ই ও ঈ

Описание к видео ই ও ঈ

বাংলা বর্ণমালায় 'ই' ও 'ঈ' নামে দুটি স্বরবর্ণ আছে।'ঈ' নামে দীর্ঘস্বর হলেও 'ই' এর মতো উচ্চারিত হয় প্রায় সর্বত্র।তবে বক্তার ইচ্ছার উপর ভিত্তি করে 'ই' বা 'ঈ' এর উচ্চারণ দীর্ঘও হতে পারে।তাছাড়া এক সিলেবল (দল ) বিশিষ্ট শব্দে 'ই' বা 'ঈ' থাকলে তার উচ্চারণ কিছুটা দীর্ঘ হয়।'তির' ও 'তিরে' দুটি শব্দেই ই-কার আছে কিন্তু প্রথম শব্দের 'ই' এর উচ্চারণ অপেক্ষাকৃত দীর্ঘতর।কিন্তু এই পার্থক্যটি খুব সূক্ষ্ম।তাই মূল আলোচনায় বিষয়টি রাখিনি।

Комментарии

Информация по комментариям в разработке