ক্ষমতা: বার্ট্রান্ড রাসেল (বই পর্যালোচনা) Power: A New Social Analysis by Bertrand Russell শক্তি

Описание к видео ক্ষমতা: বার্ট্রান্ড রাসেল (বই পর্যালোচনা) Power: A New Social Analysis by Bertrand Russell শক্তি

‘ক্ষমতা‘ বইটি প্রকাশিত হওয়ার পর লন্ডনের ডেইলি টেলিগ্রাফে হ্যারল্ড নিকলসন লিখেছিলেন, সকল চরমপন্থা সম্পর্কে সতর্ক হওয়ার জন্য আমাদের সকলের বার্ট্রান্ড রাসেলের বইটি পড়া দরকার। রাজনৈতিক তত্ত্ব বিষয়ে যারা হতাশার গহন আঁধারে দিশাহীন তারাও এটি পড়ে আশার আলো দেখতে পাবেন।

বার্ট্রান্ড রাসেল (১৮৭২ – ১৯৭০) ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক। তাকে বিশ্লেষণী দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়। তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ব্যক্তিত্ব এবং জাতিসমূহের মধ্যে মুক্ত বাণিজ্যে বিশ্বাস করতেন। তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী। রাসেল তার অহিংস মতবাদ প্রচারের জন্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় জেলবন্দী হন। তার দার্শনিক নিবন্ধ "অন ডিনোটিং" দর্শনশাস্ত্রে মডেল হিসেবে বিবেচিত হয়।
---wikiquote

Комментарии

Информация по комментариям в разработке