SSC রসায়ন ৪র্থ অধ্যায়ের MCQ সমাধান | SSC Chemistry Chapter 4 MCQ Solve | Delowar Sir

Описание к видео SSC রসায়ন ৪র্থ অধ্যায়ের MCQ সমাধান | SSC Chemistry Chapter 4 MCQ Solve | Delowar Sir

SSC রসায়ন ৪র্থ অধ্যায়ের MCQ সমাধান | SSC Chemistry Chapter 4 MCQ Solve | Delowar Sir

শীটগুলো শুধুমাত্র 2021 সালের SSC ব্যাচের জন্য। তবে অন্যরাও চাইলে নিতে পারেন।
আপনাদের যেগুলো দেয়া হবেঃ
১ শীট ,২। পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের সাজেশন ও এর উত্তর (PDF File)
******
মনে রাখবেন, মেধাবীরা বেশী পরীশ্রম দিয়ে পড়েনা। তারা স্বল্প পরীশ্রম এবং বিভিন্ন টেকনিক প্রয়োগ করে পড়াশোনা করে। তাই আমি বলতে চাই যে, শত শত mcq নয় বরং 20 থেকে 25 ক্যাটাগরির mcq জেনে এবং একটা অধ্যায় থেকে সৃজনশীলে ঠিক কীরকম প্রশ্ন হয় তা জেনে উত্তর করলে আপনি আপনার পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে পারবেন আমার দেওয়া হ্যান্ডনোট এবং সাজেশন এর মাধ্যমে ইনশাআল্লাহ। আর হ্যাঁ mcq শীটগুলো কতটা তথ্যবহুল তা ডেমো দেখলেই আন্দাজ করতে পারবেন।
*************
শীটের ডেমো
রসায়ন ৫ম অধ্যায়ঃ https://drive.google.com/file/d/1zYEi...
পদার্থ ২য় অধ্যায় ঃ https://drive.google.com/file/d/1zZ6a...
**********************
সাজেশনের ডেমো
রসায়ন https://drive.google.com/file/d/1zlq5...
জীববিজ্ঞান ঃ https://drive.google.com/file/d/1mjFa...
পদার্থবিজ্ঞান ঃ একসাথে উত্তর দেয়ার সময় দিয়ে দিবো।
সাজেশনের উত্তরের ডেমো দিলাম না কেননা একসাথে উত্তর দেয়ার সময় দিয়ে দিবো।
*************************
আমি বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো খুব ভালো মত পর্যবেক্ষণ করে তারপর এই mcq শীট গুলো প্রস্তুত করেছি। আশা করি আপনারা এই শীট গুলো থেকে শতভাগ প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। শীটের সাথে প্রাইভেট কিছু ভিডিও আপনাদের জন্য বরাদ্দ থাকবে যা একদম ফ্রি।
********************************
প্রিয় ছাত্রছাত্রীরা, শীটগুলো প্রস্তুত করতে সত্যি বলতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কেননা বেশকিছু বই, গাইড এবং সাপ্লিমেন্ট একত্রিত করে এগুলো প্রস্তুত করতে হয়েছে। তাই শীটগুলো পাওয়ার জন্য আপনাদের সামান্য অর্থ খরচ করতে হবে।

পদার্থবিজ্ঞান ও রসায়নবিজ্ঞান এর MCQ এবং পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের সাজেশন ও এর উত্তরের জন্য ৩১ ই অক্টোবরের মধ্যে পেমেন্ট করলে
250 টাকা, ৩১ তারিখের পর নিলে 450 টাকা।
বি.দ্র. জীববিজ্ঞানের MCQ নিশ্চিত করে বলা যায়না যে কোন টপিক থেকে হবে তাই এটির MCQ বানাইনা।

*******************
টাকা পাঠানোর নিয়ম -ঃ
১. প্রথমে 01842526211 এই নম্বরে বিকাশ অথবা নগদ থেকে 250 টাকা সেন্ড মানি করবেন। এই লাইনটি আবার পড়ুন। বিকাশ অথবা নগদ থেকে পেমেন্ট করবেন না, দোকানদারকে গিয়ে বলবেন এই নম্বরে সেন্ড মানি করুন।

২. টাকা পাঠানোর পর নিচের দেওয়া লিংক থেকে ফেসবুক গ্রুপে রিকুয়েস্ট পাঠাবেন। কেননা গ্রুপেই আপনাদের জন্য শীটগুলোর লিংক দেওয়া থাকবে। শীট দেওয়ার জন্য এতকিছু করার কারণ একটাই যে,
শীটগুলো যারা কিনবে শুধু তারাই দেখতে পাবে, অন্য কারো কাছে এই লিঙ্ক কাজ করবেনা, কেননা সবার জন্য আলাদা আলাদা এক্সেস এর প্রয়োজন হবে যা ফেসবুক গ্রুপে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ফেসবুক গ্রুপ লিংকঃ- https://www.facebook.com/groups/27453...

৩. আপনার মোবাইল নম্বর ( যে কোন নম্বর) থেকে 01842526211 এই নম্বরে নিম্নলিখিত পদ্ধতিতে একটি মেসেজ পাঠাবেন।
*******************
Name..........(আপনার নাম)
Payment Number.......(যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন)
Facebook Id name..... (যে ফেসবুক আইডি থেকে ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছে)

***********************
প্রিয় ছাত্রছাত্রীরা,
আপনারা আপনাদের কাছে শীটগুলো 31 তারিখ পাবেন। যা ফেসবুক গ্রুপে দেওয়া হবে।
এবার নিশ্চয় আপনার মাথায় প্রশ্ন আসছে যে, স্যার 31 তারিখ তো অনেক দেরী হয়ে যায়। আমাদের তো 14 তারিখ পরীক্ষা রয়েছে। নো টেনশন,
শীট গুলা এমন ভাবে প্রস্তুত করা হয়েছে যে, আপনি একটি শীট কে একদিন সময় দিলেই যথেষ্ট।
*******************
আপনার মেসেজ পেয়েই আমি আপনাকে ২-৩ ঘন্টার মধ্যে গ্রুপে approve করব তাই আমাকেক আর কল দেওয়ার প্রয়োজন হবে না। তারপরও যদি বেশি প্রয়োজন মনে হয় তাহলে ওপরের নাম্বারে কল দিয়েন।
******************
পদার্থ ও রসায়নের যে অধ্যায়গুলোর শিট দেওয়া হবে ঃ-
১. রসায়ন বিজ্ঞান
(৩য় + ৪র্থ + ৫ম + ১১অধ্যায়)

পদার্থবিজ্ঞান
২. ১ম অধ্যায় +২য় + ৪র্থ +৮ম +১১অধ্যায়)

Комментарии

Информация по комментариям в разработке