বনফুল vs রবীন্দ্রনাথ / Banaful vs Rabindranath

Описание к видео বনফুল vs রবীন্দ্রনাথ / Banaful vs Rabindranath

This video is a discussion on the relationship between Banaful ( বনফুল )i.e. Balaichand Mukhopadhyay ( বলাইচাঁদ মুখোপাধ্যায় ) and Rabindranath Tagore ( রবীন্দ্রনাথ ঠাকুর ). This is actually a tribute to Banaful on his birthday observation ( শ্রদ্ধার্ঘ্য : বনফুল vs রবীন্দ্রনাথ ).

বনফুল রবীন্দ্রসান্নিধ্যে এসেছিলেন রবীন্দ্রনাথের একেবারে শেষ জীবনে। বলাবাহুল্য, সেই স্বল্পকালীন ঘনিষ্ঠতার মধ্যে দিয়ে দুজনের মধ্যে তৈরি হয়েছিল গভীর এক বন্ধুত্বের সম্পর্ক। পরবর্তীকালে বনফুল সেই দিনগুলির কথা, সেই বন্ধুত্বের কথা লিপিবদ্ধ করেছিলেন, বই আকারে লিখে প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথের মৃত্যুর প্রায় ২৭ বছর পরে, ১৯৬৮ সালে প্রকাশিত হয়েছিল তার সেই বই। বইটির নাম ছিল ‘রবীন্দ্রস্মৃতি’।

বনফুলের সাহিত্য নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বরাবর বেশ চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেছেন, এবং বড়ই অবাক করা তথ্য হল, রবীন্দ্রনাথের সেসব সমালোচনাকে বনফুল গ্রহণ করলেও, তিনি কিন্তু সবসময় সেসব সমালোচনার সাথে একমত হন নি, এমন কি, রবীন্দ্রনাথ কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন পরিবর্ধনের কথা বললেও বনফুল সেসব পরামর্শ গ্রহণ করেন নি, তিনি নিজেকে, নিজের সৃষ্টিকে অপরিবর্তনীয় রেখেছিলেন।

একথা বলার অপেক্ষা রাখে না যে, রবীন্দ্রপ্রয়ানে বনফুল গভীরভাবে শোকাহত হয়েছিলেন। তিনি মনপ্রাণ উজাড় করে বলেছিলেন যে, কবিগুরু রবীন্দ্রনাথের মতো বিরাট প্রতিভা, বিরাট ব্যক্তিত্ব, বিরাট হৃদয় তাকে যে স্পর্শ করেছিল, তাকে যে আপনজনের মতো কাছে টেনে তিনি বসিয়েছিলেন, তিনি যে হাসিমুখে তার সমস্ত আবোলতাবোল প্রগলভ চরিত্রকে সহ্য করেছিলেন --- সেই আনন্দের, সেই উজ্জ্বল বিচিত্র স্মৃতি তার মনে চিরকালের জন্য অক্ষয় হয়ে থাকবে।

বাস্তবিকই, পরবর্তীকালে, কবিগুরুর অনুপস্থিতিতে, সমগ্র জীবন জুড়ে বনফুল যখনই সুযোগ পেয়েছেন রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন, রবীন্দ্রচর্চা করেছেন। আর সেই দুই মহাতারকার চিন্তাভাবনার সংশ্লেষে সমৃদ্ধ হয়ে উঠেছে আমাদের প্রিয় বাংলা সাহিত্যজগত।

Now please watch this video and express your views in the comment section below.

For making this video, I am grateful to:-

তথ্যঋণ:
১) বনফুল By প্রশান্তকুমার দাশগুপ্ত
২) আনন্দবাজার পত্রিকা
৩) বনফুল বনে By তরুণ মুখোপাধ্যায়
৪) উইকিপিডিয়া

Thanks a lot.
yours faithfully
The Galposalpo

All the images are taken from internet, ...only for educational purposes. I am grateful to the image creators. Please, don't give any copyright strike as this video is made only for educational purposes.

#banaful #rabindranath #বনফুল #রবীন্দ্রনাথ

Комментарии

Информация по комментариям в разработке