ভিয়েতনামি কই মাছের পোনা পুকুরে চাষ করার নিয়ম পুনার জন্য কল করুন 01943187639

Описание к видео ভিয়েতনামি কই মাছের পোনা পুকুরে চাষ করার নিয়ম পুনার জন্য কল করুন 01943187639

কৈ মাছের পোনা কোথায় পাওয়া যায়। যোগাযোগ: 01943187639

২০২৪ সালের নতুন ভিয়েতনামি কৈ মাছ পুকুরে চাষের পদ্ধতি ও কোথায় পাওয়া যায়। যোগাযোগ: 01943187639

খেতেভিয়েতনামি সুস্বাদু হওয়ার বাংলাদেশীদের কাজে এর ব্যাপক গ্রহণযোগ্যতা আছে।
ভিয়েতনাম কৈ মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়।
মাত্র ৪ মাসে ১৫০ থেকে ২০০ গ্রাম ওজন হয়।
চাষ পদ্ধতি সহজ ও অন্য মাছ চাষের চেয়ে লাভ বেশী।
বাংলাদেশের জলাশয় ও আবহাওয়া এই মাছ চাষে উপযোগী
হ্যালো বন্ধুরা আমাদের এই চেনেলে আপনাদের কে স্বাগত। আমাদের এই চেনেলে যেকোনো মাছের ভিডিও দেখতে পারবেন এবং যেকোন মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন শিং,মাগুর,গুলসা, পাবদা,কৈ, তেলাপিয়া ও বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। আমরা বাংলাদেশের যেকোন জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগ করুন
ফোন নম্বর :01943187639/01618669655
আমাদের ঠিকানা,ত্রিশাল,ময়মনসিংহ

পুকুর নির্বাচন:
ভিয়েতনাম কৈ মাছ চাষ করার জন্য কমপক্ষে ৪ থেকে ৬ মাস পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের পানির গভীরতা ৪ থেকে ৫ ফুট হলে ভাল হয়। তবে এর চেয়ে বেশী গভীরতা হলেও চাষ চলবে। ২০ থেকে ১০০ শতাংশ আয়তনের পুকুর নির্বাচন করতে হবে তবে এর চেয়ে ছোট বা বড় পুকুর এ মাছ চাষ করা যাবে।
পুকুর প্রস্তুতি:
১.পুকুরের পানি সেচে শুকুয়ি অবাঞ্ছিত মাছ ও অন্যান্য প্রাণী দূর করতে হবে।
২.পকুরের তলায় অতিরিক্ত কাদা থাকলে উঠিয়ে ফলতে হবে।
৩. পুকুরের পাড় ভাল করে মেরামত করতে হবে এবং পাড়ে বড় গাছ থাকলে ডাল-পালা ছাটায় করে ফেলতে হবে ।
৪. পুকুরে প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। এবং চুন দেয়ার ২ দিন পর পানি দিতে হবে।
৫. পুকুরে পানি দেয়ার ৩ দিন পর পোনা মজুদ করতে হবে।
পোনা সংগ্রহ ও মজুদ:
ভিয়েতনাম জাতের কৈ মাছের পোনা মে থেকে অক্টবর মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন। কালচার হিসাবে ভিয়েতনাম কৈ প্রতি শতাংশে ৫০০ থেকে ৬০০ পিচ পোনা মজুদ করা যায়। তবে ভিয়েতনাম কৈ এর সাথে প্রতি শতাংশ ১০ -১৫টি কাপ জাতীয় মাছ চাষ করা ভাল । যেমন সরপুঁটি শতাংশে ৫টি রুই ৫ টি মৃগেল ৫টি। এতে পানির পরিবেশ ভাল থাকে । পলিথিনের অক্সিজেন ব্যাগে অথবা প্রাষ্টিকরের ড্রামে পোনা পরিবহন করতে হবে।
ভিয়েতনাম কৈ মাছের খাদ্য তালিকা:
ভিয়েতনাম কৈ মাছের খাদ্য ৩৫-৪০% আমিষ থাকাতে হবে। প্রাকৃতিক খাদ্য হিসবে জু- প্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন, হনসেক্ট, মলাস্কান প্রাণী ইত্যাদি খায় । বাণিজ্যিক ভিত্তিতে ভিয়েতনাম কৈ চাষ করতে হলে ভাসমান ফিস ফিড খাবার দিতে হবে।

#শীতকালে_পুকুরে_ভিয়েতনাম_কৈ_মাছ_চাষে_পদ্ধতি #ভিয়েতনাম_কৈ_মাছ #কৈ_মাছের_পোনা #কৈ_মাছের_পোনা_কোথায়_পাওয়া_যায় #ভিয়েতনামি_কৈ_মাছের_পোনা

Комментарии

Информация по комментариям в разработке