"রোল কল" স্কুলের গান। অনেকদিন বা অল্পদিন পর প্রিয় স্কুলে ফিরে আসার গান।
"রোল কল" বন্ধুত্বের গান। অনেকদিন বা অল্পদিন পর প্রিয় বন্ধুদের জড়িয়ে ধরার গান।
"রোল কল" স্মৃতি রোমন্থনের গান। পুরনো স্মৃতির অ্যালবামে নতুন স্মৃতি যোগ করার গান।
নিজের স্কুলকে, স্কুলের বন্ধুদের যারা ভালোবাসে, "রোল কল" তাদের সবার জন্য একটি ভালোবাসার গান।
----
কথা, সুর, কম্পোজিশনঃ রাজীব (ল্যাব '৯৩)
ভোকালসঃ লিসান (ল্যাব '১০), রাজীব (ল্যাব '৯৩), তুহিন (ল্যাব '৯১), অনীক (ল্যাব '৯০), বাপ্পি (ল্যাব '৯০)
প্রডিউসার, মিউজিক অ্যারেঞ্জমেন্টঃ মেহদি (ল্যাব '৯০)
ড্রোনঃ মারুফ (ল্যাব'০৯)
মিউজিক ভিডিওঃ আসিফ (ল্যাব '০৯)
ক্রিয়েটিভ ডিরেকশনঃ হাসিব (ল্যাব '৯৮), মাসুদ (ল্যাব '৯৩)
বিশেষ কৃতজ্ঞতাঃ রিদওয়ান (ল্যাব '০৪)
সার্বিক সহযোগিতাঃ ওলসা
----
রোল কল
ভেবে দ্যাখ শেষ কবে কোন ভাঙা দেয়াল টপকেছিলি?
ভেবে দ্যাখ শেষ কবে বেহিসেবি ঝুম বৃষ্টিতে ভিজেছিলি?
শেষ কবে ভরদুপুরে খোলা মাঠে বাতাসের সাথে পাল্লা দিলি?
শেষ কবে অকারণ রাগ শেষে বন্ধুর সাথে বুক মেলালি?
ডাকছে আবার সেই রঙচটা ব্ল্যাকবোর্ড
ডাকছে আবার রোলকল
এসেছে আবার জীবনে ফেরার দিন
কই রে তোরা? সবাই চল
এক, তিন, সাত, বারো, রোল নম্বর উনিশ
সব ভুলে শৈশবটাকে খুঁজে নিস
প্রক্সিটা দিয়ে দিস, রোল নম্বর সাইত্রিশ
দল বেঁধে কান ধরে দাঁড়িয়ে থাকিস
ছয়, নয়, ঊনষাট, রোল নম্বর পঁচিশ
প্রিয় মাঠে আড্ডায় আর হাসিতে মাতিস
উপস্থিত স্যার, রোল নম্বর চল্লিশ
মন খুলে বন্ধুকে জড়িয়ে ধরিস।
ডাকছে আবার সেই নেট ছাড়া গোলপোস্ট
ডাকছে আবার রোলকল
এসেছে আবার বাঁধনহারা দিন
কই রে তোরা? সবার চল,
এক, তিন, সাত, বারো, রোল নম্বর উনিশ
সব ভুলে কৈশোরটাকে খুঁজে নিস
প্রক্সিটা দিয়ে দিস, রোল নম্বর সাইত্রিশ
দল বেঁধে কান ধরে দাঁড়িয়ে থাকিস
ছয়, নয়, ঊনষাট, রোল নম্বর পঁচিশ
প্রিয় মাঠে আড্ডায় আর হাসিতে মাতিস
উপস্থিত স্যার, রোল নম্বর চল্লিশ
মন খুলে চিৎকার করে গেয়ে উঠিস,
আলো আরও আলো
আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
শুধু তোমারই জন্য।
Информация по комментариям в разработке