ডাক প্লেগ এটি ভাইরাস জনিত রোগ মাঝারী থেকে বড় হাসের হয়ে থাকে ,হাঁসের ডাক প্লেগ রোগের লক্ষণ,হাঁসের ডাক প্লেগ রোগের চিকিৎসা,সঠিক সময়ে হাঁসের ডাক প্লেগ রোগের ভ্যাকসিন
হাঁসের ডাকপ্লেগ রোগের ভ্যাকসিন | সঠিক সময়ে ডাকপ্লেগ রোগের চিকিৎসা | হাঁসের ডাকপ্লেগ রোগের লক্ষণ |
১। লক্ষণ –
হাস দাঁড়াতে পারেনা খুরিয়ে ঘুরিয়ে হাটে।
সাতার কাটতে পারেনা পা অবশ হয়ে যায়।
জলের পিপাসা বেড়ে যায়। কিন্ত খাওয়া দাওয়া কমে যায়।।
পায়খানা পাতলা হয় অনেক সময় সবুজ ও হলুদ রং এর হয়ে থাকে অনেক টাইম পায়খানার সাথে রক্ত মিশ্রিত হতে পারে।
পালক এলোমেলো হয়ে যায় । হাস পাখনার উপর ভর করে থাকে ।
রোগের প্রকোপ বেসি হলে অনেক সময় পুরুষ হাসের প্রজননঅঙ্গ বেরিয়ে আসে।
অনেক সময় চোখ দিয়ে জল পরে।
ময়না তদন্ত করলে হাসের হৃদপিন্ড , কলিজা এবং ডিম্বথলিতে রক্ত জমাট বাঁধা পাওয়া যায়।
চিকিৎসা –
সঠিক সময়ে ডাক প্লেগ রোগের টিকা দিতে হবে এবং কৃমির ঔষধ খাওয়াতে হবে।
হাসের ডাকপ্লেগ এর প্রধান প্রতিষেধক হল ডাকপ্লেগ টিকা তবে ডাকপ্লেগ এর তাৎখনিক চিকিৎসা
হাঁসের সংখ্যা কম হলে অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট পাওয়া যায় ২৫০ এমজি এবং ৫০০ এমজি। ২৫০ এমজি হলে ৪ ভাগের ১ ভাগ ট্যাবলেট প্রতিটি হাঁসকে বা ৫০০ এমজি হলে ৮ভাগের ১ ভাগ একটি হাসকে খাওয়াতে হবে ৩-৫ দিন দিনে দুবেলা করে।
হাসের সংখ্যা বেশি হলে এনরোফ্লক্সেসিন ১০% বা সিপ্রোসেল সিপ্রোফ্লক্সেসিন) ১০% প্রতি লিটার জলে ১ মিলি করে দুবেলা ৩-৫ দিন খাওয়াতে হবে। ঔষধ সকলকে খাওয়াতে হবে কিন্তু অসুস্থ হাঁসকে আলাদা করে রাখতে হবে।
বুঝতে না পারলে অতিসত্তর নিকটস্থ প্রানী সম্পদ দপ্তরে যোগাযোগ করতে হবে।
যে পাত্রে খাবার দেওয়া হয় খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাত্র জিবানুনাশক দিয়ে ধুয়ে ফেলতে হবে।
হাঁসের ভ্যাকসিন দেওয়ার নিয়ম
ডাক প্লেগ ১০০ ডোজের ভ্যাকসিন ১০০ মিলি পরিস্কার পানির সাথে ভালোভাবে মিশিয়ে ভ্যাকসিন গান অথবা ইঞ্জেকশনের মাধ্যমে প্রইয়োগ করা হয়। ডাক কলেরার ভ্যাকসিন লাইভ হলে একই নিয়মে দিতে হবে। কিল্ড হলে সরাসরি প্রয়োগ করা যায়।
অল্প পুঁজি ও কম রোগাক্রান্ত হওয়ার কারনে দিন দিন আমাদের দেশে হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে। হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভাল হলেও বেশ কিছু
ভাইরাসজনিত সংক্রামক রোগে হাঁস মারা যেতে পারে। তাই হাঁস পালনের জন্য টিকা প্রদান বা হাঁসের ভ্যাকসিন সিডিউল খুব জরুরী।
হাঁস বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তবে আমাদের দেশে ডাক প্লেগ ও ডাক কলেরার কারনে হাঁসের মৃত্যুর রেকর্ড সবথেকে বেশী। তাই মূলত এই দুটি রোগের টিকা প্রদানের জন্য সরকারি ভাবে বলা হয়ে থাকে।
হাঁসের ভ্যাকসিন প্রদান কর্মসূচি নিচে দেওয়া হলোঃ
বয়স (দিন) টিকার নাম রোগের নাম টিকার ডোজ টিকা প্রাদানের স্থান
২০-২২ ডাক প্লেগ ডাক প্লেগ ১ মিলি বুকের চামড়ার নীচে
৪০-৪২ ডাক প্লেগ ডাক প্লেগ ১ মিলি বুকের চামড়ার নীচে
৭০ ডাক কলেরা ডাক কলেরা ১ মিলি বুকের চামড়ার নীচে
৯০ ডাক কলেরা ডাক কলেরা ১ মিলি বুকের চামড়ার নীচে
১০০ ডাক প্লেগ ডাক প্লেগ ১ মিলি বুকের বা রানের মাংসে
চিনা হাঁস পালন পদ্ধতি খুবই জনপ্রিয়তা পাচ্ছে যারা হাঁস পালতে চাচ্ছে তাদের জন্য চিনা হাঁস পালন পদ্ধতি নিয়ে পুরো আর্টিকেল।চিনা হাঁসের খাবার কি,একটি চীনা হাঁস কত বড় হয়,চিনা হাঁসের বাচ্চা পালন পদ্ধতি,
একদিন বয়সি চিনা হাঁসের বাচ্চা পালন পদ্ধতি,চিনা হাঁসের বাচ্চার খাবার,চিনা হাঁসের ডিম,একটি চীনা হাঁস কয়টি ডিম পাড়ে,একটি চীনা হাঁস বছরে কয়টি ডিম পাড়ে,চিনা হাঁসের বাচ্চা,চিনা হাঁস কেন লাভজনক,
একদিন বয়সি চিনা হাঁসের বাচ্চা লালন পালন পদ্ধতি,আমাদের দেশে চিনা হাঁস পালন একটি লাভজনক ব্যবসা।
chicken market,চীনা হাঁসের হাট,চীনা হাঁসের দাম,china haser dam,chicken market price today,
হাঁসের বাচ্চার দাম,চীনাহাঁসের বাচ্চার দাম,চিনা হাঁস পালন পদ্ধতি,চিনা হাঁসের বাচ্চা পালন পদ্ধতি,চিনা হাঁস,হাঁস পালনের পদ্ধতি,হাঁসের বাচ্চা পালন,হাঁস,হাঁসের খামার,চিনা হাঁসের খামার,china has palon,হাঁসের ডাকপ্লেগ রোগের ভ্যাকসিন,সঠিক সময়ে ডাকপ্লেগ রোগের চিকিৎসা,হাঁসের ডাকপ্লেগ রোগের লক্ষণ,
Stay Connected with Us
🇧🇩🇧🇩Social media 🇧🇩🇧🇩
✅ফেইসবুক আইডি ঃ / bdsagormaisa70
✅ফেইজবুক অফিসিয়াল পেজ ঃ / ashadul70
✅ Instagram: / mssagor70
⚠️ disclaimer⚠️
"Maisa Agro Farm Kushtia"This channel does not promote any illegal product,content, or platform,and doesn’t encourage any kind of prohibited activities.
All contents provided by this channel are meant for educational purpose only.
(ONLY BUSINESS ENQUIRIES :
[email protected]
#চীনাহাঁসের_বাচ্চা_পালন
#chicken_market
#চীনাহাঁস_পালন_পদ্ধতি
#chicken_price_today
Информация по комментариям в разработке