বাজরিগার পাখি কত মাস বয়সে ডিম দেয় এবং কত দিনে ডিম ফুটে|বাজরিগার পাখি পালন A to Z.

Описание к видео বাজরিগার পাখি কত মাস বয়সে ডিম দেয় এবং কত দিনে ডিম ফুটে|বাজরিগার পাখি পালন A to Z.

বাজরিগার পাখি কত মাস বয়সে ডিম দেয় এবং কত দিনে ডিম ফুটে|বাজরিগার পাখি পালন A to Z.

আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন বাজরিগার পাখি কত মাস বয়সে ডিম দেয়, বাজরিগার পাখির ডিম ফুটতে কতদিন সময় লাগে, বাজরিগার পাখি কত দিন বয়সে অ্যাডাল্ট হয়, কত মাস বয়সের পাখি জোড়া দেয়া ভালো, বাজরিগার পাখির জন্য কেমন হাঁড়ি ভালো, খাঁচায় হাড়ি কিভাবে লাগাবো ইত্যাদি। তাই আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো। budgerigar pakhi koto dine dim day, koto dine budgerigar pakhir dim fote, budgerigar pakhi palon, buzzigar pakhi palon.

বাজরিগার পাখি সাধারণত চার মাসের বেশি বয়সে এডাল্ট হয়, তবে এদের জোড়া দেয়ার উপযুক্ত বয়স হতে আরো দুই তিন মাস সময় লেগে যায়। তাই বাজিগার পাখি জোড়া দেয়ার উপযুক্ত বয়স হচ্ছে ছয় মাস। আপনারা সবাই ছয় মাস বয়সের পাখিকে জোড়া দিবেন। ছয় মাসের কম বয়সী পাখি জোড়া দিলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন পাখির ডিম আটকে যেতে পারে, মা পাখিটি মারা যেতে পারে, পাখি ডিমে তা নাও দিতে পারে ইত্যাদি। আপনারা যদি ছয় মাস বয়সে বাজরিগার পাখিকে জোড়া দেন তাহলে ওরা ৭-৮ মাস বয়সে ডিমে চলে আসবে। এবং কোনরকম সমস্যা ছাড়াই ভালোভাবে ডিম বাচ্চা করবে।

সাধারণত পাখি ডিম দেয়ার ১৭ দিন পর ডিম ফুটে ছানা বের হয়। বাজরিগার পাখি একদিন পরপর ডিম দেয়। তাই বাচ্চাগুলোও একদিন পরপর ফোটে। আপনারা ডিম পাড়ার তারিখ গুলো লিখে রাখলে ডিম ফোটার তারিখগুলো সহজেই জানতে পারবেন। এছাড়া আপনাদের আরো একটি প্রশ্ন থাকে বাজিগার পাখির জন্য কোন সাইজের হাঁড়ি ব্যবহার করব এবং কীভাবে হাড়ি সেটআপ করবো। বাজরিগার পাখির জন্য আপনারা একটু বড় সাইজের হাঁড়ি ব্যবহার করবেন। কারণ বাজরিগার পাখি একসাথে অনেক বেশি বাচ্চা দেয়। হাঁড়ি যদি ছোট হয় তাহলে এই একটি হাঁড়ির ভিতরে এতগুলো বাচ্চা ও মা পাখি থাকতে পারবে না। তাই আপনারা বাজরিগার পাখির জন্য একটু বড় হাঁড়ি ব্যবহার করবেন।budgies,bodri pakhi,love bird.

আপনাদের আরো একটি কমন প্রশ্ন থাকে কোন খাবার দিলে বাজরিগার পাখি বেশি বেশি ডিম বাচ্চা করবে? বাজরিগার পাখির আদর্শ সিডমিক্সে লাল মিলেট, সাদা মিলেট, কালো মিলেট, গুজি তিল, সূর্যমুখী ফুলের বীজ, ক্যানারি, তিসি, চিনা, কাউন ইত্যাদি দিয়ে সিডমিক্স তৈরি করলে বাজিগার পাখি বেশি বেশি ডিম বাচ্চা করবে। এছাড়া খাঁচার ভিতরে একটি ক্যাটেল ফিস বোন, একটি মিনারেল ব্লগ ও হাতে তৈরি গ্রিড দিয়ে রাখবেন। তাহলে আপনাদের পাখি অনেক বেশি বাচ্চা করবে এবং পাখির স্বাস্থ্য ভালো থাকবে, বাচ্চাও ভালো মানের তৈরি হবে।
এছাড়া আপনাদের আরো একটি কমন প্রশ্ন থাকে বাজরিগার পাখি ব্রিডিং করে না কেন বাজরিগার পাখির ডিম দেয় না কেন? এর প্রধান কারণ হচ্ছে আপনার যদি পাখির সংখ্যা কম থাকে অথবা পাখির সেটআপ ঠিক না থাকে তাহলে পাখি ডিম বাচ্চা করতে চায় না। তাই আপনারা চেষ্টা করবেন সর্বনিম্ন দুই তিন জোড়া পাখি রাখতে এবং পাখির সেটআপটা যথাসম্ভব উপরে তৈরি করতে। তাহলে আর আপনারা এই সমস্যায় পড়বেন না।
#budgies
#lovebird
#বাজরিগার
#budgerigar

Комментарии

Информация по комментариям в разработке