ধ্বংসস্তুপের ভাঁজে সমৃদ্ধ ইতিহাস # প্রাচীন বাংলার রাজধানী

Описание к видео ধ্বংসস্তুপের ভাঁজে সমৃদ্ধ ইতিহাস # প্রাচীন বাংলার রাজধানী

বাংলা সনের ১৫০০ নালে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁ'য়। আর পানাম ছিলো সোনারগাঁ'র সবচে' নান্দনিক আর সমৃদ্ধ নগরী। মূলত পানাম ছিলো হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিলো ঢাকা-কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। কালের বিবর্তে হারিয়ে গেছে সেই নগর, রয়েছে ধ্বংসাবশেষ। এখনো ধ্বংসস্তুপের মাঝে কোনোমতে টিকে রয়েছে নগরীর ৫২টি বাড়ি।

Комментарии

Информация по комментариям в разработке