আওলাদে রাছুল মুজিব বাবাজানের নেতৃত্বে বৃহত্তম জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সঃ), ঢাকা-২০১৮
===========================================================================
তরিকায়ে মাইজভাণ্ডারীয়ার মাধ্যমে পবিত্র কোরআন সুন্নাহর বিশ্বনন্দিত ইসলাম প্রচারক, গিবত-গিল্লা ফিতনা ফ্যাসাদের বিরুদ্ধে যার সুদৃড় অবস্থান, মুসলিম ঐক্যর প্রতীক, আল্লাহ ও রাছুল (সাঃ) প্রেমের পথ-প্রদর্শক, যার চলনে, বলনে, আখলাখের মধ্যে পবিত্র কোরআন–সুন্নাহর তাফসির নিহিত রয়েছে, যার প্রাঞ্জল নসিহতের প্রানস্পর্শী সুমিষ্ট ভাষণ শ্রবণে ও যার কোরআন–সুন্নাহর আদর্শে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই তাঁর ভালোবাসায় মুগ্ধ, তিনি হলেন আওলাদে রাছুল (সাঃ), নবী বংশের অতি সমুজ্জ্বল নক্ষত্র, আওলাদে গাউছুল আজম দয়াল বাবা ভাণ্ডারী (কঃ), গাউছে জামান শফি বাবাজানের নয়নমণি শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহ্ছূফী আলহাজ্ব মাওলানা আওলাদে রাসুল (সা:) সৈয়দ মুজিবুল বশর আল- হাচানী, আল-মাইজভাণ্ডারী প্রকাশ-আশেকানদের মুজিব বাবাজান কেবলা কাবা।
আমাদের আঁকা, মাওলা প্রানাধিক প্রিয় নবী, নুরে মুজাচ্ছাম, সফিউল মুজনবীন, রাহমাতাল্লিল আলামিন, হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মোস্তফা(সাঃ)র ঈদ-এ-মিলাদুন্নবী(সাঃ) বা আগমনের খুশী আশেকে রাছুল (সাঃ), আশেকানে মাইজভাণ্ডারীগনের জন্য প্রতিদিন। কারণ হুজুরে পাক (সাঃ) আমাদের জন্য ১২ মাস, ৩৬৫ দিনের জন্য রহমত। যার জন্য আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহ্ছূফী আলহাজ্ব মাওলানা আওলাদে রাসুল (সা:) সৈয়দ মুজিবুল বশর আল- হাচানী, আল-মাইজভাণ্ডারী প্রকাশ-আশেকানদের মুজিব বাবাজান কেবলা পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে মাইজভাণ্ডারী মহাসম্মেলন, মাহফিল ১২ মাসই করে থাকেন।
স্রষ্টার সমস্ত সৃষ্টিকুলের করুনাধারা অবারিত রহমতের ভাণ্ডার প্রিয় নবী(সাঃ) কে প্রেম, ভক্তি, তাজিম শ্রদ্ধাঞ্জলী জানানোর জন্য আশেকে রাছুল (সাঃ), আশেকানে মাইজভাণ্ডারীগন সারা বছর পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(সাঃ) উদযাপন করে থাকে।
লক্ষ লক্ষ, কোটি কোটি আশেক, ভক্ত, মুরিদের প্রাণপ্রতিম মুর্শিদ আওলাদে রাছুল (সাঃ) মুজিব বাবাজান সুদীর্ঘ ৩ যুগের বেশী সময় ধরে বাংলাদেশের ৬৪টি জেলার এমন কোন থানা বাদ নেই যেখানে তাঁর নুরী চরণ স্পর্শে ধন্য হয়নি এবং বিশ্বের বহু দেশেও তিনি রাছুল (সাঃ) প্রেমের দ্বীপ শিখা পবিত্র কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে তাঁর রুহানী তাহাজ্জুহ ফয়েজ দিয়ে আল্লাহ ও রাছুল (সাঃ)র প্রেমে লক্ষ কোটি পথ হারা মানুষের মুর্দা কলব জিন্দা করেছেন এখনও করে যাচ্ছেন, ইনশাল্লাহ কেয়ামাত পর্যন্ত এক কথায় অনন্তকাল কাল ধরে মাইজভাণ্ডার শরীফ থেকে ইসলাম প্রচার চলতে থাকবে।
যার জন্য আশেকানে মাইজভাণ্ডারীগন প্রত্যেকেই আশেকে রাছুল (সাঃ)প্রত্যেকেই আশেকে আল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি আশেকানে মাইজভাণ্ডারীগণ সারা পৃথিবীতে রয়েছে তাদের মধ্যে থেকে আপনি একজন সন্ত্রাশী, উগ্রবাদী বা জঙ্গিবাদী লোক আপনি পাবেন না, এই পর্যন্ত পান নাই ইনশাল্লাহ কেয়ামাত পর্যন্তও একজনও পাবেন না। কারণ উম্মাতে মুহাম্মদী (সাঃ)নাজাতের একমাত্র তরী হল আওলাদে রাছুল আওলিয়াল্লাগন তাদের নুরানী স্পর্শে সন্ত্রাশী সন্ত্রশীগিরি ছেড়ে, জঙ্গি জঙ্গিবাদী কার্যক্রম ছেড়ে আল্লাহ ও রাছুল (সাঃ) প্রেমে বিভোর হয়ে যায়। তাই আজ আমরা আওলাদে রাছুল (সাঃ) মুজিব বাবাজানের পাক উসিলায় সিরাতুল মুস্তাকিমের যে সন্ধান আমরা পেয়েছি সেই মতে ও পথে চলে আমরা আজ আলোর পথের যাত্রীর হওয়ার মহান সোভাগ্য অর্জন করেছি কেননা তিনি নিজের জীবন উৎসর্গ করে সারাটি জীবন আল্লাহ ও রাছুল(সাঃ) প্রেমের শিক্ষায় শিক্ষিত করে যাচ্ছেন তাঁর কোটি কোটি ভক্ত, মুরিদ, আশেকানদের। যার ফলশ্রুতিতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে, ঢাকার জমিনে পূর্বে পল্টন ময়দানে বর্তমানে শাহজাহানপুর রেলওয়ে ময়দানে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী(সাঃ) উদযাপন করতে প্রতি বছর লক্ষ লক্ষ নবী প্রেমিকেরা আশেকানে মাইজভাণ্ডারীগণ ঈমানী কণ্ঠে গুন গুনাগন মধুর সুরে স্লোগান দিয়ে যায় আল্লাহর একত্ববাদের, শানে রিসালাতের, শানে আওলিয়ার। যারা আওলাদে রাছুল (সাঃ) মুজিব বাবাজানের পাক জবানের নসিহতের বানী শ্রবণ করে কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজাতে চান তাদেরকে শাহজাহানপুর রেলওয়ে ময়দানে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী(সাঃ) মাহফিলে ও মাইজভাণ্ডার শরীফে আমন্ত্রন জানাচ্ছি মুজিব বাবাজানের পাক হুজরায়। এক বার এসে দেখে যান ইহকাল ও পরকাল ধন্য হয়ে যাবে আওলাদে রাছুলের(সাঃ) পবিত্র চরণস্পর্শে। কারণ আওলাদে রাছুল(সাঃ) আওলিয়াল্লারা হলেন পবিত্র কোরআন ও সুন্নাহর একমাত্র সহিহ শুদ্ধ ব্যাখ্যাকারী যার জন্য মাইজভাণ্ডারী আশেকেরা জঙ্গি ও সন্ত্রাশী হয় না তাঁরা প্রত্যেকেই আশেকে আওলিয়া, আশেক রাছুল (সাঃ), আশেকে আল্লাহ হয়।
#১লা_ভাদ্র
প্রচারেঃ আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন, চট্টগ্রাম।
(ইহা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন)
Share & Subscribe:
YouTube: / muzibiyagulshanmaizbhandari Facebook Page: / ashekane.maizbhandari
Facebook Group: / gulame.maizbhandari
Информация по комментариям в разработке