#আরবি_কথোপোকথন #এসোআরবীশিখি #আরবিতে_কথাবলা @Mahadus Sunnah Chandpur
মাহাদুস সুন্নাহ মাদরাসা চাঁদপুর* একটি খালেস দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিজ্ঞ ওলামা-মাশায়িখের তত্ত্বাবধানে পরিচালিত একটি উচ্চতর ইসলামি শিক্ষা ও গবেষণাকেন্দ্র।
লক্ষ্য-উদ্দেশ্য:
আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যে হচ্ছে, একদল যোগ্য ও কর্মঠ আলিম/আলিমা পর্ষদ গড়ে তোলা, যারা বিশ্বব্যাপী দ্বীনের যেকোনো সেক্টরে কাজ করতে সক্ষম হবে। যাদের একজন হাজারও ব্যক্তির কাজ সম্পন্ন করে দেবে, ইলমি মাকাম হবে অত্যন্ত উঁচুমানের। তাহকিকগুলো হবে পুরাতন সিস্টেম ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শক্তিশালী উপায়ে সন্নিবেশিত, সংগঠিত। অন্ধ অনুসরণ ও গোঁড়ামি থেকে থাকবে সম্পূর্ণ মুক্ত । কাউকে বা কারো কথা গ্রহণ করতে হলে দলিলের আলোকেই করবে এবং বর্জন করতে হলেও দলিলের আলোকেই করবে। সর্বোপরি দ্বীন ও দাওয়ার সকল কাজের ক্ষেত্রে তারা যেন যোগ্য হয়ে ওঠে, সে প্রচেষ্টাই করা হয় আলহামদুলিল্লাহ।
শিক্ষা বিভাগসমূহ:
☑"ব্যতিক্রমধর্মী কুল্লিয়াতুশ শরিয়াহ বিভাগ"
☑ মাদানী নেসাব। "পুরুষ ও মহিলা শাখা"
(প্রথমবর্ষ-চতুর্থবর্ষ পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস)
☑ ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন।
☑ স্পেশাল মক্তব-নাজেরা ।
☑ ইকরা কিন্ডার গার্ডেন
☑ মিডিয়া-দাওয়াহ ও প্রকাশনা বিভাগ।
☑ বয়স্কদের দ্বীন শিখার বিশেষ কোর্স। (জেনারেল শিক্ষিতদের জন্য)
সিরাজদর্জিরমিল থেকে ১০০ গজ পূর্ব দিকে, বিষ্ণুপুর, চাঁদপুর সদর, চাঁদপুর।
যোগাযোগ- ০১৮৫৩৪৮৪৮০৭, ০১৬১১-৮৪৪০২৯
হাজারো মাদরাসা থাকতে আপনি কেন আপনার সন্তানকে মাহাদুস সুন্নাহ মাদরাসায় ভর্তি করাবেন? এর উত্তর জানতে ক্লিক করুন- / 16hhzp4wo1
এক নজরে মাহাদুস সুন্নাহ চাঁদপুর সম্পর্কে জানতে-
/ 16uen7txcq
ফেইসবুক পেইজ লিংক:
/ mahadussunnah
ইউটিউব চ্যানেল লিংক:
/ @mahadussunnahchandpur
এই নববি উদ্যানের ইলমে নববির ছাত্রদেরকে আলিম হিসেবে গড়ে তুলতে (যাকাত/ফিৎরা ও সাধারণ অনুদান প্রদানে) আপনার দানের হাতকে বাড়িয়ে দিন!
প্রতিটি জেলায় কয়েকটি এমন প্রতিষ্ঠান গড়ে উঠা খুবই প্রয়োজন। যেখানে শুধু শিক্ষাই নয়; থাকবে দীক্ষারও বাস্তব রুপায়ন। যেখানে থাকবে কাটছাঁটের পরিবর্তে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর সমগুরুত্ব। চিন্তা-চেতনায় সেখান থেকে গড়ে উঠবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ- ও মাহমুদ হাসান দেওবন্দি এর মত যুগ পরিবর্তনের বিপ্লবী চেতনা লালনকারী একদল যুবক। যারা হবে আদর্শে মিল্লাতে ইবরাহিমের অনুসারী ও সুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুগামী। যারা অন্ধ অনুসরণ ও গোড়ামিবাদ থেকে পূর্ণ মুক্ত হবে। যারা কাউকে গ্রহণ করতে হলে দলিলের আলোকেই করবে এবং কাউকে বর্জন করতে হলেও দলিলের আলোকেই করবে। যারা জাতীয়তাবাদ, গোত্রপ্রীতি, তাগুতপ্রীতি, সংকীর্ণতা, হঠকারিতা ইত্যাকার নিন্দনীয় বিষয়াবলি থেকে যোজন যোজন দূরে অবস্থান করবে। দ্বীনের সঠিক আহ্বান পৌঁছাতে তাঁরা হবে দ্বীনের আদর্শ সৈনিক। দ্বীনের জন্য যেকোনো ধরনের জুলুম-নির্যাতন ও অত্যাচার-নিপীড়ন অম্লান বদনে মেনে নেওয়ার দৃঢ় মানসিকতাসম্পন্ন । এক কথায় দ্বীনের আদর্শ লালনে তারা হবে আপোষহীন। পাশাপাশি ইলম-আমল-আখলাকে তাঁরা সর্বোচ্চ স্তরে অবস্থান করবে। তাদের ইলম হবে তাহকিকপূর্ণ, শুধু শ্রবণনির্ভর নয়। আমল হবে ইখলাসপূর্ণ, বিদআতনির্ভর নয়। আখলাক হবে হৃদ্যতাপূর্ণ, নিফাকনির্ভর নয়। যেখান থেকে গড়ে উঠবে নবীন আলিমদের এমন একঝাঁক সাহসী লোক, যারা দ্বীনের ব্যাপারে হবে যেমনই দক্ষ, সাহসিকতা ও হিম্মতের ক্ষেত্রেও হবে তুলনাহীন ও দুর্দান্ত।
যেখান থেকে গড়ে উঠবে একদল যোগ্য ও কর্মঠ আলিমপর্ষদ, যারা দ্বীনের যেকোনো সেক্টরে কাজ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। যাদের একজনই বহু ব্যক্তির কাজ সম্পন্ন করে দেবে। যাদের ইলমি মাকাম হবে অত্যন্ত উঁচুমানের। তাহকিকগুলো হবে পুরাতন সিস্টেম ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শক্তিশালী উপায়ে। যারা অন্ধ অনুসরণ ও গোঁড়ামিবাদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। যারা কাউকে বা কারো কথা গ্রহণ করতে হলে দলিলের আলোকেই করবে এবং বর্জন করতে হলেও দলিলের আলোকেই করবে। জাতির এই দুর্দিনে এমন কিছু মাদরাসা প্রত্যেক জেলায়ই বড্ড প্রয়োজন। এসব বিষয়কে সামনে রেখেই মাহাদুস সুন্নাহ মাদরাসা 'চাঁদপুর' এর পদার্পণ।
অনুদান পাঠাতে-
ISLAMI BANK BANGLADESH PLC
Account Number
20501340206543702
Account Name
Al Amin SAKI
CHANDPUR BRANCH
DUTCH BANGLA BANK LTD
Account Number
7017344093242
Account Name
AL AMIN SAKI
AGENT BANKING
CHANDPUR BRANCH
01853484807
বিকাশ নগদ রকেট পার্সোনাল
Keywords:
আরবিতে কথা বলার কৌশল, আরবি কথোপকথন, সহজ আরবি ভাষা শিক্ষা, সহজে আরবিতে কথা বলি, আরবিতে দুই বন্ধুর কথোপকথন,কুরআনের ভাষা শিক্ষা, আরবি শিক্ষা, আরবি ভাষায় কথা, arbite Kotha bolar upay, Arabic language expert, Arabi Bhasha Kotha, abu taher misbah,
الحوار العربي,
تعلم اللغة العربية,
كيف تتكلم بالعربية,
تكلم بالعربية بسهولة,
حوار بين صديقين,
المحادثة العربية,
Tags:
#আরবি_ভাষা_শিক্ষা #আরবি_কথোপোকথন #আরবিতে_কথা_বলার_কৌশল #Speak_Arabic #Learn_Arabic #arabic_language_practice #আরবি_কথোপোকথন #আরবি_ভাষা_শিক্ষা #Arabic_Conversstion #speak_arabic #speak_arabic_easy #speak_arabic #আরবি_ভাষা_শিক্ষা #الحوار #কথোপকথন
Информация по комментариям в разработке