আপনি কি আপনার বাগানের বা জমির আগাছা নিয়ে চিন্তিত??? তাহলে ব্যবহার করুন রন্ডো ( গ্লাইফোসেট ৭২%)

Описание к видео আপনি কি আপনার বাগানের বা জমির আগাছা নিয়ে চিন্তিত??? তাহলে ব্যবহার করুন রন্ডো ( গ্লাইফোসেট ৭২%)

আপনি কি আপনার বাগানের বা জমির আগাছা নিয়ে চিন্তিত?

সমাধানঃ
আগাছাঃ জমির অনাকাঙ্ক্ষিত উদ্ভিদকেই আগাছা বলে।

কেউ চায় না যে, তার ফসলের জমিতে কিংবা পতিত জমিতে আগাছা থাকুক। সবাই তার ফসলের জমিকে নিট এন্ড ক্লিন দেখতে চায়। কারণ এই আগাছা আমাদের মেইন ক্রপকে নষ্ট করে এবং জমির ফলন কমিয়ে দেয়। তাই এই আগাছা থেকে মুক্তি পাওয়ার জন্য Clean Agro কোম্পানির আগাছানাশক ওষুধ "রন্ডো" ব্যবহার করা যেতে পারে।

"রন্ডো" পরিচিতিঃ
Common Name: রন্ডো
Formulation: WDG ( Water Dispersible Granules)
Active Ingradient: 72% গ্লাইফোসেট

এটা একটি নতুন প্রযুক্তির আগাছানাশক।

👉রন্ডাে কেন সেরা ?

➡️নতুন প্রযুক্তির WDG ফরমুলেশন।
➡️আগাছাকে শিকড় সহ ধ্বংস করে।
➡️তরলের তুলনায় অধিক কার্যকারী।
➡️খরচ কম, তাই সাশ্রয়ী।
➡️সিস্টেমিক নন-সিলেকটিভ আগাছানাশক।

রন্ডাে হচ্ছে সিস্টেমিক নন-সিলেকটিভ আগাছানাশক যা পাতার মাধ্যমে শােষিত হয়ে দ্রুত পুরাে গাছে
ছড়িয়ে পড়ে এবং আগাছাকে স্বমূলে দমন করে। রন্ডাে চা বাগান, বিভিন্ন ফলের বাগান ও পতিত জমির
ঘাস ও বড় পাতা বিশিষ্ট আগাছা দমনে খুবই কার্যকরী। রন্ডাে একবর্ষজীবী, দ্বি-বর্ষজীবী ও বহুবর্ষজীবী
আগাছার বিরুদ্ধে খুবই কার্যকর। প্রতি কেজিতে ৭২০ গ্রাম গ্লাইফোসেট সক্রিয় উপাদান আছে।

👉প্রয়ােগক্ষেত্রঃ
➡️ফল বাগান (যেমন: আমবাগান, লেবুবাগান, পেয়ারা বাগান, মালটা বাগান, পেপে বাগান, কমলা বাগান ইত্যাদি),
চা বাগান ও
পতিত জমি।

👉কার্যকারিতাঃ
➡️ফল বাগানঃ একবর্ষজীবী ও দ্বি-বর্ষজীবী আগাছা।
➡️চা বাগান ও পতিত জমিঃ
সকল প্রকার আগাছা।

👉অনুমােদিত মাত্রাঃ
➡️প্রতি একরেঃ ৮০০ গ্রাম
➡️প্রতি ১৬ লিটার স্প্রে মেশিনেঃ ৭৫ থেকে ১০০ গ্রাম

👉প্যাকিংঃ ১ কেজি, ৫০০ গ্রাম,
১০০ গ্রাম।

👉পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ
কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম
প্রোডাক্ট ডেভেলপমেন্ট অফিসার
ক্লীন এগ্রো
মধুপুর, টাংগাইল।
মোবাইলঃ ০১৬৮৮৭২৭১৩৯
Facebook:   / jahangirbsmrau  
Page:   / kbdjv  
WhatsApp: 01688727139
Messenger https://m.me/jahangirbsmrau
E-mail: [email protected]

ধন্যবাদ।

Комментарии

Информация по комментариям в разработке