আর জোর কোরবো না তোমাকে,
সারাক্ষণ মন ছুটে যায় তোমার কাছে,
ভালো যখন বেসেছি আমি কি আর আমার আছি,
তোমার সাথে কথা না বললে অনেক কষ্ট হয় জানো,
আমাকে হারাতে এসে তোমার ও কি পরাজয় হয়নি,
কত কথা রাখা ছিল এই বুকে জমা,
অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না,
তোমার সুখের জন্য আমি নিজেকে হারাতে রাজি,
আমি তোমাকে হারাতে চাই না,
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না,
আজ থেকে আমি আর ভালোবাসবো না,
তোমাকে দিয়ে শুরু তোমাকে দিয়ে শেষ করতে চাই,
আমি আর কোন অনুরোধ করবো না তোমাকে,
ছায়া হয়ে থাকবো তোমার পাশে,
অভিমান করো না,
কখনো যদি একাকী তোমার আমাকে মনে পড়ে যায়,
কিছু দিন আছে আলো দেয় না,
জানিনা তোমাকে এত ভালো লাগে কেন,
কি এমন দুঃখ তোমার আমাকে কি বলা যায় না,
তোমাকে যেন ভুলে যাই,
থাকবো তোমার পাশে সারা জীবন,
আমি তোমাকে অনেক বিরক্ত করি তাই না,
আমি তোমার কাছেই থাকব,
আজ থেকে আর কখনো বলবো না,
কাউকে ভালো লাগে না তোমাকে দেখার পর,
তোমাকে দেখার পর এই জানলাম যাকে মন চেয়েছিল তাকে পেলাম,
সারাদিন তোমার কথা ভাবি কতবার,
কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও,
তোমাকে কি করে ভুলে যাই বল,
যে তোমাকে সত্যিকারের ভালোবাসে,
আমি তোমাকে করবো না ক্ষমা,
যদি তোমার দেখা একবার পেতাম,
ভালোবাসা কাছে আসা,
সারাদিন তোমার কথা,
যাকে নিয়ে করলে,
যখন তোমাকে মনে পড়ে,
কেন এই লুকোচুরি কি কারনে জানি না,
অবশেষে তোমাকে পাওয়া,
রাগ করে আর থেকো না অভিমান বুকে রেখো না,
দেখা না দিলে কথা কমু না,
যে তোমাকে দুই পয়সার গুরুত্ব দিবে না,
আজকে না হয় ভালোবাসো আর কোনদিন নয়,
প্রেম করবো না আর কোনদিন,
কিছু কথা হয় চলার পথে,
ভালোবাসা না দাও ক্ষতি নেই তাতে,
যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায়না,
সহ্য হয় না,
আমাকে নিয়ে তুমি শুধু করেছ অবহেলা আসিফ,
ভালোবাসা যায় শুধু একজনকে কাকে তোমাকে,
তোমার কি ভুলে থাকা যায়,
যত কথা রাখা ছিল এই বুকে জমা,
কত যে কথা তোমায় আমি জানাবো ভাবি,
তাকেই ভালোবাসো যে তোমাকে কষ্ট দেয়,
সবাইকে ভালোবাসা যায় না,
বন্ধু হয়ে কাছে এলে চিরদিন বন্ধু হয়ে থাকবো,
যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস,
কে বলেছে প্রেমের কথা কে বলেছে আগে,
যেখানে যাবে তুমি ছায়া হবো,
যাকে তুমি ভালোবাসো,
কে তোমাকে রাখবে ধরে অধরে,
জোর করে কখনো ভালোবাসা হয় না
Информация по комментариям в разработке