তবু চাঁদাবাজি ছাড়বো না,| Bd song| Trending song |Viral song 🎵 ♥️
Lyrics: AI bangla song
কোনো বিদেশির হাতে দেশটা দেবো না,
তবু চাঁদাবাজি ছাড়বো না—
চাঁদার টাকা তুলেই বিদেশে পাঠাবো,
দেশে গিয়ে বাকি কাজ সারবো।**
**পরিশ্রম করবো না, তবু চাঁদাবাজি ছাড়বো না,
চাঁদার টাকায় দেশে বানাবো বড় বাড়ি—
বিদেশে চলবে আমার সাজগোজের কারবার।**
**দেশ ভালো থাকুক–না থাকুক,
চাঁদাবাজির দমদম শব্দ চলবেই;
আপাদের কাছেই শিখেছি চাঁদার দণ্ড চালাতে।**
**একজন পালিয়ে গেছে ভারতে,
আরেকজন থাকে লন্ডনের শহরে—
জনগণের উপর কোনো বিশ্বাস নেই,
চাঁদার টাকায় তো ভাগই মেলে না হে।**
**টাকা তুলবো, ভাগ দিবো—
কি গিয়ে হয় দেশ–বিদেশে!
এবার দেবো না চাঁদা,
পেট ভরে খাবো আমরা— রূপচাঁদার দেশে।**
**চাঁদার রাজা চাঁদের ঘোড়া—
চড়ে বসে ঘুরি দেশ ঘুরে দিগন্ত পাড়া।
জনগণের ঘাম ঝরে, আমরা খাই তার ফল,
দেশ বাঁচাতে রাজনীতি— আড়ালে থাকে কল।**
**চাঁদার টাকায় গাড়ি চলবে,
রাস্তায় বাজবে হর্ন—
শ্রমিকের ঘরে ভাত নাই,
আমরা খাবো চাইনিজ আর বার্গার বন।**
**সোনার বাংলা সোনাই থাকে,
মানুষ থাকে রুটি ছাড়া,
চাঁদার নামে রক্ত ঝরে—
তবু চলে দণ্ড ধারালো ধারা।**
**রাজপথ ভরে পোস্টার টাঙাই,
চাঁদা না দিলে গলা চিপে ধরি,
বিরোধীরা কী বললো—
আমরা তাতে খুব কমই ধরি।**
**চায়ের দোকানে বসে বসে,
তুলবো লাখো টাকার বিল,
জনগণ দেখে ভাবে—
এই দেশটা যাচ্ছে কই, কে দিলো এই দলিল?**
**চাঁদার টাকায় বিদেশ ভ্রমণ,
দেখবো প্যারিস টাওয়ার,
ফিরে এসে আবেগ জাগিয়ে—
বলবো দেশটাই পাওয়ার।**
**গরিবেরা বলবে— ভাই, একটু ছাড়েন,
আমরা বলি— ‘না!’
চাঁদা ছাড়া বাঁচবো কীভাবে,
এই তো আমাদের চা।**
লন্ডনে থাকা ভাই বলবে—
টাকা পাঠা, কাজের দরকার,
দেশের ভিতর টাকা তুলবো—
আমরা তো আছি হাজার নেতা ।
চাঁদা ছাড়া চলবে না দিন,
চাঁদাই আমাদের ধর্ম কর্ম—
চাঁদার ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে
রাজনীতির কর্ম।
যে টাকা জনগণের,
তা উড়ে যায় বিদেশে—
কেউ বুঝে, কেউ দেখে,
কেউ চুপচাপ থাকে অদৃশ্য বেশে।**
**দু’জন মিলে নিলাম খেয়ে,
দশজনকে দিলাম ঝুলিয়ে,
পাঁচজন বললো— ওদের ছাড়ো,
তবু রাখলাম না, ধরে তুলিয়ে।**
**চাঁদার দাপট রক্তে মেশে,
দম নিতে চায় না মন,
দেশটা যেন বন্দি হয়ে থাকে—
এই চাঁদারই বন্ধন।**
**গরিবের ঘরে আগুন লাগে,
চাঁদার টাকা না পেয়ে
বস্তি দে পুড়িয়ে,
ফজা পাগলারা মজা মাড়ে
টোকাই যায় জেলে.
অসহায় মানুষ কাঁদে,
আমরা দেখি চাঁদের খাতা—
কার কত পাবে, কত দেবে।**
**দেশ বানাই পোস্টারে,
কাজ করি সেলফিতে,
চাঁদার টাকা ঢুকে যায়—
গোপন সেই ব্রিফকেসে।**
**এবার জনগণ বলছে— না,
চাঁদা আর দেব না ভাই,
আমরা বলি— ‘দেখো দেখি,
টাকা উঠবেই, এটাই চাই।’**
**পেট ভরে খাবো আমরাও,
আপনারা খেতে দিন,
দেশ যাবে কোথায়— ভাববেন না,
চাঁদাই চলাচলের বিন।**
**যে যায় লন্ডন, যে যায় দিল্লি—
সবাই চাঁদার চেনা মুখ,
দেশের মানুষ কাঁদে তবু—
বুকে জমে যায় দুখ।**
**এবার সবাই শপথ নিল—
চাঁদা আর নয়, যথেষ্ট হলো,
আমরা বলি— আচ্ছা ঠিক,
কিন্তু চাঁদা তুলে ফেলা— এই কাজটাও তো ভালো।**
**চাঁদার ঝড় থামবে কবে?
জানে না কেউই ঠিক,
যে রাজনীতি চাঁদায় চলে,
সে রাজনীতিতে লাগে দিক।
Информация по комментариям в разработке