গরমে খরগোশ পালন পদ্ধতি | গরমে খরগোশের যত্ন পরিচর্যা | Khorgos Palon Poddoty | Grow Life

Описание к видео গরমে খরগোশ পালন পদ্ধতি | গরমে খরগোশের যত্ন পরিচর্যা | Khorgos Palon Poddoty | Grow Life

গরমে খরগোশ পালন পদ্ধতি | গরমে খরগোশের যত্ন ও পরিচর্যা | Khorgos Palon Poddoty | Grow Life
খরগোশ এমন একটা প্রাণী যারা গরম একেবারে সহ্য করতে পারে না। অতিমাত্রায় গরম পড়লে কিংবা গরমের সময় খরগোশ পালন পদ্ধতি ঠিকভাবে না জানলে এরা যেকোন সময় হিট স্ট্রোক করে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হিটস্ট্রোক করা খরগোশকে বাঁচানো কতটা কঠিন এটা যাদের খরগোশ হিটস্ট্রোক করেছে তারাই জানে। তাই গ্র লাইফের আজকের এপিসোডে আপনি জানবেন গরমে কীভাবে খরগোশের যত্ন ও পরিচর্যা করতে হয় গরমের সময় খরগোশকে কোথায় রাখতে হয় কিভাবে পালতে হয় কি কি খাবার দাবার খাওয়াতে হয় কি কি ওষুধ পত্র খাওয়াতে হয় এই সবকিছুর বিস্তারিত।
তাই গরমে খরগোশের পাঁচটি জরুরি পরিচর্যা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।

১,
আমার খরগোশ গুলোকে একটু লক্ষ্য করে দেখুন ওরা সারাটা দিন এখন শুয়ে বসে কাটায়। বিশেষ করে যেখানে একটু ঠান্ডা পায় সেখানেই শুয়ে শুয়ে ঘুমায়। ওদের ঘুম দেখলে মনে হবে এখন রাত তিনটা বাজে। একেক জন একেক কাতে শুয়ে হয় ঘুমিয়ে আছে নয়তো ঝিমাচ্ছে। । একটা খরগোশ আবার পানি ড্রামের পাশে গিয়ে শুয়ে রয়েছে কারণ ওখানে পানি থাকার কারণে একটু ঠান্ডা পাওয়া যায়। আপনার খরগোশগুলো গরমের সময় দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটাবে। এজন্য ওদেরকে যা খাবার দাবার দিবেন সব সকালবেলা দিয়ে রাখবেন। মানে গরমের সময় খাবার খাওয়ানোর ক্ষেত্রে আপনি সবচাইতে বেশি পরিমাণ খাবার দেবেন রাতে ঘুমানোর আগে এবং সকালবেলা খরগোশ ঘুম থেকে ওঠার পর পর। এই দুই সময় প্রচুর পরিমাণে খাবার ওদের খাইয়ে নেবেন। এছাড়া দিনের বাকি সময়টা তে তারা খুব অল্প পরিমাণে খাবার গ্রহণ করে এ ক্ষেত্রে সারাদিনে অল্প অল্প করে তিন চারবার খাবার দিতে পারেন।

২, পানি ও ভিটামিন সি
গরমের সময় সব সময় আপনার খরগোশগুলো কে পানি দিয়ে রাখবেন। এ সময় তারা প্রচুর পানি পান করে। অনেকে মনে করে খরগোশ পানি খায় না কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভুল সব রকমের খরগোশ কমবেশি কিন্তু পানি তারা খাবেই। দেখুন আমি আমার খরগোশ থাকে পানি খেতে দিলাম এবং ও কিন্তু পানিটা খাচ্ছে। আসলে শীতের সময় যেটা হয় সারাদিন শাকসবজি আর ঘাস খাওয়ার ফলে ওদের পানি পিপাসা তেমন পায়না। এ জন্য তারা খুব একটা পানিও খাইনা। কিন্তু গরমের সময় খরগোশ কিন্তু ভালই পানি পান করে। আপনারা খরগোশকে সবসময় পানি দিয়ে রাখবেন আর পানির সাথে যদি লেবুর রস মিশিয়ে দিতে পারেন সেটা আরো ভালো। আপনি সপ্তাহে 2 দিন অল্প অল্প করে লেবুর রস পানির সাথে মিশিয়ে খরগোশকে খেতে দিতে পারেন এতে তাদের ভিটামিন সি এর অভাব পূরণ হবে এবং গরমকালে তাদের ইমিউন সিস্টেম ভালো থাকবে।
৩,
ওষুধ পত্র
অতিরিক্ত গরমের সময় স্যালাইন মিশ্রিত পানি প্রতিদিন খেতে দিতে পারেন।
এসিলাইট ভেট
গ্লুকোলাইট ভেট
টেস্টি স্যালাইন
ওর স্যালাইন
স্যালাইন কিভাবে খাওয়াতে পারেন তৈরি করে সিরিঞ্জ এর মধ্যে ভরে খরগোশকে খাওয়াতে পারেন আবার খাবার পানির সাথে মিশিয়ে খাওয়ানো যায়। তবে অনেক খরগোশ আছে যারা নিজের থেকে খেতে চায় না তাদেরকে জোর করে ধরে খাওয়াতে পারেন। সুস্থ রাখতে খরগোশকে গরমের সময় শসা খেতে দিবেন। মাঝে মাঝে পুদিনা পাতা খেতে দিবেন। যদি তুলসী পাতা সংগ্রহ করতে পারেন তবে এটাও খাওয়াবেন। আর বিভিন্ন মৌসুমী ফল বীজ ছাড়িয়ে আপনার খরগোশগুলো কে মাঝে মাঝে একটু একটু করে খাওয়াবেন।

৪, বাসস্থান
গরমের সময় অবশ্যই খরগোশকে বড় জায়গায় রাখবেন। আপনি যদি খাচায় পালন করেন তবে তুলনামূলক বড় সাইজের খাঁচা ব্যবহার করবেন যার মধ্যে খরগোশগুলো একটু দূরে দূরে শুয়ে-বসে সময় কাটাতে পারে। আবার আপনি যদি কোন একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে খরগোশ পালন করেন সেক্ষেত্রেও ওরা যেন হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে পারে এরকম বড় জায়গাতে রাখবেন। আমি আমার খরগোশগুলো কে রাতের বেলায় এই ঘরটার মধ্যে রেখে দেই। সে ক্ষেত্রে ঘরটা সামনে দরজাতে কিন্তু লোহার নেট লাগানো রয়েছে যাতে করে খুব সহজে বাতাস চলাচল করতে পারে । সহজ কথা বন্ধ পরিবেশ বা গুমেট কোন জায়গায় যেখানে বাতাস চলাচল নেই এরকম জায়গায় রাতের বেলা খরগোশ গরমের সময় রাখবেন না। সাত দিনের বেলাতেও তাদের খোলামেলা পরিবেশে রাখার চেষ্টা করবেন। আমার এই খরগোশ গুলোকে দেখুন এগুলো সবগুলোই মেয়ে খরগোশ আর ওদেরকে আমরা সারাদিন এই জায়গাটার মধ্যে ছেলেরা কি তারা কিন্তু সবাই দূরে দূরে গিয়ে চার হাত-পা ছড়িয়ে শুয়ে থাকে। আর ছেলে খরগোশগুলো টাইম টু টাইম ছাদের মধ্যে ছাড়া থাকে। যেমন আমাদের কেহের মান ছাদের মধ্যে গিয়ে যে জায়গাটাতে কাদা থাকে বা পানি ফেলানো থাকে । সেখানে গিয়ে কাদার মধ্যে শুয়ে থাকে। শরীরের ময়লা হল কিনা এদিকে তার কোন হুঁশ নেই।
৫,
গরমে খরগোশের পরিচর্চার পরবর্তী ধাপ টি হলো খরগোশের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে আপনি কি করবেন। এই কাজটাও খুবই সহজ। খরগোশকে কিন্তু নরমালি গোসল করানো নিষেধ কারণ গোসল করালে ভুলে যদি কানে পানি চলে যায় তবে খরগোশ মরে যায়। কিন্তু এই গরমে তাদের শরীর ঠান্ডা করাটাও জরুরী। তাই আপনি মাঝে মাঝে আপনার খরগোশ গুলোকে ভেজা কাপড় দিয়ে মুছে দিবেন। তবে সতর্কতার স্বরূপ এটুকু নিশ্চিত করবেন যাতে কাপড় থেকে এক ফোঁটা পানিও তাদের কানের ভেতরে চলে না যায়। যদি খরগোশ কোন কারণে হিট স্ট্রোক করে ফেলে তবে সে আস্তে আস্তে চার হাত পা ছেড়ে দিতে থাকবে মাথা এবং কাঁধ অস্বাভাবিক রকমের গরম হয়ে যাবে। এমন সিচুয়েশন হলে সাথে সাথে ওদের ভেজা কাপড় দিয়ে মুছে দিবেন ফ্যানের নিচে নিয়ে শোয়াবেন। এবং যত দ্রুত সম্ভব ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। কিভাবে খরগোশের হিট স্ট্রোকের চিকিৎসা করাতে হয় এইটা নিয়ে আরো বিস্তারিত ভাবে পুরো আলাদা একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য।



related topics
খরগোশ পালন, খরগোশ পালন পদ্ধতি, গরমে খরগোশ পালন পদ্ধতি, গরমে খরগোশের যত্ন ও পরিচর্যা, গরমে খরগোশের খাবার, গরমে খরগোশের ওষুধ পত্র, খরগোশের হিট স্ট্রোক,

Комментарии

Информация по комментариям в разработке