বুড়িমারী এক্সপ্রেস নতুন ট্রেনের ভাড়া ও রুট সম্পর্কে বিস্তারিত🇧🇩Burimari express train details

Описание к видео বুড়িমারী এক্সপ্রেস নতুন ট্রেনের ভাড়া ও রুট সম্পর্কে বিস্তারিত🇧🇩Burimari express train details

চালু হলো বুড়িমারী_লালমনিরহাট_ঢাকা রুটেনতুন ট্রেন বুড়িমারী এক্সপ্রেস ।
বুড়িমারী এক্সপ্রেস (ট্রেন নং ৮০৯/৮১০) বাংলাদেশের আন্তঃনগর একটি ট্রেন। লালমনিরহাট জেলার বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করবে। বাংলাদেশের ঢাকা ও লালমনিরহাট জেলার মধ্যে আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন পরিষেবা।
৮০৯/৮১০নং বুড়িমারী এক্সপ্রেসকে সরাসরি বুড়িমারী পর্যন্ত চালানোর মতো সক্ষমতা না থাকায় আপাতত মূল ট্রেনটিকে ঢাকা-লালমনিরহাট-ঢাকা রুটে চালানো হবে এবং লালমনিরহাট-বুড়িমারী-লালমনিরহাট রুটে সংযোগকারী শাটল ট্রেন চলবে। উল্লেখ্য উক্ত শাটল ট্রেন লালমনিরহাট-বুড়িমারী রুটে চলাচলরত ৪৫৫ নং লোকাল ট্রেন এবং বুড়িমারী-লালমনিরহাট রুটে চলাচলরত ৭২ নং বুড়িমারী কমিউটার; উক্ত ট্রেনদ্বয়ের সাথে সংযুক্ত থাকবে।

বুড়িমারী এক্সপ্রেসের সংযোগকারী শাটল ট্রেন যেসব স্টেশনে যাত্রাবিরতি করবে:-

পাটগ্রাম

বড়খাতা

হাতিবান্ধা

তুষভান্ডার

মূল ট্রেন তথা বুড়িমারী এক্সপ্রেস যেসব স্টেশনে যাত্রাবিরতি করবে:-

লালমনিরহাট

কাউনিয়া জংশন

গাইবান্ধা

বোনারপাড়া জংশন

বগুড়া

সান্তাহার জংশন

নাটোর

ঈশ্বরদী বাইপাস (শুধুমাত্র ৮০৯ দাঁড়াবে)

ঢাকা বিমানবন্দর

#বুড়িমারী_এক্সপ্রেস #burimari_express

Комментарии

Информация по комментариям в разработке