কোলকাতার প্রিন্সেপ ঘাট / Princep Ghat Kolkata at Night

Описание к видео কোলকাতার প্রিন্সেপ ঘাট / Princep Ghat Kolkata at Night

কোলকাতার প্রিন্সেপ ঘাট / Princep Ghat Kolkata at Night
#kolkata #travel #princepghat #history

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট হল কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। জেমস প্রিন্সেপের স্মৃতিতে এটি ১৮৪১ সালে নির্মান করা হয়।

তবে এটি দেখতে এবং তার চারপাশ ঘুরতে কোন প্রবেশ মূল্য লাগে না। প্রতিদিন এখানে অনেক মানুষ বেড়াতে আসেন। নদীর গাঘেঁষে রাস্তায় রয়েছে একাধীক খাবারের দোকান। বিশেষকরে কাপলদের জন্য এই প্রিন্সেপ ঘাট কেন্দ্রটি বেশ জনপ্রিয়।

প্রিন্সেপ ঘাটের পাশেই রেল স্টেশন আছে। স্টেশনটির নামও "প্রিন্সেপ ঘাট"। এই ঘাটের সামনে হুগলী নদী। যারা এই হুগলী নদীতে বোটিং করতে চান তারা ৩০ মিনিটের আনন্দ পেতে নৌকায় প্রমোদভ্রমণে যেতে পারেন। খরচ হবে ১ থেকে ৬ জন ৪০০ রুপি।

এছাড়াও প্রিন্সেপ ঘাট থেকে সৌন্দর্যবর্ধিত নদীতীরে হেটে গুরতেও পারবেন। দেখতে পাবেন বিভিন্ন আলোকমালা, বিভিন্ন গাছ ও ফুলবাগান, প্রমোদপথ, আলোকমালার পানির ফোয়ারা ইত্যাদি।

এছাড়াও বলিউডে নির্মিত পরিণীতা ছবির একটি গানের শ্যটিং হয়েছে এই প্রিন্সেপ ঘাটে।

আপনারা প্রিন্সেপ ঘাট আসতে চাইলে ধর্মতলা থেকে বাবুঘাটের যেকোন বাসে চড়ে ১০ রুপী ভাড়া দিয়ে ৮ থেকে ১০ মিনিটের মধ্যেই পৌছে যাবেন এই প্রিন্সেপ ঘাটে।
এছাড়াও দমদম স্টেশন থেকে মাঝের হাট লোকাল টেনে চড়েও চলে আসতে পারবেন এই প্রিন্সেপ ঘাটে।

তবে আমার ফেয়ার শামিম চ্যানেলে যারা নতুন, এখনও চ্যানেলটি সাবক্রাইব করেন নি, তারা সবার আগে নতুন নতুন ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। তাহলে আপনি নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন।

Комментарии

Информация по комментариям в разработке