কম খরচে মাছের খাবার তৈরির উপকরণ, ১০০ কেজি হাতে বানানো মাছের খাবারের তালিকা, ৩৭% প্রোটিন যুক্ত খাবার

Описание к видео কম খরচে মাছের খাবার তৈরির উপকরণ, ১০০ কেজি হাতে বানানো মাছের খাবারের তালিকা, ৩৭% প্রোটিন যুক্ত খাবার

মাছ চাষের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি খরচ হয় মাছের খাদ্যের পিছনে ।
আর এই খাদ্য খরচ যদি আমরা কমাতে না পারি তাহলে মাছ চাষে আমরা কোনভাবেই বেশি পরিমাণে লাভ করতে পারব না এবং অনেক ক্ষেত্রে লাভের জায়গায় আমাদের লস হয়ে থাকে ।
আমাদের মধ্যে অনেক মাছ চাষী রয়েছেন যারা মনে করেন যে পেলেট আকারে ভাসমান খাবার না দিলে মাছের বৃদ্ধি হয় না । কিন্তু সঠিক প্রোটিন মানসম্পন্ন এবং সঠিক পরিমাণে যদি আমরা মাছকে যেকোনো ধরনের খাবার দিতে পারি । তাহলে মাছের বৃদ্ধি আমরা সঠিকভাবে পেতে পারি । তার জন্য আমাদের পেলেট বা ভাসমান খাবার এর কোন প্রয়োজন নেই । সেটা ডোবা ডাস্ট খাবারেও মাছের বৃদ্ধি আমরা সমানভাবে পেতে পারি । এই ধারণাটা যতদিন আমরা নিজেদের বদলাতে না পারবো । ততদিন আমরা মাছের খাদ্য খরচ কমাতে পারবো না । কেননা বাজারে যে সমস্ত পেলেট ভাসমান খাবার পাওয়া যায় ,তার দাম যথেষ্ট বেশি এবং এই দাম দিয়ে যদি আমরা ভাসমান খাবার মাছকে দিই । তাহলে আমরা মাছ চাষে কোন ভাবেই লাভবান হতে পারব না । আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আমরা যদি মাছের খাদ্য তৈরি করার বিভিন্ন উপকরণ গুলো বাজার থেকে সংগ্রহ করে সেগুলো কে সঠিক ভাবে মিশিয়ে মাছের জন্য খাবার তৈরি করতে পারি । তাহলে মাছের বৃদ্ধি আমরা খুব ভালো যেমন একদিকে পাবো , ঠিক তেমনি ভাবে সেটা যথেষ্ট সাশ্রয়ী হবে । যার ফলে আমরা মাছ চাষে খুব সহজেই লাভবান হতে পারব।

👉বিস্তারিতঃ
🏠ঢাকা অফিস: মিরপুর ১০ মাসুদ রানা ☎01705483670
🏠নাটোর অফিস: পচুর হোটেল সংলগ্ন গলি ☎01730400933

Комментарии

Информация по комментариям в разработке