মাত্র একটি ফল খেলে হবে শিশুর কষা পায়খানা ও ডায়রিয়ার সমাধান #shorts
পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা এর সিরিয়ালঃ
01849333354 (গুলশান)
01796434758 & 01956148383 (ধানমন্ডি)
01833006099 (চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার)
01870057477 (কুমিল্লা)
#tingtongtube
#tingtongtubekids
#parenting
পায়খানা লক্ষণীয়ভাবে নরম বা তরল হলে এবং শিশু স্বাভাবিক অভ্যাসের চেয়ে বেশি মলত্যাগ করলে তাকে ডায়রিয়া বলে। ডায়রিয়া হলে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দেয়। এ পানিশূন্যতা রোধ করার জন্য খাবার স্যালাইন খাওয়াতে হয়। ডায়রিয়া হলে হঠাৎ করে শিশুর ওজন কমে যায়, পানি পিপাসা পায়, দুর্বল হয়ে যায়, খিটখিটে মেজাজ হয়, চোখ কোটরে ঢুকে যায়, জিহ্বা শুকিয়ে যায়, মাথার চাঁদি বা তালু ডেবে যায় এবং চামড়ার স্থিতিস্থাপকতা কমে যায়-ফলে চামড়া টেনে ছেড়ে দিলে আস্তে আস্তে সমান হয় অথবা অনেকক্ষণ চামড়ায় ভাঁজ থাকে। কয়েক ঘণ্টা যদি শিশুর প্রস্রাব করা বন্ধ থাকে তাহলে বুঝতে হবে শিশু মারাত্মক পানিশূন্যতায় ভুগছে। ডায়রিয়ার জন্য সৃষ্ট পানিশূন্যতা রোধ করাই হলো ডায়রিয়ার প্রাথমিক চিকিৎসা।
ডায়রিয়া চলাকালীন শিশুর খাদ্য
বয়স অনুযায়ী মায়ের দুধ, নরম ভাত, সুজি, চিড়া, আলু, দই, কলা, পেঁপে, আনারস, ডাবের পানি, অন্যান্য নরম ও সহজে হজম হয় এমন খাবার খেতে দিন। ডায়রিয়া চালাকালীন শিশুকে স্বাভাবিক খাবার খেতে দিতে হয়। তবে শাক এবং আঁশযুক্ত খাবার না খাওয়ানোই ভালো। মায়ের দুধ, পাতলা গরুর বা টিনের দুধ, নরম ভাত, সুজি, চিড়া, আলু, দই, কলা, পেঁপে, আনারস, ডাবের পানি, ফলের রস ও অন্যান্য নরম ও সহজে হজম হয় এমন খাবার খেতে দিতে হয়।
শিশুদের কোষ্ঠকাঠিন্য সমস্যা। বড়দের এ সমস্যাটি নিয়ে অনেক কথা হয়, সমস্যাটি থেকে যে কমপ্লিকেশন হয়, সেটি নিয়েও আমরা কথা বলি। তার ট্রিটমেন্ট রয়েছে। শিশুদের অনেক সময় দেখা যায় এ সমস্যা হলেও বলতে পারে না। কিংবা মা-বাবা যাঁরা রয়েছেন, তাঁরাও খুব ভালো করে ডিটেক্ট করতে পারেন না। কখন আমরা বলব যে একজন শিশু কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আব্দুল আজিজ বলেন, অনেকগুলো কারণে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হয়। কিছু রোগ আছে, কিছু খাবার থেকে সমস্যা হয়। কিছু রোগের ক্ষেত্রে আমরা বলি যে, একজন বাচ্চার যদি প্রতিনিয়ত পায়খানা কষা হয়, যখন সে পায়খানা করতে যায়, দেখা গেল এই যে পায়খানার রাস্তা থাকে, তার সিক্সথ ও টুয়েলভ পজিশন বলি; আমরা যদি ঘড়ির সাথে তুলনা করি, ঘড়ির সার্কেল দেখেন, ১২ ও ৬ পজিশন, এই পজিশনটা কেটে যায়। এটাকে আমরা এনাল ফিশার বলি।
Your Queries:
child nutrition tips
child nutrition
Nutritionist Ayesha Siddika
পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা
Nutritionist Aysha Siddika
পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা
শিশুর পুষ্টিকর খাবারের তালিকা
শিশুর পুষ্টি,শিশুর পুষ্টিকর খাবার
শিশু স্বাস্থ্য
ডাঃ আহমেদ নাজমুল আনাম
শিশুর খাবারের রেসিপি,
শিশুর পুষ্টিকর খাবারের তালিকা,
শিশুর পুষ্টিকর খাবার,
শিশুর পুষ্টিকর খাবার রেসিপি,
শিশুর জন্য পুষ্টিকর খাবার,
শিশুর খাবার ও পুষ্টি,
পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা,
Информация по комментариям в разработке