পটল চাষ পদ্ধতি ||পটল চাষের আদ্যোপান্ত

Описание к видео পটল চাষ পদ্ধতি ||পটল চাষের আদ্যোপান্ত

পটলের ফুল যেভাবে ছোঁয়ালে অধিক পটল ফলানো সম্ভব ||পটল চাষের আদ্যোপান্ত

Rohosso Travel Ep-51
This video is about: খুব সহজেই পটল চাষ
Name of Farmer : Md.Sohrof Hossain
Contact : 01929185460


পটল চাষ পদ্ধতি বিস্তারিত তথ্য :
-----------------------------------------------------
সবজির রাজা পটল। স্বল্প খরচে দীর্ঘদিন চাষের মধ্যে পটল চাষ অন্যতম। জানা যায়, বর্তমান পটল চাষে খরচ একদম সীমিত। সেই তুলনায় প্রাকৃতিক দূর্যোগ না হলে ১০০ ভাগ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ছোট নিজামপুর গ্রামের চাষী সোহরাফ হোসেন দীর্ঘদিন যাবত ধান চাষের চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। যার মধ্যে পটল চাষ অন্যতম। চলতি মৌসুমে ১৭ শতক জমিতে তিনি পটল চাষ করেছেন। তিনি জানিয়েছেন, ১৭ শতাংশ জমিতে সর্বমোট ১৫-১৭ হাজার টাকা খরচ হয়। অন্যদিকে প্রায় ৮০-৯০ হাজার টাকার পটল বিক্রি করার সম্ভাবনা রয়েছেন। বাজারের পটলের চাহিদা সারা বছর জুড়েই থাকে। তাই বাজারজাত করতে বাড়তি কোনো ঝামেলা হয় না।

Комментарии

Информация по комментариям в разработке