বাজরিগার পাখি পালন ও দাম | Budgerigar Bird Rearing In Bangla | Budgerigar Pakhi Palon Poddoti
বাজরিগার পাখি পালন পদ্ধতি
এই কনটেন্ট এ আপনি জানবেন কিভাবে বাজরিগার পাখি পালন করতে হয় এবং বাজরিগার পাখির দাম কত, এছাড়া কিভাবে বাজরিগার পাখির ব্রিডিং করাতে হয়, এরা কত দিন বয়সে ডিম বাচ্চা করে, কিভাবে বাজরিগার পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়, প্রতিমাসে বাজরিগার পাখি কত টাকার খাবার খায় এই সব কিছুর বিস্তারিত। আর আপনি যদি এক জোড়া বাজরিগার পাখি কিনতে চান এবং নতুন সেটাপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও ভিডিওতে বলে দেব।
সাধারণত বাজরিগার খুবই চঞ্চল প্রজাতির একটা পাখি এরা খুব সহজে পোষ মানে না। তবে সঠিক ট্রেনিং পেলে এরা খুব সুন্দর পোষ মানে এবং টেম করা পাখি হিসেবে এরা সব সময় আপনার সাথে সাথে থাকবে । বাজরিগার পাখি পালনের সবচাইতে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর মজার সব চঞ্চলতা আপনার মনকে সত্যি প্রশান্ত করবে। এছাড়া হোম ডেকোরেশন এর জন্য এক জোড়া পাখি রাখলে এটা বাসার সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দেয়।
বাজরিগার পাখির পালন পদ্ধতি ও ব্রিডিং করানোর নিয়ম
প্রাকৃতিক ভাবে বাজরিগার পাখির ব্রিডিং এর জন্য উদ্বুদ্ধ হয় যখন খাবারের প্রাচুর্যতা থাকে।
এজন্য বাজরিগার পাখি প্রকৃতিতে দিন যখন বড় হয় এবং পাখির সারাদিন ঘুরে তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে পারে তখন এরা গাছের উপর বাসা তৈরি করে। এবং ডিম দেয় ।
অপরদিকে ব্রিডিংয়ের জন্য খাঁচায় পালন করলে বাজরিগার পাখি কে মাঝারি আকৃতির খাঁচা দিতে হবে। বাজরিগার এর জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে ১২ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি । তবে আরও বড় খাচা ব্যবহার করলে আরো ভালো ।
এছাড়া বাজরিগার পাখির খাঁচার ভেতর একটি করে কাঠ অথবা বাসের লাঠি দিতে হবে যার মধ্যে পাখিটা বসতে পারে। এছাড়া বাজিগার পাখির খাঁচার ভেতর একটা পানির পাত্র একটা খাবারের পাত্র একটা গ্রিড এর পাত্র দিতে হবে। এবং এ পাত্র গুলোকে সব সময় খাবার পানি দিয়ে রাখতে হয় । বাজরিগার পাখির খাচার ভেতর এদের ডিম পাড়ার জন্য একটি করে হারি ঝুলিয়ে দিতে হবে। হাড়ের ভেতরের ফাঁকা থাকবে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর মাঝে মাঝে এই হাদিসগুলো থেকে পাখির মল গুলো পরিষ্কার করে দিতে হবে।
বাজরিগার পাখি পালন করলে এদের খাঁচা গুলোকে বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম। এছাড়া বারান্দায় রাখতে পারলে আরো ভালো।
বাজরিগার পাখি পালন পদ্ধতি বাজরিগার পাখির দাম, বাজরিগার পাখি পালন পদ্ধতি, বাজরিগার পাখি কোথায় কিনতে পাওয়া যায়, বাজরিগার পাখি পালন পদ্ধতি, বাজরিগার পাখির খাঁচার সাইজ, বাজরিগার পাখির খাবার, বাজরিগার পাখির খাবার খরচ, বাজরিগার পাখির প্রজনন, বাজরিগার পাখির ব্রিডিং
বাজরিগার পাখি পালন পদ্ধতি, রেইনবো বাজরিগার পাখির দাম, স্পেনজেল বাজরিগার পাখির দাম, বাজরিগার পাখি, বাজরিগার পাখি কত মাস বয়সে ডিম দেয়, বাজরিগার পাখি পোষ মানানোর উপায়, বাজরিগার পাখির ডিম পাড়ার লক্ষণ, বাজরিগার পাখির বাচ্চা হলে করণীয়, দামি বাজরিগার পাখি, বাজরিগার পাখি পালন, বাজরিগার পাখি দাম কত, বাজরিগার পাখির দাম, বাজরিগার পাখির ডিম, বাজরিগার পাখির হাট, বাজরিগার পাখির ডাক, বাজরিগার পাখি কথা বলে, বাজরিগার পাখি টেম করা, বাজরিগার পাখি ডিম পারে, বাজরিগার পাখি ব্রিডিং, বাজরিগার পাখির হারি, বাজরিগার পাখি কি কথা বলে
#বাজরিগার_পাখি
#বাজরিগার_পাখির_লালন_পালন
#Budgerigar
#Budgie_Care
#বাজরিগার_পাখির_খাবার
#বাজরিগার_ব্রিডিং
#পাখির_খামার
#পাখিপ্রেমী
#Bird_Lover
#Budgie_Farming
#Bird_Breeding_Bangla
#Pet_Bird_Bangladesh
#Bird_Care_Bangla
#Budgie_Love
#Birds_Of_Bangladesh
#বাজরিগার_পাখির_ঘর
#পাখির_ভিডিও
#Birds_Video_Bangla
#Budgerigar_Care_Bangla
#Budgie_Tips_Bangla
বাজরিগর পরিচিত একটি পোষা ছোট টিয়া পাখি। আমেরিকায় লিট্টল প্যারাকিট নামে পরিচিত। এছাড়াও এই পাখি বাজী, শেল প্যারাকিট, ক্যানারী প্যারট, জেব্রা প্যারট, কমন পেট প্যারাকিট, আন্ডুলেটেড প্যারাকিট এবং, বাংলায় বদ্রি ও বাজিগর পাখি নামেও পরিচিত। বাজরিগার পাখি প্রধানত অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলসহ সমগ্র বনাঞ্চলে দেখা যায়। এছাড়াও তাসমানিয়া এবং এর প্রতিবেশী কয়েকটি রাজ্যেও এর বিস্তার আছে। এর বৈজ্ঞানিক নাম Melopsittacus Undulatus।
বদ্রি পাখির আকার এবং বৈশিষ্ট্য
সাধারণত বন্য বাজরিগার লম্বায় প্রায় ৬.৫ – ৭ ইঞ্চি এবং খাঁচায় প্রায় ৭ – ৮ ইঞ্চি। এদের ওজন সাধারণত বন্য বাজরিগার ২৫ – ৩৫ গ্রাম এবং খাঁচায় ৩৫ – ৪০ গ্রাম পর্যন্ত হয়।
প্রজনন
স্ত্রী ও পুরুষ পাখি শারীরিক মিলনের ৭ - ১০ দিন পর থেকে ডিম পারা শুরু করে। একদিন পর পর একটি করে ডিম পাড়ে। এরা এক সময়ে ৪ - ৮ টি ডিম পাড়ে। স্ত্রী পাখি তার ডিমে তা দেয় এবং পুরুষ তাদের যত্ন নেয়। এই পাখিকে ডিম দেয়ার সময় নির্জন জায়গায় রাখতে হবে। ডিম থেকে বাচ্চা ফুটতে ১৮ - ২১ দিন সময় লাগে। নবজাতক ও ছোট বাচ্চা পাখিকে তাদের মা-বাবা এক সাথে খাইয়ে দেয়। পাখির বাচ্চা গুলি প্রায় ৩৫ - ৪২ দিন বয়স থেকে একা একা খেতে শুরু করে ও অল্প অল্প উড়তে শিখে যায়। প্রাপ্তবয়স্ক ছেলে পাখিরা মাথা ঝাঁকিয়ে শিস্ দিয়ে গান করে। কখনো কখনো মেয়ে পাখিদেরও এরকম করতে দেখা যায়।
অস্ট্রেলিয়ার তৃণভূমিতে
এই পাখিরা তৃণভূমিতে বড় ঝাঁকে একসাথে উড়ে বেড়ায়। বন্য অঞ্চলে একটি বদ্রি জোড়া বছরে একবার ডিম পাড়ে। পরিবেশগত পরিবর্তনগুলি বাসা বাঁধার মরসুমের শেষের সংকেত দেয়, সেই সময়ে তারা বাসা ছেড়ে দেয় এবং পরের বছর পর্যন্ত বাসা বানায় না বা ডিম পাড়ে না। বন্দী অবস্থায় তাদের বারবার ডিম পাড়া থেকে বিরত রাখা আমাদের দায়িত্ব।
bajrigar pakhi, bajrigar pakhir khabar, bajrigar, baazigar pakhi, bajriga pakhi 100 taka, baazigar pakhi male female, bajriga bird, budgerigar pakhi palon, budgerigar pakhir gosol, budgerigar pakhir breeding, bajri birds matki,
Информация по комментариям в разработке