চিংড়ি চাষের পোনা কোথায় পাওয়া যায়। গলদা, বাগদা ও হরিনা চিংড়ির রেনু ।

Описание к видео চিংড়ি চাষের পোনা কোথায় পাওয়া যায়। গলদা, বাগদা ও হরিনা চিংড়ির রেনু ।

#চিংড়ির_পোনা_কোথায়_পাওয়া_যায়
সুন্দরবন সংলগ্ন উপকুলবর্তী অঞ্চল গড়ইখালী যেটা খুলনা জেলার পাইকগাছা থানার অন্তগত। অঞ্চলটি লবনাক্ত হওয়ায় তেমন কোন আবাদী ফসল হতে দেখা যায় না। দারিদ্রসীমার অনেকটা নীচে থাকা এ অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম শিবসা নদীকে ঘিরে মৎস্য আরোহন। প্রধানত গলদা, বাগদা ও হরিণা চিংড়ির রেনু পোনা সংগ্রহ করে তারা স্থানীয় বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করে।
গলদা চিংড়ি মূলত মিঠা পানিতে হয়। একক ছাড়াও মিশ্র চাষ পদ্ধতিতে এ চিংড়ি চাষ করা যায়। তাছাড়া বাগদা ও হরিনা চিংড়ির জন্য লবনাক্ত পানির প্রয়োজন হয়। স্থানীয় বাজার ছাড়াও দেশের বাইরে এ চিংড়ির ব্যাপক চাহিদা থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে উচ্চমূল্যে বিক্রয় হয়ে থাকে। তাই এ চিংড়ির পোনা সংগ্রহ করে আধুনিক পদ্ধতিতে অনুসারণ করে চাষ করলে অনেকটা লাভের মুখ দেখতে পারে একজন মাছ চাষী।
-----------------------------------------------------------------------------------------------------------------------
প্রকৃতি ও জনপথের বিভিন্ন খবরা খবর পেতে এই চেনেলটি সাবস্ক্রাইব করে পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন।
আপনাদের কোন মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।
ধন্যবাদ
প্রকৃতি ও জনপথ
মোবাইলঃ ০১৭৪৫০৫০৬০২

Комментарии

Информация по комментариям в разработке