5:30 গর্ভবতী মায়ের আমল
Follow on facebook Page : / haquetv24
এক.
গুনাহ বর্জন করতে হবে। বেপর্দা চলাফেরা করা যাবে না। নাটক, সিরিয়াল ইত্যাদি দেখা থেকে বিরত থাকতে হবে। আওয়াজ সংযত রাখতে হবে।
দুই.
নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায আদায় করবেন। সম্ভব হলে তাহাজ্জুদ পড়বেন। ধৈর্যধারণ করে চলবেন।
তিন.
বেশি বেশি করে কুরআনুল কারীমের তিলাওয়াত ও জিকর-আজকার করুন। এই ৯ মাসে অন্তত ৯ খতম কুরআন তিলাওয়াতের চেষ্টা করুন। সম্ভব না হলে আরো কম। তবুও সবসময় একটু একটু করে হলেও তিলাওয়াত অব্যাহত রাখুন। বিশেষভাবে সূরা আলে ইমরান, সূরা ইউসুফ, সূরা মারইয়াম, সূরা লুকমান, সূরা মুহাম্মাদ এই সূরাগুলো তিলাওয়াত করবেন।
চার.
অনাগত সন্তানের নেক হওয়ার জন্য, সুস্থতার জন্য সবসময় দুআ করুন। আল্লাহ তাআলা সন্তানের জন্য আমাদেরকে দুআ শিখিয়ে দিয়েছেন। দুআটি মুখস্থ করে নিতে পারেন—
رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةًۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ
উচ্চারণ: রাব্বি হাবলী মিলাদুনকা জুররিইয়্যাতান তায়্যিবাহ, ইন্নাকা সামীউদ-দুআ।
অর্থ: হে আমার পালনকর্তা! আপনার পক্ষ থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।(সূরা আলে ইমরান: ৩৮)
নেক নিয়তে পুত্র-সন্তান লাভের জন্য পড়তে পারেন—
رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ----হে আমার প্রতিপালক! আপনি আমাকে সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন। (সূরা আস-সাফফাত: ১০০)
তবে আল্লাহ পুত্র সন্তান দিন আর কন্যা সন্তান দিন, তাঁর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। তাছাড়া কন্যা সন্তান লাভ অনেক বরকত এবং ফযিলতের।
পাঁচ.
সর্বশেষ সবসময় আল্লাহ তাআলার দিকে মনোযোগী থাকবেন। তাঁর সাহায্য প্রার্থনা করবেন। তাঁর উপর ভরসা রেখে চলবেন। ইনশাআল্লাহ! আল্লাহ তাআলা সর্বাবস্থায় সাহায্য করবেন।
গর্ভাবস্থায় মায়ের বিশেষ আমল কী?
গর্ভাবস্থায় মায়ের বিশেষ আমল,
প্রেগন্যান্সির সময় মা এবং বাচ্চার সুস্থতার জন্য বিশেষ আমল,
গর্ভবতী মায়ের ফজিলত,
গর্ভবতী মায়ের খাবার তালিকা,
গর্ভবতী হওয়ার আমল,
গর্ভবতী মায়ের অনুভূতি,
গর্ভবতী মায়ের প্রথম তিন মাস,
গর্ভের সন্তান ফর্সা হওয়ার আমল,
গর্ভবতী মায়ের ফজিলত,
গর্ভবতী মায়ের খাবার তালিকা,
গর্ভবতী হওয়ার আমল,
গর্ভবতী মায়ের অনুভূতি,
গর্ভবতী মায়ের প্রথম তিন মাস,
গর্ভের সন্তান ফর্সা হওয়ার আমল,
গর্ভবতী মায়ের করনীয়,
গর্ভবতী মহিলা,
কিভাবে সৎ ও নেক সন্তানের অধিকারী হবেন?,
গর্ভবতী মায়ের আমল ও দোয়া,
সন্তান গর্ভে আসলে দোয়া,
গর্ভ রক্ষার দোয়া,
গর্ভবতী মায়ের ফজিলত,
গর্ভবতী মায়ের করনীয়,
গর্ভবতী মায়ের অনুভূতি,
গর্ভবতী মায়ের প্রথম তিন মাস,
গর্ভবতী নারীর হাজারো মারাত্মক ভুল ও আমল/ ওয়াজিফা,
গর্ভবতী মায়ের যত্ন,
গর্ভবতী মায়ের আমল ,
#গর্ভবতী_মায়ের_খুবই_গুরুত্বপূর্ণ_আমল
#নেক_সন্তানের_আমল
#Bazlur_Rashid_Miah
#গর্ভবতী_মায়ের_আমল
#Haque_Tv24
Информация по комментариям в разработке