মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই ।।

Описание к видео মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই ।।

মাওলা তুই রে তুই,
আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই ।।

মাটির পুতলা বানাই সঞ্চারিলে রুহ,
আদমের ক্বলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু ।।

দুনিয়া জলেতে ডুবাই কেয়ামত দেখালি,
ঘোর তুফানে নূহ্ নবীর কিস্তিখান ভাসালি ।।

খলিলকে আগুনে ঢালে নমরুদ বেঈমান,
জলন্ত আগুন কে তুই করলি ফুল বাগান ।।

বোয়াল মাছে গিলেছিল ইউনুস পয়গম্ব'রে,
দোয়া ইউনুস উছিলাতে মুক্ত করলি তাঁরে ।।

ছালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ,
বোগদাদে করিয়া দিলি কবর আজাব মাফ ।।

মনছুরের ক্বলবে থাকি 'আনাল হক্ব' বলালি,
শুলি'তে তুলিয়া আবার,জগৎ কে দেখালি ।।

খাতেমুল বেলায়ত নিয়ে ভান্ডারে উদয়,
রমেশ বলে ঠিক চিনেছি, আর তো কেউ নয় ।।

Комментарии

Информация по комментариям в разработке