Dhaka to Bandarban || ঢাকা থেকে বান্দরবান ভ্রমণ অভিজ্ঞতা || নীলাচল, মেঘলা, সর্নমন্দির, রূপালিঝড়না ॥

Описание к видео Dhaka to Bandarban || ঢাকা থেকে বান্দরবান ভ্রমণ অভিজ্ঞতা || নীলাচল, মেঘলা, সর্নমন্দির, রূপালিঝড়না ॥

যাতায়ত মাধ্যম:
ঢাকা থেকে বান্দরবান যেতে একমাত্র মাধ্যম হচ্ছে বাস ,আমরা “রবি এক্সপ্রেস” বাসে করে ঢাকা থেকে রাউন দেই যার ভারা জনপতি বিসনেস ক্লাস ১৮০০/- টাকা ,

হোটেল ভারা:
বান্দরবানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনেরে নামী দামি হোটেল ও রিসোর্ট,আমার ঠিক বান্দরবান শহরে ধনেস চত্বরে নিকট “স্কাই ব্লু হোটেল”উঠলাম যার ভারা আমরা আসার আগে দামা দামি করে বুকিং করেছি ১৫০০/- টাকা রাত প্রতি ,

সিএনজি/জীপ/মাহিন্দ্রা:
আমরা হোটেল থেকে ঠিক করা সিএনজি রিজার্ভ করলাম যেখানে ১৫০০/- টাকায় প্রথম দিন ৽রুপালি ঝরনা৽মেঘলা পর্যটন৽স্বর্ণ মন্দির৽নীলাচল দেখলাম,

———————————————————

বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্ব রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান একসাথে একটি জেলা ছিল। ১৯৮৪ সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে তিনটি জেলা গঠন করা হয়। তার আগে ১৮৬০ সালের আগে এই পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম জেলার অংশ ছিল। ১৮৬০ সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিষ্টিশ সরকার। বান্দরবান একটি পার্বত্য জেলা। বান্দরবান জেলার মোট আয়তন ৪৪৭৯.০২ বর্গ কিলোমিটার।

Комментарии

Информация по комментариям в разработке