Sen Shivanand Sripat : Krishna Raya Temple || কাঁচড়াপাড়ার কৃষ্ণরায় মন্দির : সেন শিবানন্দের শ্রীপাট

Описание к видео Sen Shivanand Sripat : Krishna Raya Temple || কাঁচড়াপাড়ার কৃষ্ণরায় মন্দির : সেন শিবানন্দের শ্রীপাট

কাঁচড়াপাড়ার কৃষ্ণরায় জীউ মন্দির : সেন শিবানন্দের শ্রীপাট || Sen Shivanand Sripat : Krishna Raya temple

বঙ্গে বহু কৃষ্ণমন্দির রয়েছে যার গৌরব এবং ঐতিহ্য বহু দিনের। কলকাতা-সহ শান্তিপুর, খড়দহ ইত্যাদি স্থানে বহু বছর ধরে সেবা পাচ্ছেন শ্রীরাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। সেই সমস্ত মন্দিরের মধ্যে অন্যতম এবং প্রাচীনত্বে অনেক এগিয়ে কাঁচড়াপাড়ার কৃষ্ণরায় মন্দির। কাঁচড়াপাড়া বহু প্রাচীন স্থান, এই অঞ্চলের আগে নাম ছিল ‘কাঞ্চনপল্লি’। বৈষ্ণব সাহিত্যে এই স্থানটি 'সেন শিবানন্দের পাট' নামে পরিচিত।

এই স্থানে ১৭৮৫ সালে মল্লিক বংশের নয়নচাঁদ মল্লিকের দুই পুত্র গৌরচরণ (জ্যেষ্ঠপুত্র) এবং নিমাইচরণ (মধ্যমপুত্র) শ্রীশ্রীকৃষ্ণরায় বিগ্রহ-সহ এক বিরাট মন্দির নির্মাণ করান। বলা যায় বঙ্গপ্রদেশের অন্যতম বৃহৎ কৃষ্ণমন্দির তথা গৌড়ীয় বৈষ্ণবগণের প্রাণের মন্দির।

কাঁচড়াপাড়া স্টেশন থেকে কিছুটা দূরে রথতলা নামক স্থানে অবস্থিত সুপ্রাচীন কৃষ্ণরাই জীউ মন্দির। প্রায় ৬০ ফুট উচ্চতা বিশিষ্ট সুবিশাল এই আটচালা মন্দিরটি পশ্চিমবঙ্গের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম। পাঁচিল দিয়ে ঘেরা বিরাট এক প্রাঙ্গণের মধ্যে অবস্থিত মন্দিরটিতে পৌঁছতে হলে, বিশালকায় সিংহদ্বার ও নহবতখানা পেরিয়ে আসতে হয়। প্রায় ছয় ফুট উঁচু ভিত্তিবেদীর ওপরে প্রতিষ্ঠিত মন্দিরটিতে তিনটি খিলান বিশিষ্ট বারান্দার পিছনে মূল গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির ওপর কষ্টিপাথরে নির্মিত নয়নাভিরাম শ্রীকৃষ্ণ বিগ্রহ এবং বাঁ দিকে অষ্টধাতুর শ্রীরাধা বিগ্রহ প্রতিষ্ঠিত। গর্ভগৃহের প্রবেশপথের কাঠের দরজায় খোদাই করা সুদৃশ্য দশাবতার মূর্তি ভীষণ আকর্ষণীয়। প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায়, ১৭৮৫ খ্রীষ্টাব্দে কলকাতার নিমাইচরণ ও গৌরীচরণ মল্লিক নামের দুই ভাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের কৃষ্ণরায় বিগ্রহটি প্রাচীন।

এই স্থানটিতে বাস করতেন মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের অন্তরঙ্গ পারিষদ শিবানন্দ সেন, বিভিন্ন চৈতন্য জীবনীমূলক গ্রন্থে যাঁর উল্লেখ আমরা পাই। তাঁর কাঞ্চনপল্লীর বাড়িতে স্বয়ং শ্রী চৈতন্যদেব এসেছিলেন।
নীলাচলে মহাপ্রভুর অবস্থানকালে, বাংলার ভক্তেরা প্রতি বছর রথযাত্রার সময় তাঁকে দর্শন করতে সেখানে যেতেন। শিবানন্দ সেন তাঁদের পথ দেখিয়ে নিয়ে যেতেন এবং যাবতীয় ব্যয়ভার বহন করতেন।
এই মন্দিরের কৃষ্ণরায় বিগ্রহ শিবানন্দ কতৃর্ক প্রতিষ্ঠিত। চৈতন্যদাস, রামদাস ও পুরীদাস নামে শিবানন্দের তিন পুত্র ছিলেন। এদের মধ্যে ছোট জন, পুরীদাস বা পরমানন্দ সেন ছিলেন একজন মহাকবি।স্বয়ং মহাপ্রভু শ্রীচৈতন্যদেব তাঁকে 'কবিকর্ণপূর' উপাধিতে ভূষিত করেছিলেন।

জনশ্রুতি অনুযায়ী, বঙ্গের শেষ বীর যশোর-রাজ প্রতাপাদিত্যের খুড়তুতো ভাই কচু রায় দিল্লির দরবার থেকে 'যশোর-জিৎ' উপাধি ও বাদশাহী সনদ লাভ করবার পরে, বহু অর্থ ব্যয়ে শিবানন্দ পূজিত কৃষ্ণরাই
বিগ্রহের জন্য একটি সুদৃশ্য মন্দির নির্মাণ করে দেন ও মন্দিরের নিত্য সেবা পরিচালনার উদ্দেশ্যে 'কৃষ্ণবাটি' নামক একটি নিষ্কর তালুক জায়গীর দেন। কালক্রমে গঙ্গার ভাঙ্গনে প্রাচীন কাঞ্চনপল্লী গ্রামটি ও সেই মন্দির গঙ্গাগর্ভে তলিয়ে গেলে, বিগ্রহটি স্থানান্তরিত করে বর্তমান মন্দিরটিতে প্রতিষ্ঠিত করা হয়। সুবৃহৎ দেবালয়টির সূক্ষ্ম অলঙ্করণগুলি বর্তমানে চুন-বালির পলেস্তরা দ্বারা আবৃত। সামনের দেওয়ালে বড়ো মাপের ৬৬টি পোড়ামাটির পদ্মফুল দেখা যায়।

"সেন শিবানন্দের শ্রীপাটে" কী ভাবে যাবেন :-
শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসুন কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনে বা কাঁচড়াপাড়ার স্টেশন থেকে টোটো করে আসুন কল্যাণী রথতলা স্টপেজে। রথতলা থেকে দুই মিনিটের দূরত্বে অবস্থিত "কৃষ্ণরায় জীউ মন্দির"
-----------
-----------

🚀 Follow us on Social Media ☟☟☟

📸 Instagram ► anupam.hari.1

💌 Facebook ► https://www.facebook.com/SriChaitanya...

⏩Subscribe to Sri Chaitanya Sripat ►    / @chaitanya7877  


🕉️ "Sri Chaitanya Sripat"ALL VIDEOS :

1. চিড়া দধি দন্ড মহোৎসব ►    • Danda Mahotsav Panihati Festival 2022...  

2. বরানগর পাটবাড়ি আশ্রম ►    • PATHBARI ASHRAM BARANAGAR UTSAB 2023 ...  

3. হালিশহর শ্রী চৈতন্য ডোবা ►    • হালিশহর শ্রী চৈতন্য ডোবা ( শ্রীপাদ ঈশ...  

SUBSCRIBE to get updates on new videos.

⚡ Orginal Video Content Credited By ( YouTube/Sri Chaitanya Sripat) & Team ⚡

#shivanandsen
#nityanandmahaprabhu
#KrishnaRayaTemple
#halisahar
#kanchrapara
#krishna

Комментарии

Информация по комментариям в разработке