সোনাদিয়া দ্বীপে দিনব্যাপী ভ্রমণ – সোনাদিয়া দ্বীপ ভ্রমণ গাইড || Day Long Tour at Sonadia Island

Описание к видео সোনাদিয়া দ্বীপে দিনব্যাপী ভ্রমণ – সোনাদিয়া দ্বীপ ভ্রমণ গাইড || Day Long Tour at Sonadia Island

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় কুতুবজোম ইউনিয়নে অবস্থিত এই সোনাদিয়া দ্বীপ। এই সোনাদিয়া দ্বীপ কক্সবাজার শহর থেকে মাত্র সাত কিলোমিটার দুরে অবস্থিত তাই খুব সহজেই ঘুরে আসেত পারবেন এই সোনাদিয়া দ্বীপ। এই দ্বীপের আয়তন মাত্র নয় বর্গ কিলোমিটার, যা ঘটিভাঙ্গা খাল দ্বার মহেশখালী থেকে বিচ্ছিন্ন হয়েছে। তিন দিকে সমুদ্র সৈকত এবং একদিকে ঘটিভাঙ্গা খালের অপর পাশে মহেশখালী উপজেলা অবস্থিত। প্রকৃতির এক স্বর্গ রাজ্য এই সুন্দর দ্বীপ। এই দ্বীপে রয়েছে সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, ঝাউবন, কেয়া- নিশিন্দার ঝোপ, কেওড়া, হারগোজা, উড়িঘাস এবং ম্যানগ্রোভ বনাঞ্চল। এই দ্বীপের বালিয়াড়িতে রয়েছে অসংখ্য লাল কাকড়া এবং এখানে দেখতে পাওয়া যায় গাঙচিল সহ বিচিত্র প্রজাতির জলচর পাখি। অপরূপ সৌন্দর্যের আধার এই সোনাদিয়া দ্বীপ। এই দ্বীপে লবণ চাষ এবং শুটকি উৎপাদন সবচেয়ে বেশি হয়ে থাকে, এছাড়া কিছু লোক মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এই দ্বীপের চারদিকে নোনা পানি দ্বারা বেষ্টিত হওয়ায় এখানে তেমন কোন খাদ্যশষ্য উৎপাদন হয় না। এই দ্বীপে বাসিন্দাদের জন্য রয়েছে ২টি মসজিদ, ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি সাইক্লোন শেল্টার। এই দ্বীপটি দুই টি পাড়া নিয়ে গঠিত তা হল পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়া।

কিভাবে যাওয়া যায় সোনাদিয়া দ্বীপ
কক্সবাজার থেকে মহেশখালী হয়ে ঘটিভাঙ্গা খাল পার হয়ে যাওয়া যায় সোনাদিয়া দ্বীপ তবে এই পথ জোয়ার ভাটার উপর নির্ভরশীল হওয়ায় খুব কষ্টকর এই পথে চলাচল। কক্সবাজারের ছয় নম্বর ঘাট থেকে রিজার্ভ স্পীডবোট অথবা ট্রলার করে যাতায়াত করা যায় এই সোনাদিয়া দ্বীপ। এছাড়া কক্সবাজারের নাজিরার টেক থেকে ট্ররার চলাচল করে এই সোনাদিয়া দ্বীপ। আমার নাজিরার টেক হয়ে এসেছি এই সোনাদীয়া দ্বীপ, জনপ্রতি আসা এবং যাওয়া মিলে খরচ পরেছে মাত্র একশত টাকা। সোনাদিয়া দ্বীপে আসার সবচেয়ে সহজ পথ এটি বলে আমার মনে হয়েছে, তবে এই ঘাটেও লোকাল ট্রলার নিয়মিত থাকে না সেক্ষেত্রে এই নাজিরারটেক থেকেও রিজার্ভ ট্রলার করে যাতায়াত করা যায় সোনাদিয়া দ্বীপ।

#Sonadia
#SonadiaIsland
#SonadiaIslandTour

Комментарии

Информация по комментариям в разработке