ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ শ্রেণি, ইসলাম ও নৈতিক শিক্ষা
১। রিসালাত বলতে কী বুঝ?
২। রিসালাতে বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে যা জান তা লিখ।
৩। নবি ও রাসুলের মৌলিক পার্থক্য কী?
Eskaton Garden High School, EGHS, গিবত করা নিন্দনীয় কাজ, এটি একটি সামাজিক অনাচার। মৃত ভাইয়ের গোসত খাওয়ার চেয়ে বড় অপরাধ। এর মাধ্যমেই মূলত সকল পাপ কাজের সূচনা হয়। ওয়াদা পালন করা অর্থ কথা দিয়ে কথা রাখা, চুক্তি সম্পাদন করা, যে ওয়াদা পালন করে না তাঁর দীন নেই। যে ওয়াদা পালন করে সবাই তাঁকে ভালোবাসে, বিশ্বাস করে, সম্মান করে, আল্লাহ্ও তাঁকে ভালোবাসেন, পরকালে তাঁর স্থান হবে জান্নাত, আর যে কথা রাখে না ওয়াদা পালন করে না তাঁকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না সবাই তাঁকে ঘৃণা করে, মহান আল্লাহ্ও তাঁকে ভালোবাসেন না, heaven, লোভ না করা, আরও আছে আরও দেও এরই নাম লোভ। যে লোভ করে তাঁকে লোভী বলে। লোভীব্যক্তিকে কেউ ভালোবাসে না। সবাই তাঁকে ঘৃণা করে, কেউ তাঁকে সম্মান করে না। কেউ তাঁকে সাহায্য সহযোগীতা করে না। কোথায় আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। দাউদ আঃ এর কন্ঠ অনেক মধুর ছিলো, শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিলো, সমুদ্রের মাছ তীরে চলে আসতো তাঁর কিতাব শুনার জন্য।হযরত খাদিজা রা. প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী, মহানবি স. এর দাওয়াতে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেন, তাঁর উপাধি তাহিরা বা পুণ্যবতী, তাঁর তিন পুত্রসন্তান ও ৪কন্যা সন্তান জন্ম দেন। জন্মের কিছু দিনের মাথায় তিন জন পুত্র সন্তানই মৃত্যুবরণ করে। তিনি আরবের শ্রেষ্ঠ ধনী ছিলেন।সূরা আল হুমাযাহ পবিত্র কুরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরায় ৩টি পাপের কথা উল্লেখ করা হয়েছে, গিবত, পরনিন্দা, অর্থলিপ্সা, এদের স্থান হবে হুতামাহ নামক জাহান্নামে, ধুমপান ও মাদকাশক্তি মানব সমাজের জন্য অনেক ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এর প্রভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশের জন্য ব্যাপক খারাপ প্রভাব বিস্তার করে। সমাজে নানা সমস্যার সৃষ্টি হয়। অশান্তি বিরাজ করে।।oneness of Allah, Allah is one and alone, only one. তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ, আল্লাহ্ এক ও একক তাঁর কোন শরীক নেই। পৃথিবীর সব কিছুর মালিক তিনি। তিনিই আমাদের রিজিকদাতা,পালনকর্তা,সৃষ্টিকর্তা। আসমান ও জমিনের সব কিছু তিনিই সৃষ্টি করেছেন।জান্নাত, বেহেশত, স্বর্গ, জান্নাত ৮টি, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো জান্নাতুল ফিরদাউস, আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ- দুনিয়াতে যে যে রকম ফসল উৎপাদন করবে সে রকম আখিরাতে ফল ভোগ করবে। যে দুনিয়াতে ভালো কাজ করেছে, মানুষের উপকার করেছে, নামাজ আদায় করেছে, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেছে আখিরাতে তাঁর স্থান জান্নাত, সালাতের ওয়াক্ত, সালাতের নামসমূহ- ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, সালাতের আহকাম- তিন পাক, এক ঢাক, কিওনি, শরীর, কাপড়, সালাতের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত চেনা, নিয়ত করা, সালাতের আরকান-তাকবিরে তাহরিমা বা আল্লাহ্ আকবার শব্দ করা, কিয়াম করা বা দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত বা কুরআন শরীফ থেকে কিছু অংশ তিলাওয়াত করা, রুকু করা, সিজদাহ করা, শেষ বৈঠকে বসা, সালামের মাধ্যমে সালাত শেষ করা,হজ, ইসলামের আর্থিক ও শারীরিক ইবাদত, ইসলামের মৌলিক ৫টি স্তম্ভের মধ্যে হজ একটি অন্যতম ইবাদত। সাফা মারওয়া পাহাড়ে হাজীদের সাত বার দৌড়াতে হয় একে সাঈ বলে। হজের ফরজ তিনটি। হজের ওয়াজিব সাতটি। ৯ জিলহজ আরাফার দিবস, ১০ জিলহজ কুরাবানির দিন। দম দেওয়া হলো ওয়াজিব। কোন ওয়াজিব ধারাবাহিকভাবে ব্যতিক্রম হলে এই দম দিতে হয়। আমাদের স্কুল ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়, আমাদের বিদ্যালয় ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়, my school-eskaton garden high school, Re-Union of Eskaton Garden High School - Facebook, Eskaton Garden High School, Dhaka, Bangladesh, eskaton garden road, ramna, dhaka, Eskaton Garden High School is an academic institute located at 10/b, eskaton garden road, Ramna, Dhaka. Its institute code (EIIN) is 108346. It was established, At a glance please watch the program in support of Victory day 16th December'2013 in Our Eskaton Garden High School, শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, prothom alo, প্রথম আলো, যায়যায়দিন, ইত্তেফাক, বিডি নিউজ, bdnews24.com, the daily star, আইইডিসিআর ১০৬৫৫, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩, জাতীয় কল সেন্টার ৩৩৩, কোভিড-১৯ টেলিহেলথ ০৯৬৬৬৭৭৭২২২, সুরক্ষা : কোভিড-১৯ ভেকসিনের জন্য নিবন্ধন, নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, সচরাচর জিজ্ঞাসা, ফেসবুক, facebook, মাউশি,
Информация по комментариям в разработке