২১শে ফেব্রুয়ারির ভাষা দিবসের সংগ্রামের, ইতিহাস এবং প্রভাবের কথা । বাংলা ভাষা এগিয়ে চলুক বীরদর্পে

Описание к видео ২১শে ফেব্রুয়ারির ভাষা দিবসের সংগ্রামের, ইতিহাস এবং প্রভাবের কথা । বাংলা ভাষা এগিয়ে চলুক বীরদর্পে

"বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠানে ঝরে
রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলাভাষা
উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে
উদার গৈ্রিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর
বাঁকে বাঁকে, নদীও নর্তকী হয়।"

আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব বাংলা ভাষা অথচ একদিন এই ভাষার জন্যেও লড়াই করতে হয়েছিলো বাঙালিকে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? হ্যাঁ ঠিক, কোন বাঙালির ভোলা উচিৎ নয় এই তারিখ, যেদিন ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছিলেন বাঙালি তরুণ তরুণী। তাঁরা তাঁদের রক্ত দিয়ে লিখেছিলেন বাংলা ভাষার নতুন ইতিহাস। ২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মমর্যাদাশীল করে। ২১শে মানে মাথানত না করা। এই দিনটা শুধুমাত্র বাঙালির নয়, এই দিনটা প্রত্যেক মানুষের তাঁর মাতৃভাষার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর দিন। এটা সম্ভব হয়েছে সেই ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারির সংগ্রামের জন্য। বাংলা ভাষা এগিয়ে চলুক বীরদর্পে। আমাদের আনন্দ, দুঃখ, প্রেম, অভিমান সব হোক বাংলায়।

#২১শেফেব্রুয়ারি #বাংলাভাষা #বাঙালিরইতিহাস

Комментарии

Информация по комментариям в разработке