রাবেয়া হক টুলু মাগুরার প্রথম পোস্ট গ্রাজুয়েট ! | কাটাখালি | নরসিংহাটি

Описание к видео রাবেয়া হক টুলু মাগুরার প্রথম পোস্ট গ্রাজুয়েট ! | কাটাখালি | নরসিংহাটি

রাবেয়া হক টুলু। পিতা গোলাম কাদের বিশ্বাস। মাতা ফুলজান নেছা। বাংলা ১৩৪৩ সালে মাগুরা জেলার কাটাখালি/নরসিংহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে টাঙ্গাইল জেলার ভারতেশ্বরী হোমস্ থেকে মেট্রিক পাস করেন। ১৯৫৮ সালে খুলনা বিিএল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। খুলনা বিএল কলেজ থেকেই স্নাতক ডিগ্রি লাভ করেন। এবং খুলনা টিচার্স কলেজ থেকে বিএড পাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বাবা গোলাম কাদেরকে এলাকার মানুষ কাদের ফকির বলেই জানতেন কারণ তিনি লালন দর্শনের অনুসারী ছিলেন। স্বামী ওহাজুল হক এবং রাবেয়া হক এর এক পুত্র ও তিন কন্যা। ওহাজুল হক এমবিবিএস ডাক্তার ছিলেন।

#রাবেয়াহক
#কাদেরফকির
#কাটাখালি
#মাগুরা

Комментарии

Информация по комментариям в разработке