21 ধরনের বোগেনভেলিয়া গাছের নাম ও ফুল সহ সঠিক পরিচর্যা জানালেন শঙ্করদা/Rooftop Garden overview/

Описание к видео 21 ধরনের বোগেনভেলিয়া গাছের নাম ও ফুল সহ সঠিক পরিচর্যা জানালেন শঙ্করদা/Rooftop Garden overview/

#normal_care_plant

কত সহজে গাছের থেকে ফুল আদায় করে নেওয়া যায় সেই চেষ্টা আমরা সর্বদা করে থাকি।
21 ধরনের বোগেনভেলিয়া গাছের নাম ফুলসহ সঠিক পরিচর্যা জানালো বাস দ্রনি শঙ্করদা অসম্ভব সুন্দর বাগান ফুলে ফুলে ভরে আছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন।
বোগেনভেলিয়া গাছের পরিচর্যা কম ফুল বেশি এটা আমরা সবসময় জেনে থাকলেও 21 ধরনের গাছ আর প্রতিটা গাছ এইযে ফুল সেটা কিন্তু বিরাট বড় চমক থাকছে এই ভিডিওতে।

আর পাঁচটা গাছে যেভাবে কেয়ার করি ঠিক সকাল বেলা জল দেওয়া তারপর গাছের খাবার পরিচর্যা এটুকু করলেই বোগেনভেলিয়া গাছের ফুল পাওয়া সম্ভব পোকার উপদ্রব কাছে একেবারেই লাগেনা।

পোকা নিয়ে এ কাছে কোনোরকম ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই তবে অনুখাদ্য দিতে লাগে নরমাল যে কোন মাটিতে গাছ করা সম্ভব তবে যেহেতু জল যাতে না জমে সেই চেষ্টা করলেই ভালো।

আপনারা যারা অফিসে চাকরি করেন বা যাদের কাছে সময় কম তাদের অবশ্যই বলব আপনারা বোগেনভেলিয়া কাজ করুন আর এখানে যে ডবল ভ্যারাইটি গাছগুলি আছে সেই গাছগুলি আগে কিনে নিন তার কারণ এই গাছের ফুল ঝরে পড়ে না বহুদিন পর্যন্ত গাছে থাকে অবশেষে শুকিয়ে যায়।

সিঙ্গেল ভ্যারাইটির মধ্যে ধোকা সাদা পিঙ্ক হলুদ এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল লক্ষ্য করা যায় প্রায় সারা বছর এই বোগেনভেলিয়া গাছের ফুল পাওয়া সম্ভব।

মাসে একবার মিক্স খাবার একবার সরিষার খোল এর জল যখন ফুল আসছে তখন 0050 ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফুল এই গাছে পাওয়া যায়।

Комментарии

Информация по комментариям в разработке