লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান, এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার। এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া নামক গ্রামে অবস্থিত। লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি, ১৮৯০ সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে, বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে।
১৯৬৩ সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্ণর মোনায়েম খান। বর্তমানে এই মাজারে বিভিন্ন দেশের দর্শনার্থীর ভিড় দেখা যায়.
লালন শাহের মাজার কুষ্টিয়া শহর হতে ৪ কিঃমিঃ দূরে অবস্থিত। মাজারটি কুষ্টিয়া শহরের সাথে সড়কপথে সংযুক্ত। মাজারে রাত্রি যাপনের জন্য রেস্ট হাউস রয়েছে। লালনের বিভিন্ন সংগীত ও লালনের ছবি সম্বলিত নানাবিধ কারুকাজে পরিপূর্ণ বিভিন্ন রকমের হস্তশিল্পের সমাহার রয়েছে লালনের মাজার সংলগ্ন দোকানগুলিতে। রয়েছে কালিগঙ্গা নদীর নয়নাভিরাম দৃশ্য। কালিগঙ্গা নদীর পাশে পর্যটকদের বসার সুব্যবস্থা রয়েছে। লালনের আগত অতিথিদের জন্য প্রায়শই গান পরিবেশন করে থাকেন লালনের জাত শিল্পীরা। উক্ত পরিবেশনা থাকে উন্মুক্ত এবং যেকোন ব্যাক্তি উক্ত পরিবেশনা উপভোগ করতে পারেন। এছাড়াও লালনের অডিটোরিয়ামের নিচে রয়েছে লালনের ভক্ত সাধুদের থাকার সুব্যবস্থা। মুক্তপ্রান্তরে সারা দিনমান তারা আপন মনে পরিবেশন করে যায় লালনের হাজার মর্মভেদী সংগীত যা আগত অতিথিদের মন কেড়ে নেয় অতি সহজে এবং আবিষ্ট করে এক রহস্যময় আবেশে।
অবস্থান: লালনের মাজার বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত। মাজারটি মূলত উপজেলার ছেউড়িয়া গ্রামে অবস্থিত। কুষ্টিয়া শহরের অদূরে অবস্থিত এই মাজার। কুষ্টিয়া বাস স্ট্যান্ড হতে রিকশা-অটো রিকশার মাধ্যমে ৪০-৫০ টাকা ভাড়া প্রয়োজন।
আধ্যাত্মিক সাধক লালনের বাসস্থান ছিলো, ছেঁউড়িয়া গ্রামে। ১৮৯০ সালের ১৭ অক্টোবর শুক্রবার তিনি মারা যান। তিনি এই ছেউড়িয়াতেই স্থানীয় ও ভক্তদের দীক্ষা দিতেন। তিনি প্রতিবছর শীতের সময় এখানে মহোৎসবের আয়োজন করতেন। এই উৎসবে সহস্রাধিক ভক্তের আগমন ঘটতো, এখানে তারা বাউল গান ও দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন। তার মৃত্যুর পরেও ভক্তরা প্রতিবছর এই আলোচনার জন্য এখানে ভিড় করতো। এভাবেই এখানে একটা আখড়া তৈরি হয়। তার প্রিয় ভক্তদের কবরও এখানেই দেওয়া হয়েছে। এভাবেই এই স্থানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। ১৯৬৩ সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয়। ২০০৪ সালে সেখানেই আধুনিক মানের অডিটোরিয়ামসহ একাডেমি ভবন নির্মাণ করা হয় |
*Related Tag : : lalon mazar,lalon shah mazar,kushtia lalon shah mazar,lalon shah,lalon song,lalon shah's mazar,lalon,fakir lalon shah mazar,fakir lalon shah,lalon fakir,lalon mela,lalon shah mazar kushtia,lalon geeti,lalon majar,lalon shah majar,lalon akhra,lalon academy,lalon shah mazar kushtia bangladesh,fakir lalon,lalon kushtia,how to go lalon akhra,lalon shah mazar 2023,lalon shah mazar gaan,lalon sha's mazar,fokir lalon shah mazar,lalon mela,lalon mela 2023,lalon song,lalon,lalon mela kustia,lalon mela kushtia,lalon mela of kushtia,lalon shah,kushtia lalon mela 2023,lalon fakir,lalon mazar,lalon mela 2023,kushtia lalon mela,lalon melar gaan,lalon mela 2023,lalon festival,lalon mela last day,lalon geeti,lalon academy,sara bangla lalon mela 2022,lalon festival 2023,laloon mela,kushtiar lalon,lalon mela 23,mela lalon,#lalon, #lalonfokir,#lalon_shah, #lalongiti, #lalon_museum, #lalonsong, #lalon_media, #kustia, #lalon_akhra, #historical, #travel, লালন শাহের মাজার,লালন মাজার,লালন শাহ মাজার,লালন শাহ,লালন ফকিরের মাজার,লালনের মাজার,ফকির লালন শাহ মাজার,লালন গীতি,লালন,মাজার,ফকির লালন শাহের মাজার,কুষ্টিয়া লালন শাহ মাজার,লালন মেলা,কুষ্টিয়া লালন শাহের মাজার,কুষ্টিয়া লালন শাহের মাজার,লালন শাহের দোল পুর্ণিমায় উৎসব,লালন শাহ্ এর মাজার,লালন শাহ্ মাজার,উপমহাদেশের বিখ্যাত লালন শাহের মাজার প্রদর্শন,লালন শাহ মাজারে,লালন আখড়া,লালন শাহ মাজার কোথায়,লালন মাজার ২০২৩,ছেউড়িয়া লালন ফকিরের মাজার,লালন মাজার,লালন শাহ মাজার,লালন শাহ,লালন ফকিরের মাজার,ফকির লালন শাহ,
কুষ্টিয়া,কুষ্টিয়া জেলা,ঐতিহ্য,কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান,কুষ্টিয়া শহর,কুষ্টিয়া জেলা,কুষ্টিয়া,ফকির লালন সাঁইজির মাজার
#লালন_দর্শন, #লালনগীতি
Информация по комментариям в разработке