#হানিয়া_রোগ
#এক_শিরা
#শিশু_ডাক্তার
sub tiles : হার্নিয়া রোগের ঘরোয়া চিকিৎসা, হার্নিয়া রোগের লক্ষণ ও প্রতিকার, হার্নিয়া রোগ নির্ণয় ও চিকিৎসা, হার্নিয়া রোগের চিকিৎসা ঘরোয়া উপায়ে, পাইলস রোগের চিকিৎসা ও প্রতিকার, কুরআনি চিকিৎসা পুরুষের অন্ডকোষের রোগের, অর্শ বা পাইলস রোগের চিকিৎসা, বিনা খরচে পাইলস এর চিকিৎসা, হার্নিয়া - কারণ ও সমাধান, হার্নিয়ার ব্যথা, হার্নিয়া কি, হার্নিয়া রোগের চিকিৎসা, হার্নিয়া রোগের কারণ, একশিরা রোগের সমাধান, হার্নিয়ার লক্ষণ ও চিকিৎসা, হার্নিয়ার কারণ ও প্রতিকার
একশিরা রোগ কেন হয়, একশিরা রোগের লক্ষণ, একশিরা রোগের হোমিও চিকিৎসা, একশিরা রোগ কি, একশিরা হার্নিয়া, একশিরা রোগ, একশিরা রোগের চিকিৎসা, কোন গাছের শিকড়ে একশিরা রোগ ভালো হয়, একশিরা হলে কি সমস্যা হয় ।।
একশিরা রোগের সমাধান,একশিরা,একশিরা রোগের চিকিৎসা,একশিরা রোগ কি,একশিরা রোগ কেন হয়,একশিরা রোগের গাছরা চিকিৎসা,একশিরা রোগের ঘরোয়া চিকিৎসা,একশিরা রোগের টোটকা,একশিরা রোগের লক্ষণ,একশিরা রোগ ভালো করার উপায়,একশিরা রোগের ব্যায়াম,একশিরা রোগের হোমিও চিকিৎসা,একশিরা রোগ হওয়ার কারন,একশিরা রোগের কারণ,একশিরা রোগের লক্ষন,একশিরা রোগের কারন কি,একশিরা হলে কি সমস্যা হয়,হার্নিয়া রোগের ঘরোয়া চিকিৎসা,হার্নিয়া রোগের লক্ষণ ও প্রতিকার,হার্নিয়া রোগ নির্ণয় ও চিকিৎসা।
একশিরা বা হাইড্রোসিল Hydrocele পুরুষের অন্ডকোষের রোগ ! কারণ, লক্ষণ এবং চিকিৎসা
পুরুষের অণ্ডকোষের বৃদ্ধি বা একশিরা বা হাইড্রোসিল Hydrocele এর প্রধান লক্ষণ হলো হলো ব্যথাবিহীন অণ্ডকোষ ফোলা। অনেকেই এটাকে পুরুষের গোপন রোগ বা একশিরা নামেও ডেকে থাকে। এটি পুরুষদের একটি বা দুটি অণ্ডকোষেই হতে পারে। স্থায়ী ভাবে নির্মূল করতে এই সমস্যার সবচেয়ে কার্যকর চিকিৎসা হলো হোমিওপ্যাথি।
হাইড্রোসিল - লক্ষণ ও উপসর্গ
এই রোগটি দেখলেই বুঝতে পারা যায় যে অণ্ডকোষ সাধারন এবং স্বাভাবিক আকার হতে অনেক বড় দেখায়। কোন কোন ক্ষেত্রে এত বড় হয় যে দেখতে নারিকেলের মত দেখায়। কখনো একটি আবার কখনো দুটিই এত বড় হয়ে পারে।
অণ্ড ফুলে মোটা হয়ে যায় এবং নরম বোধ হয়। অণ্ডকোষের দুটি পর্দার মধ্যে যে তরল পদার্থ জমে তা বুঝতে পারা যায়। কারণ হাত দিয়ে অণ্ডকোষ সমেত একটি অণ্ড চেপে ধরলে এবং মৃদু চাপ দিলে নরম বোধ হবে।
এই রোগের অণ্ডকোষের চামড়া পুরু এবং মোটা হয় কিন্তু কোরণ্ড হলে চামড়া অত্যন্ত মোটা হবে তবে এর মধ্যে কোন প্রকার তরল পদার্থের সঞ্চালন পাওয়া যাবে না।
জ্বালা যন্ত্রণা বা টাটানি বেদনা থাকে আবার কখনো থাকে না এবং অণ্ডকোষের চামড়া ও এর নিচের তন্তু গুলো পুরু হয়ে থাকে। অধিকাংশ সময় একই অণ্ডকোষে এইরোগ হয় আবার কোন কোন ক্ষেত্রে দুটি অণ্ডই এক সাথে আক্রান্ত হতে পারে।
যদি আঘাত জনিত কারণে এই রোগ হয় তবে ঐ স্থানে বেদনা হয় এবং টান টান একটা ভাব থাকে, এমন কি রোগী এটি স্পর্শ করতে দিতে চায় না।
যদি রোগ জীবানু সংক্রান্ত কারণে হয় তবে আক্রমনের সাথে সাথেই জ্বর ভাব চলে আসে, তবে দেহের তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পায় না।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, এই রোগের আক্রমনের সাথে সাথে স্পার্মেটিক কর্ড কিছুটা ফুলে যায় এবং তাতে প্রদাহ ভাব সৃষ্টি হয়।
অনেক সময় নির্দিষ্ঠ দিকের গ্রন্থীগুলি ফুলে উঠে এবং তাতে ভয়ানক বেদনা থাকে। এছাড়া যৌন রোগ সংক্রান্ত কারণে যেমন সিফিলিস, গনোরিয়া ইত্যাদি কারনেও এটি হতে পারে।
আবার রোগী ফাইলেরিয়া রোগে আক্রান্ত হলেও এই উপসর্গটি দেখা দিতে পারে। তখন পা ফোলে এবং পায়ের শিরা স্ফীত হয়ে উঠে। এতে অণ্ডকোষে বেশি পরিমান জল সঞ্চয় হয় এবং অনেক বেশি ফুলে যায়।
শিশু ও কিশোর সার্জারীতে বিশেষজ্ঞ সার্জন
অধ্যাপক ডাঃ জামাল সালেহ উদ্দিন (আরজু)
এমবিবিএস, এমএস, (শিশু সার্জারী)
অধ্যাপক, শিশু সার্জারী
অধ্যক্ষ, চাঁদপুর মেডিকেল কলেজ
সিঙ্গাপুর কে কে মহিলা ও শিশু হাসপাতাল উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত
ডাঃ আউয়াল শিশু সার্জারী সেন্টাল ও জেনারেল হাসপাতাল
এস.আর রোড, (টাউন হলের সামনে), সদর, লক্ষীপুর।
মোবাইলঃ ০১৭১৩-২৬০৯৯০
▃▃▃▃▃▃▃▃ 𝐌𝐲 𝐀𝐥𝐥 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐋𝐢𝐧𝐤 ▃▃▃▃▃▃▃▃
______________YouTube__________________
/ @zaydasabanali
_____________Facebook__________________
/ dr.joynul.abedin
__________________________________________
#BanglaHealthTips
#HealthTips
#Drtips
#ZaydaSabanAliFoundation
#DrJoynalAbdin
#AbdinMedia
Информация по комментариям в разработке