবে।
°°°°ফাইলের সাথে ১লাখ , পারমিট আসার পরে ২ লাখ, বাকিটা স্ট্যাম্পিং এর পরে।
°°° প্রথম ২ টা লেনদেনের সিকিউরিটি হিসাবে চেক পাবেন এবং ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি হবে।
*** ক্লীনার, ফুড ডেলিভারি।
°°°বেতন ৮০-১লাখ ২০হাজার ।
°°°ডিউটি আওয়ার সপ্তাহে ৫ দিন ১০ ঘন্টা করে।এখানে সর্বোচ্চটা ধরা হয়েছে।
°°°°থাকা + খাওয়া কোম্পানীর।
°°°°যদি কোন কারন বশত ক্লায়েন্টকে ইন্ডিয়া যেতে হয় তাহলে ইন্ডিয়ার সকল খরচ ক্লায়েন্ট নিজে বহন করবে।তবে সম্ভবনা খুবই কম।
ক্রোয়েশিয়া
টোটাল খরচ ৮.৫ লাখ. সময় ৪-৬ মাস।
°°° পাসপোর্টের সাথে ১ লাখ, পারমিট আসলে ১.৫ লাখ। বাকিটা ভিসার পর। কোন কারনে ভিসা না হলে ২০ হাজার টাকা কাটা যাবে।
°°°°পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি জমা দিতে হবে।
°°° প্রথম ২ টা লেনদেনের সিকিউরিটি হিসাবে চেক পাবেন এবং ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি হবে।
*** শুধুমাত্র কনস্ট্রাকশন। ভিডিও দিতে হবে।
°°°বেতন ৬০-৭৫
°°°ডিউটি আওয়ার সপ্তাহে ৫ দিন ১০ ঘন্টা করে।এখানে সর্বোচ্চটা ধরা হয়েছে।
°°°°থাকা + খাওয়া কোম্পানীর।
°°°°ক্লায়েন্ট তার ইন্ডিয়ার সকল খরচ নিজে বহন করবে এবং বিএমইটির সিকিউরিটির ১ লাখ টাকা নিজে জমা করবে।
°°°°এখানে সবকিছু মিনিমাম হিসাবে বলা হয়েছ। এর চেয়ে যত বেশি সুবিধা পাবেন, সেটা বোনাস হিসেবে ধরবেন।
°°°°এই সবকিছু পড় বুঝেশুনে নিজ দায়িত্বে যারা ফাইল জমা দিতে চান তারা আসবেন।
ফাইল জমা দেওয়ার সময়সূচী ৩০/১০/২০২২ এবং ৩১/১০/২০২২ ইং সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
যারা প্রবাসী তারা তাদের অভিভাবকের মাধ্যমে, পাসপোর্টের স্ক্যান কপি, পুলিশ ক্লিয়ারেন্সের মেইন কপি, ছবি এবং টাকা দিয়ে ফাইল জমা দিতে পারবেন।
তবে, পারমিট আসার পর তাদেরকে অবশ্যই দেশে এসে মূল পাসপোর্ট জমা দিতে হবে।
এর বাইরে আগে-পরে, সামনে-পিছনে, উপরে-নিচে, ডানে-বামে আর কোন পদ্ধতিতে আমরা কাজ করি না।
এরচেয়ে সহজে এবং কম খরচে যদি কোথাও পান তাহলে জমা দিয়ে দিন।
এতে কর্তৃপক্ষের কোন প্রকার মন খারাপ হবে না।🤪🤪🤪
যাদের মনে বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় রয়েছে তাদেরকে না আসার জন্য বিনীত অনুরোধ করছি। হতে পারে আপনার মনের সন্দেহ আমাকে আপনার টাকা মেরে দেওয়ার জন্য উৎসাহিত করবে।
ঠিকানা
ইইউ কনসালটেন্সি , পিংকী ভিলার পিছনে, নতুন মসজিদের ঠিক বিপরীত পাশে, মহিলা মাদ্রাসা রোড, পূর্ব বক্সনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা। চিটাগং রোড বা স্টাফ কোয়াটার থেকে রিক্সায় ৩০/৪০ টাকা ভাড়া।
romania, romania diary, romania visa update, romania dairy, romania embassy update, romania embassy appointment update, romania work permit visa, romania visa update for bangladeshi, romania embassy new update, romania embassy new update 2022, romania visa update.
Информация по комментариям в разработке