প্রবাসী স্ত্রী স্বাধীন মাহমুদের পাল্লায় পরে, স্বামী সন্তান হারালো রুপনা।

Описание к видео প্রবাসী স্ত্রী স্বাধীন মাহমুদের পাল্লায় পরে, স্বামী সন্তান হারালো রুপনা।

অধিক সুখের আশায় প্রবাসী স্ত্রী স্বামী সন্তান দুটোই হারালো।
অপরাধ প্রকাশ খোরশেদ আলম :
পরকীয়ায় দ্বিতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হবার পর
জোর করে ডিভোর্স দিয়ে দেনমোহরের ১ লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে , সেই টাকা আবার রাস্তায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন, দারিয়াপুর গ্রামের,আলমগীর হোসেনের ছেলে, মো: স্বাধীন মাহমুদ ( আনু ২৯), একই গ্রামের আব্দুর রশিদ মিয়ার প্রবাসী ছেলের স্ত্রী,
এক সন্তানের মা রুপনা আক্তার (৩৫), পিতা রফিকুল ইসলাম,সাং আটআনি পাড়া,থানা: শ্রীবর্দী, জেলা: শেরপুর।
প্রথম স্বামীর একটি কন্যা সন্তান রয়েছে, স্বভাবগত কারণে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, যে কারণে পারিবারিক কলহ সৃষ্টি হয়, সেই সুত্র ধরে একই এলাকার যুবক, স্বাধীন মাহমুদ এর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে, দেবরদের কাছে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে যায়,এবং পুলিশের হাতে দুজনকে তুলে দেন, পরবর্তীতে তাদের দুজনের বিয়ের কাজ সম্পূর্ণ হয়।
পরবর্তীতে সাধীন মাহমুদ কৌশলে স্ত্রীকে নানির বাড়ি সিরাজগঞ্জ, বেড়াতে নিয়ে জোর অপূর্ব ডিভোর্স দিয়ে সে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ।
সরাসরি ভুক্তভোগীর মুখে ।
তবে এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে, স্বাধীন মাহমুদের নানী সম্পূর্ণ অস্বীকার করেন, এবং তার আরেকজন সজন তাৎক্ষণিক ফোন করে
বলেন মেয়েটি স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে দেনমোহর টাকা নিয়ে চলে গেছে, কেউ তার টাকা রাখেনি তার অভিযোগ মিথ্যা।

ঘটনার সত্যতা যাচাই করবে আইন বাহিনী ।

তবে সখিপুর বাড়ি থাকা সত্ত্বেও, নানির বাড়ি সিরাজগঞ্জ নিয়ে কেন স্ত্রীকে ডিভোর্স দিল,এ প্রশ্নটি থেকেই যাচ্ছে।

প্রবাসীদের ন্যায় বিচারের জন্য একটা আইন পাস করা হোক। এমন স্ত্রীর জন্য অনেক প্রবাসী সর্বস্বান্ত।

অপরাধ প্রকাশ চ্যানেল খোরশেদ আলম, 01781289261,টাঙ্গাইল
০১/১০/২৪

Комментарии

Информация по комментариям в разработке