#শঙ্খচূড়_বধ

Описание к видео #শঙ্খচূড়_বধ

পরিচালনায়--- বুন্দাইনগর বিবেকানন্দ সেবা সংঘ, #বুন্দাইনগর (মাঠপাড়া), নওদা, মুর্শিদাবাদ।
যোগাযোগ--- 76 99 76 49 76 #Nirmal__Mondal

নমস্কার, সুধী দর্শকমন্ডলীদের জানাই আমাদের দলের পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন।

   মা শীতলা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি এক অশ্রুসজল পৌরাণিক যাত্রাপালা।

দল ম্যানেজার-- বিপ্লব মন্ডল

দলপতি-- কুনাল বিশ্বাস

পরিচালনায়-- বুন্দাইনগর বিবেকানন্দ সেবা সংঘ

তবলায় সহযোগিতা করছেন— সুকান্ত প্রামাণিক

অর্গ্যান মাস্টার-- পরিতোষ হালদার

অক্টোপ্যাডে-- কৌশিক হালদার

সাউন্ড পরিবেশনায়—প্রসেনজিৎ হালদার

   ব্রজেন্দ্র কুমার দে রচিত এবং নির্মল মণ্ডল নির্দেশিত পৌরাণিক যাত্রাপালায় বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন—

নারায়ণের ভূমিকায়-- বচ্চন মন্ডল

দেবাদিদেব মহেশ্বরের ভূমিকায়-- প্রণব মন্ডল

ধর্মের ভূমিকায়-- অতীশ মন্ডল

পূজারী ব্রাহ্মণের ভূমিকায়-- অভিজিৎ বিশ্বাস

রাজা ধর্মধ্বজের ভূমিকায়-- মন্টু বারিক

রাণী মাধবীর ভূমিকায়-- নীতিশ মন্ডল

রাজপুরুষ কঙ্কনের ভূমিকায়-- বিপ্লব মন্ডল

দানব সেনাপতি ছত্রশালের ভূমিকায়-- মিন্টু মন্ডল

সতী তুলসীর ভূমিকায়-- মানব মন্ডল

দানব সম্রাট শঙ্খচূড়ের ভূমিকায়-- কুনাল বিশ্বাস

       যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত৷
       অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্৷৷

       পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্৷
       ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে৷৷


যুগে যুগে কত অত্যাচারী দস্যু, কত ক্ষমতা প্রদীপ্ত দানব নারায়ণের নাম লোপ করার চেষ্টা করেছে... তবুও ভগবান নারায়ণের নাম পৃথিবী থেকে বিলীন হয়ে যায় নি.... যায়নি কারণ বিল্বনের মত অজস্র ভক্ত তাঁকে বুকে আশ্রয় দিয়েছে। তাই নারায়ণ ভক্ত বিল্বনকে নারায়ণ বিদ্বেষী দানবের হাতে শত অত্যাচার সহ্য করতে হয়।

ভয়ংকর.....ভয়ংকর সেই শক্তিশালী দৈত্য যে ভেঙে দিয়েছে অসংখ্য দেব রমণীর কঙ্কের বড়াই, বসিয়েছে শত শত দেবরমণীর ঘরে ঘরে কান্নার রোল....সেই ভয়ংকর দানব কঠিন তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন। ফলে ব্রহ্মা তাকে অদম্যতার বর এবং সাথে বিষ্ণু-কবচ দেন। তিনি দৈত্যকে আশীর্বাদ করেছিলেন যে যতদিন এই বিষ্ণু-কবচ তাঁর শরীরে থাকবে, কেউ তাঁকে হত্যা করতে পারবে না।

এদিকে বিদিশার রাজা ধর্মধ্বজের পালিত পুত্র কঙ্কন মনে মনে ভালোবেসে ফেলে তুলসীকে যে তুলসী কিনা ধর্মধ্বজেরই কন্যা। তবে তুলসী চাই চতুর্ভুজরূপী নারায়ণের চরণযুগল সেবা করতে। এমন এক সময় সেই ভয়ংকর দৈত্য তুলসীকে হরণ করে নিয়ে যায় সয়ংম্বর সভা থেকে।

দৈত্য এবং তুলসীর বিবাহ সম্পন্ন হয়। তিনি ধর্মের নিয়ম ধর্মীয়ভাবে পালন করতেন কিন্তু সম্প্রদায়ের স্বার্থে ভুল এবং পাপ করার প্রবণতাও ছিল। অতএব, তিনি জগতের উপর বিজয়ের পর, তিনি বিভিন্ন স্বর্গীয় রাজ্য থেকে দেবতাদের বিতাড়িত করেছিলেন। মহাবিশ্বকে উদ্ধার করার জন্য, শিব দৈত্যকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু দৈত্যের উপর একটি বর ছিল যে, তার স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট না হলে তাকে কেউ বধ করতে পারবে না। তাই বিষ্ণু তার আসল রূপে আবির্ভূত হন এবং দৈত্যরূপে তুলসীর সাথে সংগম করে তুলসীর সতীত্ব নষ্ট করেন। এভাবেই সেই ভয়ংকর দৈত্যকে হত্যা করার সুযোগ হয়।

তুলসী রাগ ও দুঃখে বিষ্ণুকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দিলেন। বিষ্ণু পাথরে পরিণত হন এবং গন্ডকী নদীর তীরে বসবাস করেন। মানুষ ও ভক্তরা একে শালগ্রামের অংশ বলে মানেন।

আমাদের এই যাত্রাটি বোলান যাত্রাপালা, তাই সব দৃশ্যকে সমানভাবে উপস্থাপন করা হয়নি। দর্শকমণ্ডলী, আপনারা ভুল-ত্রুটি ক্ষমাদৃষ্টিতে দেখে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, বইটি বেঁধেছেন - Nirmal Mondal

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংহসদেবের শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে, বাগদেবীকে কন্ঠে ধারণ করে, মা শীতলা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি ব্রজেন্দ্রকুমার দে রচিত এবং নির্মল মণ্ডল নির্দেশিত পৌরাণিক বোলান যাত্রাপালা "শঙ্খচূড় বধ" ।।

#Bolan_gan_2023
#gajon_gan_2023
#বোলান_গান_2023
#jatra_gan
#bolan_gan
#Bolan_Jatra_2023
#Nirmal_Bangla_Niketan
#Nirmal_Mondal
#Shankhochur_Badh

Комментарии

Информация по комментариям в разработке