যুক্তরাষ্ট্রে অভিনব আমিশ জনগোষ্ঠী | গাড়ি, বিদ্যুৎ, মোবাইল ছাড়া জীবন | প্রবাসী টিভি

Описание к видео যুক্তরাষ্ট্রে অভিনব আমিশ জনগোষ্ঠী | গাড়ি, বিদ্যুৎ, মোবাইল ছাড়া জীবন | প্রবাসী টিভি

এই ভিডিওতে বিরক্তির কারণ আছে। এর বিপরীতে, আপনি উপভোগ করেছেন কী, কোনটা আপনার কাছে ভালো লেগেছে, জানাতে পারেন।

আমিশদের ক্যামেরায় কথা বলা বারণ। অনেক অনুরোধে পরিবারের বড়কর্তা হেনরির সম্মতি পেলাম, কথা বলবেন তিনি। তবে, সরাসরি ক্যামেরায় নয়। হেনরির ছেলেও হেনরি, নাতিও হেনরি।

আমিষরা খৃস্টান। গুগল করে যতদূর জেনেছি, ধর্মের কারণে ইউরোপ থেকে তাদের প্রথম দলটি আমেরিকায় আসে ১৭১৭ খৃস্টাব্দে। পেনসিলভানিয়া স্টেটে সবচেয়ে বেশি আমিশের বসবাস। আমি গিয়েছিলাম ওয়েস্টার্ন নিউ ইয়র্কের ক্যাটারোগাস কাউন্টিতে।

আধুনিকতাকে জীবনযাপন থেকে যতো দূরে রাখা সম্ভব, আমিশরা সেই অনুশীলন করে। সরকারী সুযোগ সুবিধা যতোটুকু না নেয়া যায়। থানা, পুলিশ, আদালতে যায় না তারা।

এই ভিডিওতেও কোনো গবেষণাকাজ নেই। আগেভাগে জেনে গিয়ে কাজ করা হয়না আমার। সবসময়ের মতো, কারো সঙ্গে কোথাও ঘুরতে যাই, তাৎক্ষণিক যা পাই ক্যামেরায় তুলে আনি। স্বতঃস্ফূর্ত।

Комментарии

Информация по комментариям в разработке