Life story of Singer Andrew Kishore, সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর এর জীবন কাহিনী,

Описание к видео Life story of Singer Andrew Kishore, সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর এর জীবন কাহিনী,

এন্ড্রু কিশোর একজন বাংলাদেশী গায়ক।তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। যেজন্য তিনি 'প্লেব্যাক সম্রাট' নামে পরিচিত। এন্ড্রু কিশোর আব্দুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সঙ্গীত শিখতে শুরু করেন। মুক্তিযুদ্ধের পর এন্ড্রু কিশোর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গান রেডিওতে গায়তে শুরু করেন ।
এন্ড্রু কিশোরের ১৯৭৭ সালে মেইল ট্রেন চলচ্চিত্রের "অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ" গানের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় । তার রেকর্ডকৃত দ্বিতীয় গান এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের "ধুম ধারাক্কা"। তবে প্রতীজ্ঞা চলচ্চিত্রের "এক চোর যায় চলে" গানে প্রথম দর্শক তার গান শুনে এবং গানটি জনপ্রিয়তা লাভ করে।

Комментарии

Информация по комментариям в разработке