আনন্দপথ-৪৯৫ "আদ্যা স্তোত্র"কে নিত্যসঙ্গী করুন। Make "Adya Stotra" your daily companion

Описание к видео আনন্দপথ-৪৯৫ "আদ্যা স্তোত্র"কে নিত্যসঙ্গী করুন। Make "Adya Stotra" your daily companion

#anup_b_acharya
#anandapath_495
#spiritual_motivational_talks_bangla


প্রয়োজনে 9836763214 নম্বরে বিকেলে (৪-৬) ফোন করতে পারেন, যখন তখন নয়।



Make "Adya Stotra" your daily companion

"আদ্যা স্তোত্র"কে নিত্যসঙ্গী করুন।



অলৌকিক ভারতবর্ষ। সুপ্রাচীন কাল থেকে এদেশে আত্মতত্ব অনুসন্ধানের জন্য আন্তরিক ভাবে কাজ করে এসেছেন সাধু ঋষিগণ। সাধারণ মানুষও সমাজের মধ্যে ধর্মীয় পরিবেশে ধর্মীয় কাজ করে এসেছেন বহু প্রাচীন কাল থেকেই। পূজা অর্চনা, জপ তপই সমাজে মানুষের কাছে আদরণীয় কাজ।

আদ্যাশক্তি মহামায়া‌, দেবীশক্তি মা আদৃতা। তিনিই এই জগতের পালন কর্ত্রী । এই আ্দ্যা মা-ই ইন্দ্রাণী, বিমলা, বিরজা, কামাখ্যা, কালিকা, দুর্গা, চন্ডী, জগদ্ধাত্রী- নানা রূপে দেশে দেশে পূজিতা। আদ্যা মায়ের স্তব ‌নিয়মিত পাঠ করলে ভক্তের অশেষ কল্যাণ সাধিত হয়। আজকের আলোচনায় সেই বিষয়টাই বিশেষভাবে নিবেদিত হয়েছে। সবটা শুনে দেখুন কেমন লাগে।


আনন্দপথ ভারতীয় ধর্মীয় সংস্কৃতি বিষয়ক এক আলোচনা মঞ্চ। বেদ, উপনিষদ, পুরাণ, সিদ্ধপুরুষ ও মহাপুরুষদের বিভিন্ন লেখায় ছড়িয়ে রয়েছে এদেশের ধর্মীয় সংস্কৃতির অসংখ্য সূত্র। সেসবের পুনরালোচনা করা আমাদের কাজ। এই কাজে আমাদের সঙ্গী হোন।

Комментарии

Информация по комментариям в разработке