সাগরে ডাকাতের গুলিতে মাঝি নিহত, বাকিরা ৪দিন পর ফিরেছে অক্ষত

Описание к видео সাগরে ডাকাতের গুলিতে মাঝি নিহত, বাকিরা ৪দিন পর ফিরেছে অক্ষত

কুতুবদিয়া প্রশাসনের সহযোগিতায় বাড়িতে ফিরেছে অপহৃত ১৯ জেলে


কুতুবদিয়া প্রতিনিধিঃ


প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ চারদিন পর জিম্মি দশা থেকে মুক্তি পেলেন কুতুবদিয়ার ১৯ জেলে।রবিবার (১০ নভেম্বর) বিকালে তাদেরকে উদ্ধার পূর্বক  নিজ বাড়িতে পোঁছে দিয়েছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন।  এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন,  কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন ও বাংলাদেশ  নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর রাতে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের অদূরে নোঙরে থাকাবস্থায় ডাকাতির পর ফিশিং বোটসহ অপহরণের শিকার হন ১৯ জেলে। এসময় জলদস্যুর গুলিতে নিহত হন ফিশিং বোটের মাঝি মোকাররম। 


জেলেদের উদ্ধারের বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানান, জলদস্যুরা ডাকাতির পরে ১৯ জেলেসহ ফিশিং বোটটি ছিনতাই করে গভীর সাগরে চলে যায়। পরে প্রশাসনের তৎপরতা বুঝতে পেরে দস্যুরা ফিশিং বোটের ইঞ্জিন বিকল করে দিয়ে সরে যায়। রবিবার ভোর রাতে প্রশাসন খবর পেলে জেলেদের উদ্ধারে সহযোগিতা করে। বিকালে তাদেরকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। 


উদ্ধার হওয়া জেলেরা হলেন, উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফরিজ্যার পাড়ার মৃত জানে আ ছেলে গিয়াস উদ্দিন(৪৮), হাবিবউল্লাহর ছেলেন শাহেদ(২১) , আবু আহমদের ছেলে রেজাউল (২৮), ফরিদুল আলমের প্রকাশ বাসু ছেলে মেহেদী (২৬), মৃত ছলিম উল্লাহর ছেলে সাকিব২২) ,ইসমাঈলের ছেলে ইদ্রিস (২২)ও মৃত জাফর আহমদের ছেলে নয়ন (২৩),জমির বাপের পাড়ার মৃত গোলাম শরিফের ছেলে শাহ আলম (৪০) ও ফজল করিমের ছেলে রুহুল আমিন(৪৫), চাটি পাড়ার নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দীন(৪৫), মৃত নজির আহমদের ছেলে শাহজাহান (৪৫), আবু তৈয়বের ছেলে তৌহিদুল ইসলাম (২২), আবুল হোছাইনের ছেলে আব্বাস (৩০), কায়সার বাপের পাড়ার আবদু জালিলের ছেলে সোনা মিয়া (৪৮),কুইল্যার পাড়ার নয়ন মিয়ার সাগর (২৫), আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত আবু ওমরের ছেলে মনছুর আলম (৪৮), দক্ষিণ ধুরুং ইউনিয়নের মশরফ আলী বলির পাড়ার নুরুল কাদের ছেলে রুবেল (২১) পশ্চিম চর ধুরুং  আবদু রশিদের ছেলে কালু মিযা (৪৫) এবং ইঞ্জিন ড্রাইভার লক্ষীপুর জেলার রামগতি উপজেলার ইসলাম মিয়ার ছেলে শাহাজাহান (৪৫) । 

Комментарии

Информация по комментариям в разработке