জব্বারের বলীখেলা || ১১৩ তম আসরের চ্যাম্পিয়ন জীবন বলী || চট্টগ্রামের ঐতিহ্য

Описание к видео জব্বারের বলীখেলা || ১১৩ তম আসরের চ্যাম্পিয়ন জীবন বলী || চট্টগ্রামের ঐতিহ্য

চটগ্রামের একটি ঐতিহাসিক ও জনপ্রিয় প্রতিযোগিতা হলো জব্বারের বলীখেলা।

ব্রিটিশবিরোধী আন্দোলনে মানুষকে উজ্জীবিত করতে ও যুবকদের মনোবল বাড়ানোর জন্যে, ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনী ব্যবসায়ী, আবদুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতা চালু করেন।

সোমবার (২৫শে এপ্রিল) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির চত্বরে, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৩তম আসরের আয়োজন করা হয়।

এই বলীখেলায় এবার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে মোট ৭২ জন বলী অংশ নেন।

বলী খেলার যে রিং বানানো হয়েছে এটি ২০ বাই ২০ হাতের।

ফাইনালের শুরু থেকে দর্শকরা দুভাগে বিভক্ত হয়ে চকরিয়ার জীবন, ও কুমিল্লার শাহজালাল বলীর পক্ষে, পাল্টাপাল্টি স্লোগান দিতে শুরু করেন দর্শকরা। জীবনের কাছে শেষে শাহজালাল ধরাশায়ী হন। শেষ মুহূর্তে পয়েন্ট ভিত্তিতে তারিকুল ইসলাম জীবনকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন, খেলার প্রধান রেফারি সাবেক কাউন্সিলর আবদুল মালেক।

২০১৯ সালের সর্বশেষ আসরে রানার্স আপ হয়েছিলেন তিনি।

আসরের চ্যাম্পিয়ন বলী সম্মানী হিসেবে পান ট্রফিসহ নগদ ২৫ হাজার টাকা। রানার্সআপ শাহজালাল পান ট্রফিসহ নগদ ১৫ হাজার টাকা। তৃতীয় স্থান অর্জনকারী বলীর পান নগদ ৬ হাজার টাকা এবং চতুর্থ স্থান অর্জনকারী বলী পান নগদ ৫ হাজার টাকা।

এছাড়া প্রথম রাউন্ডে জয়ী ৪০ জনকে এক হাজার টাকা করে দেওয়া হয়।

Комментарии

Информация по комментариям в разработке