যশোর চৌগাছা গরুর হাট থেকে, জানাচ্ছি গাভী গরুর দাম
----------------#বিসমিল্লাহি রহমানির রহিম#----------------
_ _ _ _ _ _ __________________________ _ _ _ _ _ _ --------#আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ#-------
_ _ _ _ _ _ _ _ _____________________ _ _ _ _ _ _ _ -------------------------#সজ্জিতো টিভি#------------------------
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
------------------#আমি মোঃ রাজিব হোসেন-------------
সম্মানিত প্রিয় ভিউয়ার্স
আমার এই চ্যানেলে, বিভিন্ন খামারের প্রতিবেদন দিয়ে থাকে, ও বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত গরু ছাগলের, চিকিৎসার বিষয়ে প্রতিবেদন দিয়ে থাকে, ও কৃত্রিম প্রজননের বিষয়ে প্রতিবেদন দিয়ে থাকে, ও প্রান্তিক খামারিদের সফলতা অর্জনের প্রতিবেদন দিয়ে থাকে,
তাছাড়া
যে সমস্ত প্রিভিয়াস, বিভিন্ন গরুর হাটের ক্রয় বিক্রয় মূল্য জানার জন্য আগ্রহী, সেই সমস্ত প্রিভিয়াস দের জন্য, বিভিন্ন গরুর হাটের ক্রয়-বিক্রয় মূল্য নিয়ে ভিডিও আপলোড দেয়া হয়,
আমরা জানি আমাদের বাংলাদেশে ছয় ঋতুর দেশ, যেহেতু দুই মাস পর পর ঋতু পরিবর্তন হয়, এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে, গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে থাকে, অভিজ্ঞ ডাক্তার গন, গরু-ছাগল হাস-মুরগীর যে সমস্ত চিকিৎসা করেন, আমরা ঐ সমস্ত চিকিৎসা ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে উপস্থাপন করি,
গরুর জাত উন্নয়নে যা জানা জরুরী তা আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশে গবাদিপশু তথা গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালনে লাভবান হওয়ার অন্যতম উপায় হল দুদ্ধ খামারে জাত উন্নয়ন। আসুন জেনে নেই গরুর জাত উন্নয়নে যা জানা জরুরী সে সম্পর্কে-
গরুর জাত উন্নয়নে যা জানা জরুরীঃ
১। কোন বুল বা ষাঁড়ের সিমেন বা বীজ দিলেন তা রেকর্ড রাখতে হবে যেন এই সিমেন যে গাভীকে দেওয়া হল তার কোন ভবিষ্যত বংশধরের মধ্যে না পড়ে।
২। এ.আই কর্মীকে প্রশ্ন করে জানতে হবে সে কোন কৌলিকগুণ সম্পন্ন বুলের সিমেন নিয়ে এসেছে। বুলের সিমেনের পিডিগ্রি, জেনমিক হিস্ট্রি মানে সহজ কথায়ওঁর বুলের মা’এর দিকের দুধ দানের সক্ষমতা কেমন তা জানতে হবে।
৩। খেয়াল রাখতে হবে যেন গাভীর বাচ্চা ৭৫% ফ্রিজিয়ানের উপর না হয়।
৪। প্রাইভেট সিমেন কোম্পানীদের বুলের পিডিগ্রি এবং জেনমিক হিস্ট্রি দিতে হবে। এ. আইকে প্রশ্ন করে জানতে হবে।
৫। যাদের সিমেন সংগ্রহের নাইট্রোজেন জার আছে তারা চেস্টা করুন ভাল সিমেন সংগ্রহ করে স্টকে রেখে দেবার। একটা নাইট্রোজেন জার সংগ্রহে রাখা অত্যান্ত জরুরী।
৬। গাভীকে কত ভাগ সিমেন দিতে হবে সেটা নির্ভর করে গাভীর বর্তমান অবস্থানের উপর। যে গাভী ১০ লিটার দুধ দিচ্ছে ধরে নিন সেটা ৩৭.৫% ফ্রিজিয়ান , যেটা ১৫-১৮ লিটার দুধ দিচ্ছে ধরে নিন সেটা ৫০% ফ্রিজিয়ান, যেটা ২০-২৫ লিটার দুধ দিচ্ছে ধরে নিন সেটা ৭৫% ফ্রিজিয়ান। যেটা ২৫(+) দুধ দিচ্ছে ধরে নিন সেটা ৭৫% ফ্রিজিয়ানের উপরে আছে । এই ধরে নেয়াটা বিতর্কিত কিন্তু উপায় নেই, এভাবেই রেকর্ড রাখা শুরু করতে হবে।
#bangladesh
#সজ্জিতো_টিভি
#বাংলাদেশ_গরুর_হাট
#বাংলাদেশ_গরুর_হাট_বাজার
#গরুর_হাট_বাজার
#গরুর_হাট
#পাবনা_গরুর_হাট
#কৃষি_খামার
#কৃষি_চিত্র_পুরি
#কৃষি_কথা
#গরুর_হাট_2022
#নিশি_দিবানিশি
#খামারীর_সফলতা
#পাবনা_গরুর_হাট_২০২২
#পাবনা
#পাবনা_ভাঙ্গুড়া_গরুর_হাট
#bangladeshi_gorur_haat_bazar
#gorur_haat_bazar
#bangladeshi_gorur_haat_video
#bangla_gorur_haat
#MD_Bayezid_Moral
#সাতক্ষীরা_গরুর_হাট
#খামার
#চিত্রপুরী
#খামারীর_সফলতা
#গরুর_খামার
#গরু_দাম_কত
#দুগ্ধ_খামার
#গরুর_কৃমির_চিকিৎসা
#গরুর_পায়ে_ব্যথা_রোগের_চিকিৎসা
#গরুর_পাতলা_পায়খানা_রোগের_চিকিৎসা
#গরুর_পেট_ফাঁপা_রোগের_চিকিৎসা
#গরুর_নিউমোনিয়া_রোগের_চিকিৎসা
#গাভীর_ওলান_ফোলা_রোগের_চিকিৎসা
#গরুর_খুরা_রোগের_চিকিৎসা
#গাভীর_দুধ_উৎপাদন
#বর্তমান_গরুর_বাজার_2022
#গরুর_কৃত্রিম_প্রজনন
#ষাঁড়_গরু_মোটাতাজাকরণ
#গরু_মোটাতাজাকরণ_পদ্ধতি
#গরু
#শুকনা_গরু_মোটাতাজাকরণ
#পাবনা_গাভী_গরুর_হাট
#গরু_মোটাতাজাকরণ_ভিটামিন
#গরু_মোটাতাজাকরণ_খামার
#গরুর_বাজার_2022
#গরু_ঔষাধ
#gorur_dam_koto
#banglades
#pabna_ishwardi_gorur_haat
#bortoman_gorur_bazar
#bortoman_gorur_bazar_2022
পাওয়া যায় উন্নত জাতের গাভী ???
অনেকেই এই প্রশ্ন করেন। তবে এই প্রশ্নের জবাব এক কথায় হয়না। যেমন, আপনার বাড়ি যদি টেকনাফ হয়,আর আমি যদি বলি তেতুলিয়ার কাছে একটি হাটে বা খামারে পাওয়া যায়,তাহলে আপনি কি একটি গাভীর জন্য যাবেন ওখানে?
তাছাড়া নির্দিষ্ট কোন খামার বা লোকের কথা, যারা গরু ক্রয়-বিক্রয় করেন, তাদেরকেও সরাসরি দেখিয়ে দেওয়া সম্ভবনা কারন সব লোক সব সময় সৎ নাও হতে পারে। তাছাড়া গরু কেনার পর স্হান পরিবর্তনের কারনে এবং আপনার পালনে ত্রুটির কারনে গাভীর দুধ কমে যেতে পারে। তখন সব দোষ, নন্দ ঘোষ!!!
তাহলে কোথায় পাবেন,,,
আপনার এলাকার গরুর হাটে খোজ নিয়ে দেখতে পারেন।
পাশাপাশি খামারে যোগাযোগ করতে পারেন।
পশু হাস-পাতালের ডাক্তারের কাছে এলাকার সব খামার এবং উন্নত জাতের গরুর খোজ-খবর থাকে,তারা আপনাকে সাহায্য করতে পারবে।
এলাকার গরুর ডাক্তারের সাথেও যোগাযোগ করতে পারেন।
যুব উন্নয়নের ডেইরী বিষয়ক প্রশিক্ষকের কাছেও উন্নত জাতের গাভীর খোজ থাকে।
এলাকার বিস্বস্ত গরুর দালালের সাথে কথা বলতে পারেন।
অন লাইনেও অনেক দালাল বাই এন্ড সেল করেন।
তাছাড়া নারায়ন গঞ্জ এবং ঢাকার আশে-পাশে অনেক উন্নত জাতের গরুর খামার রয়েছে। ঢাকার কালি গঞ্জ বা কেরানি গঞ্জ, মুগদা পাড়া,রাজার বাগ, কদম তলা,মান্ডা এলাকায় অনেক উন্নত জাতের গরুর খামার রয়েছে।
বাংলাদেশের প্রায় প্রতিটা জেলায়ই গরুর খামার রয়েছে,কমেন্ট করে জিজ্ঞাসা না করে নিজেও একটু খোজ করেন।
নির্দিষ্ট কোন খামারের ঠিকানা দেওয়া সম্বব না, এজন্য দুঃখিত।
আমাদের চ্যানেলের ভিডিও আমরা করে থাকি, খামারি ও প্রান্তিক খামারিদের উপকারের শার্তে
Информация по комментариям в разработке