তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার | মানবতার জাগরণ - পর্ব ০২ | বিশ্ব সূফী সংস্থা । GSO TV

Описание к видео তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার | মানবতার জাগরণ - পর্ব ০২ | বিশ্ব সূফী সংস্থা । GSO TV

বিশ্ব সূফী সংস্থা - Global Sufi Organization (GSO) কর্তৃক আয়োজিত ইমামীয়া চিশতীয়া নেজামীয়া দরবার শরীফের প্রতিনিধি ও ইমামীয়া চিশতীয়া পাবলিশার এর লেখক ও সূফী ব্যাক্তিত্ব নাসির উদ্দিন চিশতী এর উপস্থাপনায় সূফী ভাবধারা মূলক নিয়মিত অনুষ্ঠান "মানবতার জাগরণ" এর ২য় পর্ব। আজকের আলোচ্য বিষয়- "তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার"।

সঞ্চালকঃ নাসির উদ্দিন চিশতী, লেখক, ইমামীয়া চিশতীয়া পাবলিশার
আলোচকঃ আজাহার ফরহাদ, লেখক ও মরমি সাধক
আলোচকঃ শাহ ড. মোহাম্মদ আলাউদ্দিন আলন, শাহ-সাহেব, হাক্কানী দরবার শরীফ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া


সূফীবাদ, মরমীবাদ, ভাববাদ তথা সামগ্রিক আধ্যাত্মবাদের আলোকে অলী আউলিয়া, গাউস-কুতুব,পীর মোর্শেদ, মুণি-ঋষী, মজ্জুব মাস্তান, আবদুহু আবদাল, ফকির দরবেশ, সাধু সন্ত অর্থাৎ মুক্ত মানবগণ যে সহজ-সরল পথে আত্মদর্শনের মোকামে পৌঁছেছেন সেই জাগ্রত পথের পাথেয় হোক মানবতার জাগরণ।

নিজেকে পরমে পৌঁছে তাঁরা যেমন পবিত্রতম মহাশূণ্যতায় নিজেকে নিয়ে গিয়েছেন তেমনি অনেকেই দয়াকরে পদাঙ্ক রেখে গিয়েছেন তাঁদের অনুসারীদের জন্য। সেই পদাঙ্কের ধুলি কুড়ানোর মধ্য দিয়ে পথ ধরে যেতে যেতেই আমাদের মতো সাধারন মানুষ পৌঁছে যেতে পারে পরমার্থিক জগতের সীমানায়।
সূফী পার্সী শব্দ হলেও এর ভাব হচ্ছে শুদ্ধ মানুষ। আত্মশুদ্ধতা অর্জন করেই সূফী হতে হয়। সাধন মার্গের উচ্চতমস্তরে পৌছালে আত্মিক জগতের আর কোনো জাত পাত, ধর্মের বেড়া জাল থাকেনা। সেই এক পরমমাখা অনুপম জগতের জাগ্রত ভাব থাকবে এই মানবতার জাগরণ অনুষ্ঠানে। Global Sufi Organizaion তথা GSO এর পরিবেশনায় মানবতার জাগরণ প্রতিটি পর্বেই আধ্যাত্মবাদের জাগরণের আলোচনা তুলে ধরার প্রয়াস থাকবে। এ বিষয়ে যারা তৃষ্ণার্ত তারা অবশ্যই এই চ্যানেলে দৃষ্টি রাখবেন সেই প্রত্যাশা করছি।

কোন ধর্ম, সম্প্রদায়, গোষ্ঠিকে বা কারো অনুভূতিতে আঘাত করা এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। তথাপিও কোন ব্যক্তি বা গোষ্ঠী অনাকাঙ্খিত কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, সে ক্ষেত্রে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
--------------------------------------------------------------------------------
"© [2024] GSO TV. All rights reserved."
--------------------------------------------------------------------------------
বিশেষ সতর্কীকরণ : এই চ্যানেলের (GSO TV) কোন ভিডিও অনুমতি ছাড়া অন্য কোন চ্যানেলে আপলোড করা কপিরাইট আইনের লঙ্ঘন ।
আমাদের কোন ভিডিও অন্য কোন চ্যানেলে পাওয়া গেলে কপিরাইট নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে.
-------------------------------------------------------------------------------
** ANTI-PIRACY WARNING **
This content is Copyright to the "GSO TV" YouTube Channel. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material.
Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

Комментарии

Информация по комментариям в разработке