নতুন প্রজন্ম এসে এই পুরনো পৃথিবীকে
প্রাণময় করে রাখবে চিরদিন, বিশ্বাস করি না ।
মানুষ চলে যায়, -একদিন সবাই উড়ে যাবে,
প্রশ্ন হচ্ছে কে কী ভাবে যাবে, তাই নিয়ে ।
হাসান হাবিব, এ হচ্ছে এক ধরনের পত্রকাব্য,
আপনার ক্লিনিক থেকে ফিরে, রাত জেগে
আমি রচনা করেছি আপনার জন্য, এমন এক
বল পেন দিয়ে, একটু আগেই জুয়া খেলার
হিসেব লেখার জন্য আমরা যা কিনেছিলাম ।
যথারীতি জুয়ায় হেরেছি, শুধু এই কলমটিই
আমার লাভ । এই কলমের ভিতর থেকে
নির্গলিত শব্দপুঞ্জ যদি আপনার অগস্ত্যযাত্রার
সাথী হয়, আমি দীর্ঘদিনের সঞ্চিত পরাজয়
ভুলে গিয়ে উপনীত হবো এক আনন্দসাগরে ।
প্রতিটি মৃত্যুরই একটা নিজস্ব আর্ট ফর্ম থাকে ।
জন্মের মধ্যে থাকে না, জন্মের এই একঘেয়ে
আর্ট ফর্মে মানুষ যখন ক্লান্ত বিরক্ত হয়ে পড়ে ;
তখন প্রতিটি বস্তুর মতো পৃথক ও নতুন এক
আর্ট ফর্মকে সে আবিষ্কার করে মৃত্যুশয্যায় ।
মৃত্যু রাতারাতি জীবনের শয্যাকে পাল্টে দেয় ।
জীবনের যে একটা শয্যা আছে, থাকে, ছিল-
তাকে কলম্বাসের মতো আবিষ্কার করে মৃত্যু ।
কোনো কথা না বলে, পত্নী ও পুত্রের দিকে
একবারও না তাকিয়ে, -সমুদ্রের চেয়ে গভীর
গভীরতর এক স্তব্ধ জলধিতে ডুবে যেতে যেতে
প্রচণ্ড আবেগে যখন আপনি জড়িয়ে ধরেছিলেন
আমার হাতটিকে, মনে হচ্ছিল আমার আত্মার
ক্যানভাসে কম্পিউটারের মতো দ্রুত আপনি
এঁকে চলেছেন - আমার আসন্ন গ্রন্থের প্রচ্ছদ ।
না, আমি চমকে উঠি নি । আমি জানি, আপনি
আমাদের শেষস্পর্শটিকে যতদূর সম্ভব দীর্ঘ করার
এক অসম্ভব প্রয়াসে লিপ্ত ছিলেন । হাসান হাবিব,
আমি আপনার সে-স্পর্শটিকে অমরত্ব দিতে চাই ।
সবাই চলে যাবে, প্রশ্ন হচ্ছে কে কী ভাবে যাবে ।
দিন যেভাবে রাতের ভিতরে যায়- সেভাবে কি ?
গন্ধ যেভাবে ফুলের ভিতরে যায়- সেভাবে কি ?
প্রাণ যেভাবে প্রাণীর ভিতরে যায়- সেভাবে কি ?
মানুষের প্রাণ কী ভাবে মৃত্যুর ভিতরে যাবে ?
আপনার মৃত্যুযুদ্ধের প্রস্তুতিপর্ব সম্পন্ন হয়েছে ।
বঙ্গভূমির বুকের উপর দিয়ে, তাকে উত্তরে দক্ষিণে
দ্বিখণ্ডিত করে ছুটে-যাওয়া কর্কট ক্রান্তির ডাকে
সাড়া দিয়ে আপনি ক্রমশ এগিয়ে চলেছেন মহাশূন্যে,
আকাশে হারানো প্রেমিকার চিবুকের ছায়া খুঁজে ।
আপনার চারপাশে ভিড় করে আছে দর্শনার্থিরা,
যেন এই ক্লিনিকটি হচ্ছে শিল্পকলা একাডেমী ।
আপনি তার একটি আপাতঅদৃশ্য ক্যানভাসে
এঁকে চলেছেন মৃত্যু, এবং আপনার মৃত্যুযুদ্ধের
সঙ্গে কোলাজ করে দিচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধকে ।
আপনাকে রঙ সরবরাহ করছে বাংলার আকাশ ।
জানা জীবনকে পেছনে ফেলে, অজানা মৃত্যুর পথে
আপনার শিল্পযাত্রার ধাপে-ধাপে, রঙে ও রেখায়
আন্দোলিত হচ্ছে আমাদের নাতিসুস্থ হৃদস্পন্দন ।
মানুষকে গ্রাস করে অগ্নি অথবা কবরের মাটি,
এ কথা জেনেও আমরা বারবার আকাশে তাকাই ।
ওখানে কী যেন আছে, ওখানে কী যেন হয় ।
হাসান হাবীব, পৃথিবীতে নয়, আর এ পৃথিবীতে নয়,
এরপর আমাদের দেখা হবে আকাশে ।
আবৃত্তি -আব্দুল্লাহ আল হাদী,
ব্যাকগ্রাউন্ড স্কোর : রিফাত নোবেল,
বিশেষ কৃতজ্ঞতা -বিন ই আমিন টুটুল।
রেকর্ডিং : গানশালা অডিও ল্যাব।
নির্বাচিতা
nirbacita
বাংলা কবিতা Nirmalendu Goon potrokabbo
Kobi Nirmolendu Gun
কবি নির্মলেন্দু গুন
নির্মলেন্দু গুণের কবিতা
patrakabay
পত্র কাব্য
patrakabbo
potrokabbo
#Nirmalendu #AbdullahAlHadi
Информация по комментариям в разработке